চলতি বছর থেকেই ক্লাব কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে সবচেয়ে কর্মমূখর তিনটি ক্লাবকে শ্রেষ্ঠ ক্লাব পুরস্কার ও সনদ প্রদান করা হবে। এ প্রতিযোগিতায় অংশ নিতে ক্লাবের নিজস্ব ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতা বৃদ্ধি, অনুষ্ঠান বিষয়ে সুচিন্তিত মতামত-পরামর্শ এবং গঠনমূলক সমালোচনাসহ নিয়মিত চিঠি লিখায় উদ্বুদ্ধকরণ, সাক্ষাৎকার প্রদান, ক্লাব কর্মকাণ্ডের প্রামাণ্য প্রতিবেদন (ভিডিও বা স্থির চিত্রসহ) পাঠাতে হবে আমাদের কাছে। প্রত্যেক মাসের কর্মতৎপরতার ভিত্তিতে বছর শেষে তিনটি ক্লাবকে শ্রেষ্ঠ ক্লাব হিসেবে নির্বাচন করা হবে। শ্রেষ্ঠ ক্লাব হিসেবে আপনাদের ক্লাবটির স্বীকৃতি পেতে চাইলে এখন থেকেই উপরোক্ত কর্মকাণ্ড বাস্তবায়নে সচেষ্ট হোন।
সর্বাধিক শেয়ারার পুরস্কার:
সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে রেডিও তেহরানের লাইভ স্ট্রিমিং ও পার্সটুডের সংবাদ/অনুষ্ঠান শেয়ারের ভিত্তিতে তিনজনকে পুরস্কার দেওয়া হবে। প্রতি মাসে কে কতটি শেয়ার করেছেন তা আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানাতে হবে।
রেডিও তেহরান সহযোগী পুরস্কার:
ব্যক্তিগতভাবে শ্রোতা বৃদ্ধির জন্য তিনজনকে 'রেডিও তেহরান সহযোগী পুরস্কার' প্রদান করা হবে। ফেসবুক লাইভ শোনার জন্য ইনভাইট, পোস্ট মেনশন এবং শর্টওয়েভে অনুষ্ঠান শোনার জন্য উদ্বুদ্ধ করতে হবে। যারা নতুন শ্রোতা হয়েছেন নাম ও তথ্য-পরিসংখ্যান আমাদেরকে জানাতে হবে।
আমাদের কাছে ইমেইল পাঠানোর ঠিকানা: radiotehran1982@gmail.com
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮ (জুন ১৮, ২০২১ ১১:৫৯)
সূত্র লিংক: https://parstoday.com/bn/news/iran-i93328
No comments:
Post a Comment