CRI বাংলা অনলাইন Audio Link (2017-08-31 08:22:53 cri) =>
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে CRI-এর বিশেষ অনুষ্ঠান "স্মৃতিতে
কোরবানির পশুর হাট" >
সাক্ষাৎকার গ্রহণে: দিদারুল ইকবাল, চীন আন্তর্জাতিক বেতার, বাংলাদেশ।
অনুষ্ঠানটি রেডিও-তে প্রচার হযেছে:
২৬/০৮/২০১৭ খ্রি. শনিবার
সন্ধ্যা: ৬:০০টা, ঢাকা: FM-102 MHz এবং চট্টগ্রাম: FM-90.0 MHz।
সন্ধ্যা: ৭:০০টা, MW-1188, SW-9.490,
9.600, 11.610 KHz (ভারতীয় সময়- ৬:৩০টা)।
২৭/০৮/২০১৭ খ্রি. রবিবার
সকাল: ৮:০০টা, SW-9.655, 11.640 KHz (ভারতীয় সময়- ৭:৩০টা)।
সকাল: ৯:০০টা, ঢাকা: FM-102
MHz এবং চট্টগ্রাম:
FM-90.0 MHz (পুনপ্রচার)।
তারিখ: ০৯/০৮/২০১৭ খ্রি:
বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের নিবন্ধিত
দিশারী বেতার শ্রোতা ক্লাবের সভাপতি এবং জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ও গ্রীণ
ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর নির্বাহী পরিচালক রজব আলী খান নজিবের অকাল
মৃত্যুতে সাউথ এশিয়া রেডিও ক্লাবের সকল নেতৃবৃন্দ গভীর শোকাহত এবং মর্মাহত।
৮ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় হৃদযন্ত্রের
ক্রিয়া বন্ধ হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন রজব
আলী খান নজিব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স
হয়েছিলো ৪৮ বছর।
রজব আলী খান নজিবের মৃত্যুর সংবাদ পেয়ে এক শোক বার্তার মাধ্যমে
মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা
জানান, সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চায়না রেডিও
ইন্টারন্যাশনাল (সিআরআই)-এর বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল, ক্লাবের ভাইস
চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব এম. ফোরকান, সমাজ কল্যাণ সম্পাদক ইয়াকুব
আলী, সিলেট জেলা শাখার সভাপতি মো. চাঁন মিয়া, সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন, সহ
সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন খান, চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক নুর
মোহাম্মদ, চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি রিনা বেগম ও সাধারণ সম্পাদক
উম্মে সালমা মাছুমা, বোয়ালখালী শাখার সভাপতি শাহ মো. ইউনুছ আনছারী, রাঙ্গামাটি
শাখার সভাপতি মো. শাজাহান মোল্লা শাজু, কুমিল্লা শাখার সভাপতি মো. আবদুল হালিম ও
সাধারণ সম্পাদক মো. শরিয়ত উল্লাহ ফরায়েজী, শরীয়তপুর জেলা শাখার সভাপতি ইসমাইল
হোসেন সাগর, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আবিদা সুলতানা ডালিয়া ও সাধারণ সম্পাদক
আবু সায়েম শোভন, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম, সাতক্ষীরা জেলা
শাখার সভাপতি এস এম আক্তারুল ইসলাম সহ ক্লাবের অন্যান্য শাখার নেতৃবৃন্দ।
মরহুমের নামাজে জানাযা মঙ্গলবার বাদ এশা দরগাহে
হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে
মাজারের কবরস্থানে তাকে দাফন করা হয়। সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা
চেয়ারম্যান ও চায়না রেডিও ইন্টারন্যাশনাল (সিআরআই)-এর বাংলাদেশ মনিটর দিদারুল
ইকবাল, ক্লাবের সিলেট জেলা শাখার সভাপতি মো. চাঁন মিয়া মরহুম রজব আলী খান নজিবের
জানাযা, দাফন ও দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করেন।
ফাইল ছবি: সাউথ এশিয়া রেডিও ক্লাবের একটি
অনুষ্ঠানে রেডিও সেট হাতে রজব আলী খান (মাঝে)। তার ডান পাশে রয়েছেন বাংলাদেশ বেতারের
পরিচালক ড. মির শাহ আলম ও সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট শাখার সাধারণ সম্পাদক মো.
জসীম উদ্দীন (১ম)। এছাড়া তার বাম পাশে রয়েছেন সিলেট শাখার সভাপতি মো. চাঁন মিয়া,
ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল এবং সিলেট শাখার সাধারণ সম্পাদক মো.
আশরাফ হোসেন খান।
প্রেস
বিজ্ঞপ্তি:
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) থেকে “চীন
ভ্রমণ”-এর যে সুযোগ ঘোষণা করা হয়েছিলো, তাতে কয়েক হাজার ফেসবুক বন্ধুদের মধ্য থেকে
নিচের ১১ জন বন্ধুদেরকে প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের তালিকায়
৫ম স্থানে রয়েছে সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখার সভাপতি মো. চাঁন মিয়া।
চাঁন মিয়া প্রাথমিক তালিকায় নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
চীন আন্তর্জাতিক বেতারের বাংলাদেশ মনিটর ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের চেয়ারম্যান
দিদারুল ইকবাল, ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সিলেট শাখার সাধারণ
সম্পাদক মো. জসীম উদ্দীনসহ ক্লাবের অন্যান্য শাখার নেতৃবৃন্দ।
ইতিমধ্যে
নির্বাচিতদের ফেসবুক ম্যাসেঞ্জারে CRIbangla
ফেসবুক থেকে একটি আবেদন ফরম পাঠানো হয়েছে। “ভিজিট চায়না প্রোগ্রাম ফর বাংলাদেশ
ইয়ুথ ২০১৭” (2017孟加拉国青少年访华交流营申请 - Visit China Program for Bangladesh Youth 2017) এই আবেদন ফরমটি অতি
দ্রুত পূরণ করে ম্যাসেজ করতে বলা হয়েছে। বুধবার বাংলাদেশ সময় ২টা থেকে ৩টার মধ্যে
নির্বাচিতদের সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারের ফলাফল অনুযায়ী চূড়ান্ত
নামতালিকা প্রকাশিত হবে।
নির্বাচিতরা হলেন,
https://www.facebook.com/salehrezaarif,
https://www.facebook.com/nadia.rashid.14?fref=ufi&rc=p,
https://www.facebook.com/mmrsohelbd,
https://www.facebook.com/parvej.hossain1?fref=ufi&rc=p,
https://www.facebook.com/md.chanmiah.370?fref=ufi&rc=p,
https://www.facebook.com/afrademon,
https://www.facebook.com/emon0110,
https://www.facebook.com/Monir.Offical,
https://www.facebook.com/mainuddin.moni.5,
https://www.facebook.com/imransheikh00,
https://www.facebook.com/mrzubaer
আরো বিস্তারিত দেখুন, সিআরআই বাংলা ফেসবুকের
এই লিংকে:
https://web.facebook.com/ChinaABC/posts/1488009044570863|
উল্লেখ্য, গত ২৭ জুলাই বৃহস্পতিবার বেলা ২:১০
মিনিটে সিআরআই বাংলা তার ফেসবুক টাইম লাইনে “চীন ভ্রমণের দারুণ সুযোগ!!” শিরোনামে
একটি পোস্ট দেয়। যাতে লেখা ছিল, আপনরা কখনও চীনে এসেছেন? আগামী সেপ্টেম্বরে চীন
ভ্রমণের দারুণ সুযোগ দিচ্ছি আমরা। চির বসন্তের নগরী খুন মিং এবং তালি শহর (ইউননান
প্রদেশ) ভ্রমণের জন্য চীন আন্তর্জাতিক বেতারের পাঁচ জন ফেসবুক বন্ধুকে নির্বাচিত
করা হবে। এ সফরে আপনারা চীনে থাকতে পারবেন টানা ১২ দিন! আর ভ্রমণের যাবতীয় খরচের
বেশির ভাগই বহন করব আমরা। আপনাকে শুধু ভিসা ফি এবং বিমান ভাড়ার অর্ধেক খরচ বহন করতে
হবে। যার পরিমাণ মাত্র ২৫ হাজার টাকা (সর্বোচ্চ)। অংশগ্রহণের নিয়ম: আমাদের এ পোস্ট
আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করতে হবে এবং কমপক্ষে ৫০০ (পাঁচ শত) লাইক পেতে
হবে। সময়: ১ আগস্ট মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত। লাইকপ্রাপ্তরা কমেন্ট বক্সে
স্ক্রিনশট পাঠাবেন। সর্বোচ্চ লাইকপ্রাপ্ত বন্ধুদের সংক্ষিপ্ত ফেসবুক ভিডিও
সাক্ষাৎকারের পর চূড়ান্তভাবে ৫ জন সৌভাগ্যবান বন্ধু নির্বাচিত হবেন। নির্বাচিত
বন্ধুরা ঢাকায় ভ্রমণপূর্ব সংক্ষিপ্ত প্রশিক্ষণে অংশ নেবেন। তাদের নির্বাচন এবং
ভ্রমণের খবরাখবর দুই দেশের গণমাধ্যমে প্রচারিত হবে।
Original
Source Link: CRIbangla facebook
https://web.facebook.com/ChinaABC/photos/a.731159693589139.1073741828.714631765241932/1482380305133737/?type=3&theater