শ্রোতাবন্ধুরা,
আজ ২ সেপ্টেম্বর ২০১৭ খ্রি:, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), বেইজিং থেকে শুনুন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান "ঈদের আনন্দে CRI-এর সঙ্গে"।
সাক্ষাৎকার গ্রহণ: দিদারুল ইকবাল, চীন আন্তর্জাতিক বেতার, বাংলাদেশ।
প্রচার সময় ও ফ্রিকোয়েন্সি:
০২/০৯/২০১৭ খ্রি. শনিবার
বাংলাদেশ সময়: সন্ধ্যা ৬:০০টা,
ফ্রিকোয়েন্সি: FM-102 MHz (ঢাকা) এবং FM-90.0 MHz (চট্টগ্রাম)
বাংলাদেশ সময়: সন্ধ্যা ৭:০০টা এবং ভারত সময়: সন্ধ্যা ৬:৩০টা,
ফ্রিকোয়েন্সি: MW-1188, SW-9.490, 9.600, 11.610 KHz
০৩/০৯/২০১৭ খ্রি. রবিবার (পুনপ্রচার)
বাংলাদেশ সময়: সকাল ৮:০০টা ও ভারত সময়: সকাল ৭:৩০টা,
SW-9.655, 11.640 KHz
বাংলাদেশ সময়: সকাল ৯:০০টা,
ফ্রিকোয়েন্সি: FM-102
MHz (ঢাকা) এবং FM-90.0
MHz (চট্টগ্রাম)
প্রিয় শ্রোতাবন্ধুরা,
বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় ২ সেপ্টেম্বর শনিবার উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আযহা বা কোরবানির ঈদ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আপনাদের জানাই ঈদের শুভেচ্ছা- ঈদ মোবারক।
কোরবানির ঈদ উপলক্ষ্যে এখন শুনবেন চীন আন্তর্জাতিক বেতারের বিশেষ অনুষ্ঠান "ঈদের আনন্দে CRI-এর সঙ্গে"। এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি দিদারুল ইকবাল।
ঈদ অর্থ উৎসব এবং আযহা অর্থ উৎসর্গ করা। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা ইসলামের নবী হযরত ইব্রাহীম (আ:)-কে স্বপ্নে তাঁর সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন। এই আদেশ অনুযায়ী হযরত ইব্রাহীম (আ:) আল্লাহ তাআলার আদেশ পালনের উদ্দেশ্যে প্রাণপ্রিয় জ্যৈষ্ঠপুত্র হযরত ইসমাঈল (আ:)-কে তাঁর পূর্ণ সন্মতিতে কুরবানি করতে উদ্যত হন। মক্কার নিকটস্থ "মীনা"
নামক স্হানে তিন হাজার আটশত (৩৮০০) সৌর বছর পূর্বে এ মহান কুরবানির উদ্যোগ নেওয়া হয়। তাঁর ঐকান্তিক নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে আল্লাহ হযরত ইব্রাহীম (আ:)-কে তাঁর পুত্রের স্হলে একটি পশু কুরবানি করতে আদেশ দেন। আল্লাহর প্রতি অবিচল আনুগত্য ও নজিরবিহীন নিষ্ঠার এ মহান ঘটনা অনুক্রমে আজও মীনায় এবং মুসলিম জগতের সর্বত্র আত্নত্যাগের প্রতীক হিসেবে পশু কুরবানির রীতি প্রচলিত রয়েছে। উৎসর্গকৃত পশু যা এক আল্লাহর উদ্দেশ্যে জবাই করা হয়, তা থেকে প্রাপ্ত গোস্তের তিন ভাগের এক ভাগ নিজের জন্য রেখে, এক ভাগ আত্মীয়-স্বজন ও এক ভাগ দরিদ্রদের মধ্যে বিতরণ করে আল্লাহর নির্দেশ মোতাবেক তাঁর সান্নিধ্য লাভ করার চেষ্টা করা হয়। সে সার্থক প্রচেষ্টার যে আত্মিক আনন্দ তাই ঈদুল আযহা নামে অভিহিত হয়।
এদিনে মীনায় হযরত ইব্রাহীম (আ:)-এর অনুপম কুরবানির অনুসরণে কেবল পবিত্র হজ্বব্রত পালন করতে হাজীদের জন্য নয়, বরং মুসলিম জগতের সর্বত্র সকল সক্ষম মুসলমানদের জন্য এ কুরবানি করা ওয়াজিব। পবিত্র কুরআনে সুস্পষ্ট ভাবে উল্লেখিত হয়েছে যে, "এই কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, ইহার গোস্তও না, বরং তাঁর কাছে পৌঁছায় কেবল তোমাদের তাকওয়া"।
পৃথিবীর অন্যান্য দেশের মুসলমানদের ন্যায় বাংলাদেশের মুসলমানেরাও যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈদুল অাযহা পালন করেছেন। সকালে বিভিন্ন মসজিদ ময়দানে ঈদের নামাজ শেষে সামর্থ্যবান মুসলমানেরা "বিছমিল্লাহি আল্লাহু আকবর" বলে পশু কোরবানি করে মহান আল্লাহর কাছে তাকওয়া অর্জনের চেষ্টা করেছেন।
বাংলাদেশের মুসলমানেরা অন্যান্য বারের মত এবারো গরু, ছাগল, ভেড়া এবং কোন কোন জায়গায় মহিষ কুরবানি দিয়েছেন। এছাড়া ঈদের দিন মুসলমানেরা নতুন পোষাক পড়ে পাড়া-প্রতিবেশী ও আত্নীয়-স্বজনদের বাড়ীতে গিয়ে ঈদের সালাম বিনিময় করেছেন এবং প্রত্যেকে বাড়ীতে কুরবানির গোস্ত ছাড়াও উন্নতমানের খাবার প্রস্তুত করে একে অন্যকে দাওয়াত দিয়ে আপ্যায়ন করিয়েছেন।
চলুন এখন ঈদ উদযাপন নিয়ে কয়েকজন শ্রোতার অনুভূতির কথা শুনা যাক........
(১) মো: ওসমান গণী, ভাইস চেয়ারম্যান, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ, ঢাকা।
(২) শহীদুল কায়সার লিমন, গাজীপুর।
(৩) মো: শরীয়ত উল্লাহ ফরায়েজী, কুমিল্লা।
(৪) মো: আরিফুল ইসলাম, সিরাজগঞ্জ।
(৫) সৈয়দ রেজাউল করিম বেলাল, চেয়ারম্যান, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ, ঢাকা।
(৬) মো: ফয়সাল সরকার, কুমিল্লা।
(৭) নুর মোহাম্মদ, চট্টগ্রাম।
(৮) মো: দিদারুল আলম, কুমিল্লা।
শ্রোতাবন্ধুরা,
আপনারা এতক্ষণ শুনছিলেন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে চীন আন্তর্জাতিক বেতারের বিশেষ অনুষ্ঠান "ঈদের আনন্দে CRI-এর সঙ্গে"।
এই বিশেষ অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন ও যারা অনুষ্ঠানটি শুনেছেন তাদের সকলকে ধন্যবাদ এবং আবারো ঈদের শুভেচ্ছা জানাচ্ছি- ঈদ মোবারক।
দিদারুল ইকবাল
চীন আন্তর্জাতিক বেতার
বাংলাদেশ।