আহম্মদ কামরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বেতারভিত্তিক শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ এবং ভয়েস অব ইন্দোনেশিয়া ফ্যান ক্লাব অব বাংলাদেশ। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম; সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ভয়েস অব ইন্দোনেশিয়া ফ্যান ক্লাব অব বাংলাদেশের সভাপতি, রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল; ক্লাবের উপদেষ্টা একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, সিআরআই এর সাবেক বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবু তাহের রায়হান, চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও চেয়ারম্যান ড. সালেহা কাদের, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যাডভাইজার অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, ব্যবসায়ী মো: আব্দুল হালিম (চারু), দৈনিক একুশের বাণীর উপ-সম্পাদক শাহাদাৎ হোসেন আশরাফ; সাউথ এশিয়া রেডিও ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব এম. ফোরকান, যুগ্ম সম্পাদক মাহমুদ হায়দার জীবন, প্রচার সম্পাদক মো: ইয়াকুব আলী ও সদস্য লাবীব ইকবাল; সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল এবং ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মো: ওসমান গণি; গাজীপুর রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতাসংঘের সভাপতি মো: শহীদুল কায়সার লিমন; ফরিদপুর ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি এম এম গোলাম সারোয়ার; সাউথ এশিয়া রেডিও ক্লাব চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সদস্য জিয়াবুল করিম, মো: মোসলেহ উদ্দিন খান (জুয়েল), মোবারক হোসেন ভূঁইয়া, মো: শাহীন চৌধুরী, মোহাম্মদ ইউছুফ ও মো: আজিম ভূঁইয়া; চট্টগ্রাম বাকলিয়া শাখার সভাপতি মো: রহমত উল্লাহ; সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন; সিলেট শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ও যুগ্ম সম্পাদক মো: ফয়ছল আহমদ চৌধুরী; সিলেট লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায় ও সিপন দাস; কুমিল্লা শাখার সভাপতি মো: আব্দুল হালিম ও লালমাই শাখার সভাপতি সায়মা মজুমদার; টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো: সোলায়মান হোসেন ও সজিব ভৌমিক; সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো: আরিফুল ইসলাম; কিশোরগঞ্জ শাখার সভাপতি এম এ ছালাম; রাজশাহী শাখার সভাপতি মো: হারুন-অর-রশিদ; সহ অন্যান্য শাখার নেতৃবৃন্দ।
জনাব আহম্মদ কামরুজ্জামান ১৯৮৭ সালে ৭ম বিসিএস-এর মাধ্যমে তথ্য ক্যাডারে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করে বাংলাদেশ বেতারে যোগদান করেন। ০১ এপ্রিল ১৯৮৭ সালে বাংলাদেশ বেতার, খুলনায় যোগদানের মাধ্যমে তার চাকরিজীবনের সূচনা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে গবেষণা ও গ্রহণ কেন্দ্র, উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র-১, মহাশক্তি প্রেরণ কেন্দ্র, ক্ষুদ্রতরঙ্গ প্রেরণ কেন্দ্র, জাতীয় বেতার ভবন, পরিকল্পনা শাখা, কারিগরী কার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নিজের মেধা, পরিশ্রম ও সততার স্বাক্ষর রেখে তিনি বাংলাদেশ বেতারকে সমৃদ্ধ করেছেন। তিনি ১৪ অক্টোবর ২০১৪ সালে বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর তাঁর কর্মদক্ষতা ও সুদূরপ্রসারী চিন্তাধারা প্রকৌশলগত দিক থেকে বাংলাদেশ বেতারকে করেছেন আধুনিক ও যুগোপযোগী। তিনি দেশব্যাপী এফএম ও এএম সম্প্রচারের ব্যবস্থা করেই থেমে থাকেননি, তাঁর সুযোগ্য নেতৃত্বে বেতার তরঙ্গ সম্প্রচারিত হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে, অনলাইন স্ট্রিমিং ও অ্যাপস-এর মাধ্যমে পৃথিবীব্যাপী দেশি-বিদেশি শ্রোতাগণ শুনতে পারছেন বাংলাদেশ বেতারের সংবাদ ও অনুষ্ঠানমালা।
জনাব আহম্মদ কামরুজ্জামান যশোর জেলায় ১৯৬৩ সালের ১ জানুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রজীবনের বিভিন্ন স্তরে আপন মেধার পরিচয় দিয়েছেন। ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র থাকা অবস্থায় মাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪র্থ স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি ভারত সরকারের স্কলারশিপ নিয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব টেকনোলজি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ প্রথম শ্রেণীতে স্নাতক (সম্মান) সম্পন্ন করেন।
জনাব আহম্মদ কামরুজ্জামান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও তুর্কমেনিস্তানে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক এবং তাঁর স্ত্রী শাহনাজ পারভীন একজন গৃহিনী।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ
নিউজ পেপার কাটিং লিংক: http://sarc97.blogspot.com/2022/07/sylhet-mirror-kamruzzaman-dies.html
No comments:
Post a Comment