দেশের বৃহত্তম বেতার ভিত্তিক শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম এবং ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল আহম্মদ কামরুজ্জামানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে তাঁর ঢাকাস্থ কল্যাণপুর বাসভবনে ১১ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার সকালে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ক্লাব প্রতিনিধিবৃন্দ আহম্মদ কামরুজ্জামানের হাতে অভিনন্দন ও শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।
এরপর ক্লাব প্রতিনিধিবৃন্দ সদ্য দায়িত্বপ্রাপ্ত বেতারের মহাপরিচালকের সাথে বেতার ও শ্রোতা কার্যক্রমের নানান বিষয়ে আলাপ-আলোচনা করেন এবং আহম্মদ কামরুজ্জামানের পূর্বের দায়িত্ব যথাযথভাবে পালনের ভূয়সী প্রশংসা করেন। আলোচনার এক পর্যায়ে আহম্মদ কামরুজ্জামান সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং বেতার শ্রোতা বৃদ্ধির নানান কর্মকান্ড ও কৌশলের প্রশংসা করে বলেন, এ ক্লাবের সাথে যুক্ত রয়েছেন সুশিক্ষিত লোকজন। বেতার অনুষ্ঠানের মান-উন্নয়ন ও বেতারকে শ্রোতাবান্ধব করতে এ ক্লাবের সহযোগিতা সঠিক ভাবে নিতে পারলে বেতার লাভবান হবে।
উল্লেখ্য, জনাব আহম্মদ কামরুজ্জামান ১৯৮৭ সালে ৭ম বিসিএস-এর মাধ্যমে তথ্য ক্যাডারে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করে বাংলাদেশ বেতারে যোগদান করেন। ০১ এপ্রিল ১৯৮৭ সালে বাংলাদেশ বেতার, খুলনায় যোগদানের মাধ্যমে তার চাকরিজীবনের সূচনা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে গবেষণা ও গ্রহণ কেন্দ্র, উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র-১, মহাশক্তি প্রেরণ কেন্দ্র, ক্ষুদ্রতরঙ্গ প্রেরণ কেন্দ্র, জাতীয় বেতার ভবন, পরিকল্পনা শাখা, কারিগরী কার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নিজের মেধা, পরিশ্রম ও সততার স্বাক্ষর রেখে তিনি বাংলাদেশ বেতারকে সমৃদ্ধ করেছেন। তিনি ১৪ অক্টোবর ২০১৪ সালে বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর তাঁর কর্মদক্ষতা ও সুদূরপ্রসারী চিন্তাধারা প্রকৌশলগত দিক থেকে বাংলাদেশ বেতারকে করেছেন আধুনিক ও যুগোপযোগী। তিনি দেশব্যাপী এফএম ও এএম সম্প্রচারের ব্যবস্থা করেই থেমে থাকেননি, তাঁর সুযোগ্য নেতৃত্বে বেতার তরঙ্গ সম্প্রচারিত হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে, অনলাইন স্ট্রিমিং ও অ্যাপস-এর মাধ্যমে পৃথিবীব্যাপী দেশি-বিদেশি শ্রোতাগণ শুনতে পারছেন বাংলাদেশ বেতারের সংবাদ ও অনুষ্ঠানমালা।
জনাব আহম্মদ কামরুজ্জামান যশোর জেলায় ১৯৬৩ সালের ১ জানুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রজীবনের বিভিন্ন স্তরে আপন মেধার পরিচয় দিয়েছেন। ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র থাকা অবস্থায় মাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪র্থ স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি ভারত সরকারের স্কলারশিপ নিয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব টেকনোলজি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ প্রথম শ্রেণীতে স্নাতক (সম্মান) সম্পন্ন করেন।
জনাব আহম্মদ কামরুজ্জামান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও তুর্কমেনিস্তানে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক এবং তাঁর স্ত্রী শাহনাজ পারভীন একজন গৃহিনী।
No comments:
Post a Comment