Saturday, June 27, 2009
Wednesday, June 17, 2009
২০ জুন মানিক মিয়ার ১১তম মৃত্যু বার্ষিকী
“সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)” এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং “ডিএক্সীং নিউজ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক দিদারুল ইকবাল এর পিতা মরহুম মানিক মিয়া’র ১১তম মৃত্যু বার্ষিকী আগামী ২০ জুন ২০০৯। এই উপলক্ষে ডিএক্সীং এর সাথে জড়িত সকল শ্রোতাবন্ধুর কাছ থেকে সাউথ এশিয়া রেডিও ক্লাব মরহুম মানিক মিয়া’র জন্য দোয়া কামনা করছে।
মো: মানিক মিয়া (ফাইল ফটো)
উল্ল্যেখ্য ১৯৯৮ সালের এই দিনে মো: মানিক মিয়া ব্রেন ষ্ট্রোক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
Wednesday, June 10, 2009
“তাছলিমা বেগম” এর শুভ বিবাহ
গায়ে হলুদ অনুষ্ঠান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর সন্দ্বীপ (চট্টগ্রাম) শাখার সাবেক সভাপতি “তাছলিমা বেগম” এবং সন্দ্বীপ পৌরসভা ৪ নং ওয়ার্ড (হরিশপুর)এর মোহাম্মদ শাহাদাত হোসেনের সাথে শুভ বিবাহ অনুষ্ঠিত হয় গত ৬ জুন ২০০৯ (২৩ জৈষ্ঠ ১৪১৬ বাংলা, ১২ জমা: সানি ১৪৩০ হিজরী রোজ শনিবার)। বিবাহ অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য তাছলিমা বেগম সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং “ডিএক্সীং নিউজ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক দিদারুল ইকবাল এর ছোট বোন।
Tuesday, June 02, 2009
ডয়চে ভেলে জানুয়ারী'০৯ মাসের ধাঁধাঁ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব ঢাকা শাখার সদস্য হাজেরা বেগম
গত ৩০ মে’২০০৯ রেডিও ডয়চে ভেলে জার্মান থেকে মেলবক্স অনুষ্ঠানে জানুয়ারী এবং ফেব্রুয়ারী’২০০৯ মাসের ধাঁধাঁ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। উক্ত ফলাফল ঘোষণায় জানুয়ারী মাসের প্রথম পুরস্কার Grundic রেডিও বিজয়ী হয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব ঢাকা শাখার সদস্য হাজেরা বেগম। সাউথ এশিয়া রেডিও ক্লাব ঢাকা শাখার সদস্য হাজেরা বেগম জানুয়ারী মাসের ধাঁধাঁ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার Grundic রেডিও বিজয়ী হওয়ায় ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে বিজয়ী হাজেরা বেগম এবং ডয়চে ভেলে বাংলা বিভাগের সকল কর্মকর্তা কর্মীবৃন্দদের লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উল্লেখ্য আমরা ইন্টারনেটের মাধ্যমে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনে থাকলেও ঐদিন আমাদের এখানে আবহাওয়া খারাপ থাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিলো ফলে আমরা সে দিন আর অনুষ্ঠান শুনতে পারিনি কিন্তু তার পরদিন দুপুরে রাজশাহী থেকে এস.এম.জে.হাবিব ফোন করে আমাদের ক্লাব থেকে প্রথম পুরস্কার বিজয়ী হওয়ায় অভিনন্দন জানালে আমরা আনন্দে আত্নহারা হয়ে যায়! প্রথমে আমরা বিশ্বাসি করতে পারছিলামনা যে আমাদের ক্লাব থেকে কেউ পুরস্কার পেয়েছে। পরে আমরা ডয়চে ভেলের ওয়েব সাইটে “আপনাদের মতামত” বিভাগে সংরক্ষিত অডিও ক্লিপ থেকে মেলবক্স অনুষ্ঠানটি শুনি। শুধু কি তাই! মেলবক্স অনুষ্ঠানটি আমরা একাধিক বার শুনেছি এবং ডাউনলোড করে রেখেছি। আনন্দ এবং খুশির সংবাদটি দেওয়ার জন্য ডয়চে ভেলের মাধ্যমে এস.এম.জে.হাবিব ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি।
তারিখ: ০২/০৬/২০০৯
তাছিলমা আক্তার লিমা (সভাপতি)
সাউথ এশিয়া রেডিও ক্লাব (ঢাকা শাখা)
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,
মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।
Subscribe to:
Posts (Atom)