জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা রজতজয়ন্তী/সিলভার জুবেলী উদযাপন উপলক্ষে একটি বিশেষ লোগো তৈরী করা হয়েছে।
এই বিশেষ লোগোতে
ক্লাব প্রতিষ্ঠার ২৫ বছরের সাফল্যের গল্প চিত্রায়ন করা হয়েছে।
(ক) প্রথমে গাণিতিক সংখ্যা ২-কে লক্ষ্য রেখে পৃথিবীর গোলক অবয়ব তৈরী করা হয়েছে এবং একে ছয়টি অংশে ভাগ করা হয়েছে। বাম থেকে চারটি অংশে প্রতীকী হিসেবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রীয় ও বেসরকারী বেতারের লোগো, পঞ্চম অংশে ক্লাবের মূল লোগো ব্যবহার করা হয়েছে, ষষ্ঠ অংশে সংখ্যা ২ এর প্রথম মাত্রার জন্য লাল রং-এর এক ফালি চাঁদ তৈরী করা হয়েছে এবং এই চাঁদ আকৃতির ভেতরে ক্লাবের নাম লেখা হয়েছে এছাড়া ২ এর নিচের মাত্রায় ক্লাব প্রতিষ্ঠার তারিখ ও মাসের নাম লেখা হয়েছে।
(খ) এরপর গাণিতিক সংখ্যা ৫-কে লক্ষ্য রেখে সবুজ রং-এর এক ফালি চাঁদ তৈরী করা হয়েছে এবং এই চাঁদ আকৃতির ভেতরে উপর থেকে নিচে ইন্দোনেশিয়া, চীন, ফিলিপাইন এবং ভারতের পতাকার চিহ্ন ব্যবহার করা হয়েছে। কারণ, ক্লাব তার গৌরবোজ্জ্বল ২৫ বছরের ইতিহাসে ঐ ৪টি দেশ থেকে রাষ্ট্রীয় ও বেসরকারী ভাবে যে বিরল স্বীকৃতি পেয়েছে তা বেতার ইতিহাসে অদ্বিতীয়। ৫ এর উপরের মাত্রায় বাংলাদেশের পতাকা ব্যবহার করা হয়েছে।
(গ) সবশেষে বক্রাকারে সর্ব বামে সিলভার জুবেলী ও এর সাল লেখা হয়েছে (১৯৯৭-২০২২)।
(ঘ) লোগোতে ব্যবহৃত তিনটি প্রধান রং হচ্ছে- লাল, সবুজ এবং নীল। লাল-সবুজ বাংলাদেশের এবং নীল রং ক্লাবের আভিজাত্যের প্রতিনিধিত্ব করে।
এই লোগোটির মূল থিম ক্লাবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পর্যন্ত কার্যকর থাকবে।
No comments:
Post a Comment