সাউথ এশিয়া রেডিও
ক্লাব (সার্ক), সিলেট জেলা শাখার ২০১৭ মার্চ মাসের সমন্বয় ও কর্মপরিকল্পনা সভা ১০
মার্চ শুক্রবার বিকেল ৪টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন
ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর বাংলাদেশ
মনিটর দিদারুল ইকবাল।
বাংলাদেশ বেতার
ঢাকা ও বাংলাদেশ বেতার সিলেট, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), বিবিসি বাংলা, ভয়েস
অব আমেরিকা (ভিওএ), রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ), রেডিও তেহরান, এনএইচকে ওয়ার্ল্ড
রেডিও জাপান, আরআরআই ওয়ার্ল্ড সার্ভিস – ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই), কেবিএস
ওয়ার্ল্ড রেডিও, রেডিও রোমানিয়া ইন্টারন্যাশনাল, রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল,
আকাশবাণী মৈত্রী, ডয়চে ভেলে সহ অন্যান্য বেতার থেকে ২০১৭ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি
মাসে সম্প্রচারিত বাংলা, ইংরেজী ও অন্যান্য ভাষার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের উপর
আলোচনা-পর্যালোচনা, অনুষ্ঠানের মান, রিসেপশন মান এবং সংশ্লিষ্ট বেতারের ওয়েবসাইট
আপডেট ও সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক ফ্যান পেজ, টুইটার, ব্লগ কার্যক্রম নিয়ে
আলোচনা করা হবে।
এছাড়া ক্লাবের
পূর্ববর্তি সাংগঠনিক কর্মসূচির অগ্রগতি ও মার্চ মাসের নতুন কর্মসূচি নিয়ে আলোচনা
করা হবে। ক্লাবের সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং সাধারণ
সদস্যদের যথাসময়ে পর্যবেক্ষণ রিপোর্ট সহ সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন
সভাপতি মো. চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন।
সংবাদদাতা
স্বাক্ষরিত
মো. জসীম উদ্দীন
সাউথ এশিয়া রেডিও
ক্লাব (সার্ক)
সিলেট জেলা শাখা।