প্রবীণ সাংবাদিক ও ভাষাসৈনিক
কে জি মুস্তাফা আর নেই
সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিবার গভীরভাবে শোকাহত
প্রবীণ সাংবাদিক ও ভাষাসৈনিক কে জি মুস্তাফা (৮৪) আর বেঁচে নেই। দীর্ঘদিন কিডনি এবং হূদযন্ত্রের সমস্যায় ভোগার পর গত শনিবার ১৩ মার্চ ভোররাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে কে জি মুস্তাফা স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
বিশিষ্ট এই নাগরিকের মৃত্যুতে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিবার গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। সাউথ এশিয়া রেডিও ক্লাব পরিবারের পক্ষ থেকে আমরা কে জি মুস্তাফা’র রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
কে জি মুস্তাফা দীর্ঘদিন ধরে কিডনি এবং হূদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তিনি ৮ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন। ১৬ ফেব্রুয়ারি থেকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
কে জি মুস্তাফা’র মরদেহ হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। তাঁর বড় ছেলে বিবিসি বাংলা বিভাগের প্রধান সাবির মুস্তাফা রবিবার ১৪ মার্চ’১০ দেশে ফেরার পর মরদেহ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।
কে জি মুস্তাফা ১৯২৬ সালে সিরাজগঞ্জ সদর উপজেলার কাউয়াখোলা ইউনিয়নে কুচিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দেশ বিভাগের আগে কলকাতায় দৈনিক আজাদে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক ইনসাফ, দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ ও অবজারভার পত্রিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক মুক্তকন্ঠ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
কে জি মুস্তাফা ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশ নেন। তিনি জীবদ্দশায় সম্মানজনক একুশে পদকসহ বহুপদকে ভূষিত হয়েছিলেন।
সাংবাদিকতার বাইরে কে জি মুস্তাফা ১৯৭২-’৭৪ এবং ’৭৪-৭৫ সালে লেবানন ও ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
বিশিষ্ট সাংবাদিক ও ভাষাসৈনিক কে জি মুস্তাফা’র মৃত্যুতে সাউথ এশিয়া রেডিও ক্লাব-এর বিভিন্ন শাখা ও অন্যান্য ক্লাব থেকে আরো যারা গভীর শোক প্রকাশ করেছেন তারা হলেন, ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসনার্স ক্লাব ঢাক থেকে তাছলিমা আক্তার লিমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘ গাজিপুর থেকে শহিদুল কায়সার লিমন, কবির খান, সাউথ এশিয়া রেডিও ক্লাব রাজশাহী শাখা থেকে হারুন-অর-রশিদ, একতা রেডিও লিসনার্স ক্লাব থেকে এসএমজে হাবিব, পাসওয়ার্ড রেডিও লিসনার্স ক্লাব বাহারান থেকে শাওন খান, ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসনার্স ক্লাব চট্টগ্রাম থেকে আফতাব উদ্দিন ডিকেন্স, মাহাবুবুল মাওলা রিপন, সাহাদাত হোসেন আশরাফ, এম. ফোরকান, উজ্জল দাশ, মাহমুদ হায়দার জীবন, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুল রাজ্জাক, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, নুরমোহাম্মদ, রাজবাড়ী থেকে সুমী খান, ঠাঁকুরগাও থেকে আবেদা সাহিদা মুক্তা, আবেদা সুলতানা ডালিয়া, আবেদা ফারজানা লিজা, আবেদা ফারহানা লিমা, কুষ্টিয়া থেকে বিপ্লব কুমার অধিকারী, মনিরুজ্জামান মনির, দিনাজপুর থেকে আব্দুর রহিম শিকদার প্রমূখ।
দিদারুল ইকবাল (পরিচালক)
এডভোকেট কালাম উল্লাহ সুমন (সাধারণ সম্পাদক)
সাঈমা পলাশ (যুগ্ন-সম্পাদক)
নুরুল ইসলাম মেরাজ (অর্থ সম্পাদক)
আব্দুল্লাহ-আল-নোমান (মিডিয়া সম্পাদক)
আশফাক আহমেদ আকাশ (শিশু সম্পাদক)
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)