সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল এর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া প্রার্থনার আয়োজন করেছে ক্লাবের সিলেট শাহপরান শাখা।
৮ জুলাই ২০২২, শুক্রবার সিলেট সদর উপজেলা শাহপরান বাহুবল গ্রীণল্যান্ড আবাসিক এলাকার হযরত শাহপরান (র:) উপশহর বাহুবল জামে মসজিদে বাদ জুমআ দিদারুল ইকবালের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়। বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল জলিল। দোয়া প্রার্থনায় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সিলেট শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমান, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল মালেক ও সদস্য মো. আব্দুল বারী, লাবীব ইকবাল, নওশাদ বিন হেলাল, মাহফুজুর রহমান, মসজিদের মোয়াজ্জিন, এলাকার মুরুব্বি মাস্টার সিরাজুল হক, মাস্টার শাখাওয়াত হোসেন চৌধুরী, আব্দুর রহিম চৌধুরী, তাজুল ইসলাম, লিটন হাসান, আব্দুল হান্নান প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ জুলাই ২০২২, বুধবার সকাল প্রায় সাড়ে নয়টায় সিলেট নগরীর শাহপরান এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল। দিদারুল ইকবাল তার শাহপরান বাহুবল গ্রীণল্যান্ডের বাসা থেকে মোটরসাইকেলে করে অফিসের উদ্দেশ্যে নগরীর পূর্ব সুবিদবাজার, সাগরদিঘীর পাড়ে যাচ্ছিলেন। পথিমধ্যে শাহপরান বাজারের একটু সামনে কৃষ্ণ গোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ বিপরীত দিক থেকে আসা সিলেট-থ-১২-৪৯০৭ নম্বরের একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা তার সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরিত পাশের মোটরসাইকেলকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেল আরোহী দিদারুল ইকবাল রাস্তায় ছিটকে পড়েন এবং মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর জানা যায় চালকের কোন ড্রাইভিং লাইসেন্স নেই এবং সে অবৈধ ভাবে বেশ কয়েক বছর ধরে কোন ধরনের লাইসেন্স ছাড়াই সিলেটের রাস্তায় গাড়ী চালিয়ে যাচ্ছে!
No comments:
Post a Comment