বাংলাদেশ বেতার,
চট্টগ্রাম কেন্দ্রের জন্য বেতার শ্রোতাক্লাবের অংশগ্রহনে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান “সেতুবন্ধন”
রেকর্ডিং সম্পন্ন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর চট্টগ্রাম প্রধান
কার্যালয়-২।
২৫ এবং ২৮ সেপ্টেম্বর ২০১৪
(বৃহস্পতিবার ও রবিবার) ২ ধাপে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর চট্টগ্রাম
প্রধান কার্যালয়-২ এর সদস্যদের অংশগ্রহনে এই রেকর্ডিং সম্পন্ন হয়।
ক্লাবের প্রতিষ্ঠাতা মহাপরিচালক
দিদারুল ইকবাল এর উপস্থাপনায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং আন্তর্জাতিক অঙ্গনে
ক্লাবের ভূমিকা ও আন্তর্জাতিক গ্র্যান্ড পুরস্কার অর্জনের কথা তুলে ধরেন উপ-পরিচালক
(চট্ট:) এম.ফোরকান ও মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। ক্লাবের বেতার বিষয়ক
উপদেষ্টা বেতার ও টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পী আফতাব উদ্দীন ডিকেন্স “আমার
স্বপ্ন মধুমাখা বাংলাদেশ” শিরোনামে একটি দেশের গান পরিবেশন করেন। এরপর “হলুদি
মাখিয়া অঙ্গে” শিরোনামে একটি লোকগান পরিবেশন করে ক্লাবের সদস্য আফরিদা আহমেদ অহনা।
গান শেষে মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শিক্ষনীয় একটি মজার কৌতুক পরিবেশন
করে। এরপর তথ্য সম্পাদক নুরমোহাম্মদ ক্লাবের বিভিন্ন কর্মসূচীর খবর কিভাবে বিভিন্ন
পত্র-পত্রিকা ও টেলিভিশনে প্রচার হয়ে থাকে সে সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরেন। ক্লাবের
সাবেক শিশু সম্পাদক আশফাক আহমেদ আকাশের কন্ঠে “তোমার বাড়ীর রঙের মেলায়” এই জনপ্রিয়
গানটি পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
রেকর্ডিংকৃত
এই “সেতুবন্ধন” অনুষ্ঠানটি অক্টোবর ২০১৪ মাসের শেষ শনিবার অর্থাৎ ২৫ তারিখ বেলা
২:৩০ মিনিটে বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ এবং এফএম ৮৮.৮
মেগাহার্জে সম্প্রচার করা হবে।
বাম থেকে মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, উপ-পরিচালক (চট্ট:)
এম.ফোরকান, প্রতিষ্ঠাতা মহাপরিচালক দিদারুল ইকবাল এবং তথ্য সম্পাদক নুরমোহাম্মদ।
বেতার শ্রোতাক্লাবের অংশগ্রহনে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান “সেতুবন্ধন”
রেকর্ডিং এর পূর্বে বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের ৪ নাম্বার স্টুডিও-তে
রিহার্সেলরত অবস্থায় বাম থেকে প্রতিষ্ঠাতা মহাপরিচালক দিদারুল ইকবাল, মিডিয়া
সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, তথ্য সম্পাদক নুরমোহাম্মদ এবং উপ-পরিচালক (চট্ট:)
এম.ফোরকান।
বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের ৪ নাম্বার স্টুডিও-তে রিহার্সেলরত
অবস্থায় উপ-পরিচালক (চট্ট:) এম.ফোরকান।
বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের ৪ নাম্বার স্টুডিও-তে রিহার্সেলরত
অবস্থায় মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের ৩ নাম্বার স্টুডিও-তে সাউথ এশিয়া
রেডিও ক্লাব (সার্ক) চট্টগ্রাম প্রধান কার্যালয়-২ এর অংশগ্রহনে গোষ্ঠীভিত্তিক
অনুষ্ঠান “সেতুবন্ধন” রেকর্ডিং চলাকালীন অবস্থায় বাম থেকে মিডিয়া সম্পাদক
আব্দুল্লাহ আল নোমান, প্রতিষ্ঠাতা মহাপরিচালক দিদারুল ইকবাল, উপ-পরিচালক (চট্ট:)
এম.ফোরকান এবং তথ্য সম্পাদক নুরমোহাম্মদ।
বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের ৩ নাম্বার স্টুডিও-তে সাউথ এশিয়া
রেডিও ক্লাব (সার্ক) চট্টগ্রাম প্রধান কার্যালয়-২ এর অংশগ্রহনে গোষ্ঠীভিত্তিক “সেতুবন্ধন”
অনুষ্ঠানের উপস্থাপনা করছেন প্রতিষ্ঠাতা মহাপরিচালক দিদারুল ইকবাল।
“সেতুবন্ধন” অনুষ্ঠানে ক্লাব কার্যক্রমের তথ্য তুলে ধরছেন উপ-পরিচালক
(চট্ট:) এম.ফোরকান।
“সেতুবন্ধন” অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করছেন ক্লাবের মিডিয়া সম্পাদক
আব্দুল্লাহ আল নোমান।
ক্লাবের বিভিন্ন কর্মসূচীর খবর বিভিন্ন পত্র-পত্রিকা ও টেলিভিশনে প্রচারের
তথ্য তুলে ধরছেন তথ্য সম্পাদক নুরমোহাম্মদ।
বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের জন্য গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান “সেতুবন্ধন”
রেকর্ডিং শেষে বাম থেকে মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, প্রতিষ্ঠাতা মহাপরিচালক
দিদারুল ইকবাল, উপ-পরিচালক (চট্ট:) এম.ফোরকান এবং তথ্য সম্পাদক নুরমোহাম্মদ।