বিবিসি বাংলা তাঁদের কথা শুনতে চাই যারা ৫০ ও ৬০
এর দশকে বিবিসি বাংলা শুনতেন। আপনার পরিচিত তেমন কোনও শ্রোতা কি আছেন? থাকলে নাম, ফোন নম্বর ও ঠিকানা পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, +৮৮ ০১৭৬৭৮৮৯৯৪৪ (01767889944) এই নম্বরে।
সূত্র: বিবিসি বাংলা ফেইসবুক পেজ
অন্যান্য লিংক:
আজ শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০১৬।
বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতার, বাংলা বিভাগের প্রথম
অধিবেশনে প্রচারিত হবে “মুক্তার কথা” অনুষ্ঠান (৫ মিনিটের সংবাদের পর)।
আজ মুক্তার কথায় প্রচারিত হবে:
থাকবে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বেতার, জাতীয় সম্প্রচারের পরিচালক ড. মির শাহ আলম, বিশেষ অতিথি জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি রজব আলী খান নজিব, সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া এবং গাজীপুর রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি মো: শহীদুল কায়সার লিমন-এর বক্তব্য।
এরপর থাকছে, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও অনুষ্ঠানে উপস্থিত দু’জন দর্শকের মতামত। সবশেষে থাকছে, ৪ জন মেয়ে ও ৩ জন
ছেলে দৃষ্টিপ্রতিবন্ধীর সাক্ষাৎকার।
আশাকরি, অনুষ্ঠানটি আপনাদের সকলের ভালো লাগবে।
বাংলাদেশ সময় সন্ধ্যা ০৬:০০টায় ঢাকা ও চট্টগ্রামের
আশে-পাশের শ্রোতারা তাঁদের মোবাইল ফোনের ‘FM আ্যাপস’ অথবা ‘FM রেডিও’-তে
অনুষ্ঠানটি শুনতে পাবেন যথাক্রমে ঢাকা: FM-102 এবং চট্টগ্রাম: FM-90.0 মেগাহার্জে।
এছাড়া বাংলাদেশ সময় রাত ০৭:০০টা এবং ভারতীয় সময় সন্ধ্যা ০৬:৩০টায়
সর্বস্তরের শ্রোতারা তাঁদের রেডিও সেটের মাধ্যমে অনুষ্ঠানটি শুনতে পাবেন যথাক্রমে
মিডিয়ামওয়েব (MW): 1188 কিলোহার্জ এবং শর্টওয়েব (SW): 9490, 9600, 11610
কিলোহার্জে।
সবাইকে অনুষ্ঠানটি শুনার আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠান
শুনে আপনার সুচিন্তিত মতামত দিয়ে সিআরআই-এর সাথেই থাকুন। ধন্যবাদ
[নোট: রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০১৬, বাংলাদেশ সময় সকাল ০৮:০০টা
এবং ০৯:০০টায় প্রথমে মিডিয়াম ও শর্টওয়েবে এবং পরে FM-এ পূর্বের একি ফ্রিকোয়েন্সিতে
অনুষ্ঠানটির পুন:প্রচার শুনতে পাবেন স্ব স্ব অঞ্চলের শ্রোতারা।]
দিদারুল ইকবাল
চীন আন্তর্জাতিক বেতার
বাংলাদেশ।