Archbishop Emeritus
Paulinus Costa (Former Chairman of Radio Veritas
Asia Bengali Service Council) is No More
--দিদারুল ইকবাল
রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) বাংলা সার্ভিস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান আর্চ বিশপ পৌলিনুস কস্তা হৃদরোগে আক্রান্ত হয়ে আজ (৩ জানুয়ারি, ২০১৫) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।১৯৩৬ সালের ১৯ অক্টোবর গাজীপুর জেলার রাঙামাটিয়া প্যারিশের অন্তর্গত ছোট শতানীপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আর্চবিশপ মাইকেল রোজারিওর অবসর গ্রহণের পর ২০০৫ সালের ৯ জুলাই রাজশাহীর ডায়োসিস থেকে বদলি হওয়ার পরে তিনি ঢাকার আর্চবিশপ ছিলেন। ঢাকার আর্চবিশপ হিসাবে ছয় বছর দায়িত্ব পালন করার পরে, তিনি ২২ শে অক্টোবর, ২০১১ সালে অবসর গ্রহণ করেন। তিনি অবসরকালীন দিনগুলি ঢাকায় তেজগাঁওয়ের হলি রোজারি প্যারিশে কাটাচ্ছিলেন। তাঁর জীবনকালে তিনি সর্বদা দেশের ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানকে প্রসারিত করার চেষ্টা করেছিলেন। তাঁর কাজের জন্য ২০০৭ সালে তাকে মহাত্মা গান্ধী শান্তি পুরষ্কার দেওয়া হয়েছিল। ২০১০ সালে হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি তাকে বাংলাদেশে তার মানবাধিকার কাজের জন্য স্বীকৃতি দেয়। তিনি বিভিন্ন দক্ষতায় ক্যারিটাস বাংলাদেশকে দীর্ঘকালীন সেবা দিয়েছিলেন। বেতার শ্রোতা দরদী হিসেবে তার ভূমিকা শ্রোতারা শ্রদ্ধা ভরে স্মরণ করবে।
ঢাকায় রমনাতে আর্চবিশপ হাউস প্রাঙ্গণে তাকে দাফন করা হয়, যেখানে প্রাক্তন আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলি, সিএসসি এবং মাইকেল রোজারিও সমাধিস্থ হয়েছেন।