২৭ মে ২০২২, শুক্রবার ফ্রেন্ডস্ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) কুমিল্লা জেলা শাখার সভাপতি হালিম সৈকতের নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, ফ্রেন্ডস্ ক্লাবের প্রধান সমন্বয়ক সেলিম সবুজ, তিতাস উপজেলা শাখার সভাপতি মেহরাব হোসেন সুমন, সহ-সভাপতি গোলাম সারোয়ার মাছুম, সমাজকল্যাণ সম্পাদক মো. জুয়েল রানা, কোষাধ্যক্ষ মো. রাসেল মিয়া, ক্রীড়া সম্পাদক মাহবুব হাসান নিরব, নির্বাহী সদস্য ইব্রাহীম খলিল, ভিটিকান্দি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাকিল আহমেদ শুভ, হোটেল কায়কোবাদ ইন্টারন্যাশনালের পরিচালক মো. হাবিবুর রহমান আহসান, স্থানীয় ব্যবসায়ী এমদাদুল হক এবং রুস্তমপুর ইউপি সদস্য ।
নেতৃবৃন্দ বন্যাদুর্গত গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বগাইয়া হাওড়, কুপার বাজার এবং আনফরের গাঁওয়ের পানিবন্দি এলাকা পরিদর্শন করে বন্যাক্রান্ত মানুষের খোঁজ খবর নেন ও ক্ষতিগ্রস্থ দুইশত মানুষের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন। ত্রাণের প্যাকেজের মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মুসুর ডাল, ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, গুড়, ২ প্যাকেট বিস্কুট এবং ৪ প্যাকেট খাবার স্যালাইন।
এসময় ফ্রেন্ডস্ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) কুমিল্লা জেলা শাখার সভাপতি হালিম সৈকত বলেন, একটু দেরিতে হলেও আমাদের ক্লাব কুমিল্লা থেকে এসে সিলেটে বন্যাক্রান্ত দুর্গম এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা আমাদের সাধ্যানুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। বিভিন্ন সামাজিক সংগঠন যদি এভাবে এগিয়ে আসে তাহলে এরকম ক্ষতিগ্রস্থ মানুষের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে।
রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল বলেন, ভয়াবহ বন্যায় বিপর্যস্থ সিলেটের প্রতিটি উপজেলায় বন্যাক্রান্ত সাধারণ মানুষের হাহাকার চলছে। তাই এরকম দুর্যোগ মুহুর্তে সরকারের ত্রাণ তৎপরতার পাশাপাশি আমাদের সবাইকে সামর্থ্য অনুযায়ী এসব মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। ফ্রেন্ডস্ ক্লাবের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং তারা আগামীতেও এ ধরণের মানবকল্যাণমূলক কাজে এগিয়ে আসবে আমরা সেই প্রত্যাশা করি।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত ত্রাণ বিতরণ কার্যক্রমের সংবাদের লিংক:
ছাপানো পত্রিকা:
(১) http://sarc97.blogspot.com/2022/05/news-friends-club.html
(২) http://sarc97.blogspot.com/2022/05/news2-friends-club.html
(৩) http://sarc97.blogspot.com/2022/05/news3-friends-club.html
অনলাইন নিউজ পোর্টাল:
(১) ২৭/০৫/২০২২> https://doinikbanglakhobor.net/সিলেট-গোয়াইনঘাটে-বন্যার্/
(২) ২৮/০৫/২০২২> https://sangbad24.org/?p=3636
(৩) ২৮/০৫/২০২২> https://www.shyamalsylhet.com/news/103334?
No comments:
Post a Comment