Thursday, February 14, 2019
ভারত থেকে ‘আউটরিচ ইন্টারন্যাশনাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৮’ পেয়েছে সাউথ এশিয়া রেডিও ক্লাব
South
Asia Radio Club has received 'Outreach International Radio Award -2018' from
India
রেডিও-কে সমাজের সর্বস্তরে জনপ্রিয় করে তুলতে অসাধারণ অবদান রাখায় ভারত থেকে ‘আউটরিচ ইন্টারন্যাশনাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৮’ পেয়েছে চীন ও ইন্দোনেশিয়া থেকে একাধিক আন্তর্জাতিক অভিজাত শ্রেণীর পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)।
“৮ম বিশ্ব রেডিও দিবস ২০১৯” উপলক্ষ্যে ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে অনুষ্ঠিত দু’দিন ব্যাপী ‘আন্তর্জাতিক রেডিও মেলা’য় এ পদক দেওয়া হয়। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় পদক বিতরণ অনুষ্ঠানে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল এর হাতে ‘আউটরিচ ইন্টারন্যাশনাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৮’ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিও (এআইআর), কটক-এর উপ-মহাপরিচালক (প্রকৌশল) ও স্টেশন হেড প্রকাশ কুমার পাতি, বিশেষ অতিথি রেডিও চকলেটের নির্বাহী পরিচালক তানয়া পাটনায়েক, রেড এফএম দিল্লির আরজে রাউনাক (বাউয়া) এবং চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর সাবেক বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন। এই পদক প্রাপ্তির মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে সাউথ এশিয়া রেডিও ক্লাবের মুকুটে যুক্ত হলো আরো একটি সোনার পালক। রেডিও-কে সমাজের সর্বস্তরে জনপ্রিয় করে তুলতে দেশ-বিদেশে ধারাবাহিক প্রচারণা কার্যক্রম অব্যাহত রাখায় অসাধরণ অবদানের জন্য ভারতবর্ষের বাহিরে আন্তর্জাতিক পর্যায়ে কোন বিদেশী শ্রোতা ক্লাবকে এই প্রথম এই ধরণের পদক দেওয়া হলো। ২০১৭ সাল পর্যন্ত আউটরিচ ভারতের অভ্যন্তরে মোট ছয়টি ক্যাটাগরীতে পদক দিয়েছে যেমন, আজীবন সম্মাননা, পাবলিক সার্ভিসে রেডিও’র সর্বোত্তম ব্যবহারের জন্য পুরস্কার, বছরের জনপ্রিয় রেডিও উপস্থাপক, বছরের জনপ্রিয় রেডিও প্রোগ্রাম, কমিউনিটি রেডিও স্টেশন অফ ইয়ার এবং বছরের সেরা রেডিও শ্রোতা। ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়েও পদক প্রদান প্রথা চালু করে।রেডিও-কে সমাজের সর্বস্তরে জনপ্রিয় করে তুলতে অসাধারণ অবদান রাখায় ভারত থেকে ‘আউটরিচ ইন্টারন্যাশনাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৮’ পেয়েছে চীন ও ইন্দোনেশিয়া থেকে একাধিক আন্তর্জাতিক অভিজাত শ্রেণীর পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)।
‘আউটরিচ
ইন্টারন্যাশনাল রেডিও
অ্যাওয়ার্ড-২০১৮’
লাভ করায়
সাউথ এশিয়া
রেডিও ক্লাব-কে
অভিনন্দন জানিয়েছেন,
বাংলাদেশের রাষ্ট্রীয়
সম্প্রচার বাংলাদেশ
বেতার বাণিজ্যিক
কার্যক্রমের পরিচালক
ড. মির
শাহ আলম,
ঢাকা বেতারের
আঞ্চলিক পরিচালক
সায়েদ মোস্তফা
কামাল, চীন
আন্তর্জাতিক বেতার
বাংলা বিভাগের
পরিচালক মাদাম
ইউ কোয়াং
ইউয়ে, রেডিও
ভেরিতাস এশিয়া
বাণীদিপ্তীর পরিচালক
ফাদার বুলবুল
আগষ্টিন রিবেরু,
সোনালী সন্দ্বীপ
পত্রিকার সম্পাদক
ও প্রকাশক
শাহাদৎ হোসেন
আশরাফ প্রমূখ।
“সংলাপ,
সহনশীলতা এবং
শান্তি” এই
প্রতিপাদ্যকে সামনে
রেখে জাতিসংঘের
অঙ্গ সংগঠন
ইউনেস্কোর পৃষ্ঠপোষকতায়
১৩ ফেব্রুয়ারি
বিশ্বব্যাপী উদযাপিত
হয় বিশ্ব
রেডিও দিবস
২০১৯। এই
বিশ্ব রেডিও
দিবস-কে
কেন্দ্র করে
অন্যান্য বারের
মত এবারও
ভারতের উড়িষ্যা
রাজ্যের ভুবনেশ্বরের
ভানজা কালামন্ডপে
দু’দিন
ব্যাপী ‘পঞ্চম
ইন্টারন্যাশনাল রেডিও
ফেয়ার’র
আয়োজন করে
বেসরকারী সংস্থা
আউটরিচ। মেলায়
অংশ নেয়
ভারতের রাষ্ট্রীয়
সম্প্রচার সংস্থা
অল ইন্ডিয়া
রেডিও (এআইআর),
দূরদর্শন উড়িষ্যা,
ভয়েস অব
আমেরিকা (ভিওএ),
এনএইচকে ওয়ার্ল্ড
রেডিও জাপান,
এফএম রেডিও
ভুবনেশ্বর, রেডিও
চকলেট, কমিউনিটি
রেডিও সোয়া
এফএম, এ্যামেচার
রেডিও অ্যাসোসিয়েশন
সহ দেশীয়
ও আন্তর্জাতিক
স্তরের শতাধিক
রেডিও প্রতিনিধি
ও ডিএক্সার।
এছাড়া মেলায়
দ্বিতীয় বারের
মত বাংলাদেশের
প্রতিনিধি হয়ে
অংশ নেয়
বেতার শ্রোতা
সংগঠন সাউথ
এশিয়া রেডিও
ক্লাব (সার্ক)।
এর সদস্য
ছিলেন, ক্লাবের
উপদেষ্টা ও
সিআরআই বাংলা
বিভাগের সাবেক
বিদেশী বিশেষজ্ঞ
আবাম ছালাউদ্দিন,
ক্লাবের প্রতিষ্ঠাতা
চেয়ারম্যান দিদারুল
ইকবাল, ফরিদপুরের
এম.এম.
গোলাম সারোয়ার
এবং মোহাইমেন
উদ্দিন।
রেডিও
দিবসের দিন
মঙ্গল প্রদীপ
প্রজ্জ্বলনের মধ্য
দিয়ে আন্তর্জাতিক
রেডিও মেলার
আনুষ্ঠানিক উদ্বোধন
করা হয়।
এসময় উপস্থিত
ছিলেন, ভারতীয়
প্রশাসনিক সেবার
সিনিয়র কর্মকর্তা
মধুসূদন পাধি,
ভারতীয় গণযোগাযোগ
ইনস্টিটিউটের অধ্যাপক
মৃণাল চ্যাটার্জী,
এনএইচকে ওয়ার্ল্ড
রেডিও জাপানে
সম্প্রচার বিশেষজ্ঞ
ও এআইআর-এর
সাবেক চীফ
নিউজ রিডার
আখিল মিত্তাল,
ভয়েস অব
আমেরিকা (ভিওএ)
বাংলা বিভাগের
কলকাতা প্রতিনিধি
পরমাশিষ ঘোষ
রায় ও
আউটরিচ ইন্টারন্যাশনাল
রেডিও ফেয়ারের
আহ্বায়ক সুব্রত
কুমার পাতি।
আলোচনা সভা
শেষে রেডিও
মেলায় অংশ
নেওয়া বাংলাদেশের
প্রতিনিধিত্বকারী সাউথ
এশিয়া রেডিও
ক্লাবের “বাংলাদেশ
ডিএক্স প্রদর্শনী”
স্টল লাল
ফিতা কেটে
আনুষ্ঠানিক উদ্বোধন
করেন ভারতীয়
প্রশাসনিক সেবার
সিনিয়র কর্মকর্তা
মধুসূদন পাধি।
এসময় উপস্থিত
ছিলেন আন্তর্জাতিক
গুরুত্বপূর্ণ বিভিন্ন
গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।
এরপর অতিথিবৃন্দ
“বাংলাদেশ ডিএক্স
প্রদর্শনী” স্টল
ঘুরে দেখেন
এবং ভিজিটর
বুকে মন্তব্য
লেখেন।
দু’দিনব্যাপী
রেডিও মেলায়
ছিলো, রেডিও দিবসের
উপর আলোচনা
সভা, সেমিনার,
রেডিও সেট
প্রদর্শনী, ডিএক্স
প্রদর্শনী, শ্রোতা
সম্মেলন, ডিএক্স
কনফারেন্স, অ্যাওয়ার্ড
প্রদান এবং
সাংস্কৃতিক পরিবেশনা।
সংবাদদাতা,
তাছলিমা
আক্তার লিমা
ভাইস
চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
Subscribe to:
Posts (Atom)