শুক্রবার (১৪ জুলাই ২০২৩) সকালে রাউজান সরকারি কলেজ, মাস্টার দা সূর্যসেন চত্বর, রাউজান, চট্টগ্রামে ক্লাবের রাউজান শাখার সভাপতি ও রাউজান প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক মিলন বড়ুয়ার পরিচালনায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল। এসময় তিনি রাউজান সরকারি কলেজ চত্বরে একটি ফল গাছের চাড়া রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গাছ আমাদের অত্যন্ত মূল্যবান সম্পদ। এটি যেমন আমাদের পরিবেশ রক্ষা করে তেমনি পুষ্টিও জোগায়। গাছ টিকে থাকলে আমাদের অস্তিত্ব টিকে থাকবে। একটি গাছ শুধু অক্সিজেন সৃষ্টি নয় এটি পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইডও ধরে রাখে এবং তাপমাত্রা বৃদ্ধি কমিয়ে দেয়। তাই আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ভাবে গাছ লাগানো উচিত। আমাদের শুধু বৃক্ষরোপণ করলেই হবে না সেই সঙ্গে রোপণ করা বৃক্ষের সুষ্ঠ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ক্লাবের মহাসচিব ও রাউজান প্রেসক্লাবের সদস্য নুর মোহাম্মদ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. চিত্ত রঞ্জন বড়ুয়া, চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সম্পাদক মাহমুদ হায়দার জীবন, বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি শাহ মুহাম্মদ ইউনুছ আনছারী, বাকলিয়া শাখার সভাপতি রহমত উল্ল্যাহ, চট্টগ্রাম শাখার সদস্য মো. আমান উল্লাহ, রাউজান শাখার সদস্য মো. এরশাদ উল্লাহ, মো. আজাদ, মো. জাহাঙ্গীর আমিন প্রমুখ।
অনুষ্ঠানটি সফল ভাবে সমাপ্ত করায় ক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া এবং ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা।
বার্তা প্রেরক,
মোহাম্মদ মোবারক হোসেন ভূঁইয়া
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) – চট্টগ্রাম জেলা শাখা
প্রকাশিত সংবাদপত্রের লিংক:
(০১) দৈনিক আজকের জনবাণী, ঢাকা (১৬ জুলাই ২০২৩):
(০২)
(০৩)
No comments:
Post a Comment