এ্যাডভেন্টিস্ট
ওয়ার্ল্ড রেডিও শ্রোতা পদক পেয়েছেন রেডিও এ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল
=============================================
এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও (এডব্লিউআর) “শ্রোতা পদক ২০১৯” পেয়েছেন ইন্দোনেশিয়া, চীন ও ভারত থেকে একাধিক আন্তর্জাতিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক একুশের বাণীর বিশেষ প্রতিনিধি ও রেডিও এ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল। এর পাশাপাশি একি পদক পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের রেডিও এ্যাক্টিভিস্ট সিদ্ধার্থ ভট্টাচার্য্য এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), কুমিল্লা জেলা শাখার ইসি মেম্বার সায়মা মজুমদার।
=============================================
এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও (এডব্লিউআর) “শ্রোতা পদক ২০১৯” পেয়েছেন ইন্দোনেশিয়া, চীন ও ভারত থেকে একাধিক আন্তর্জাতিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক একুশের বাণীর বিশেষ প্রতিনিধি ও রেডিও এ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল। এর পাশাপাশি একি পদক পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের রেডিও এ্যাক্টিভিস্ট সিদ্ধার্থ ভট্টাচার্য্য এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), কুমিল্লা জেলা শাখার ইসি মেম্বার সায়মা মজুমদার।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়
প্রথমবারের মতো আয়োজন করা হয় এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও (এডব্লিউআর) আন্তর্জাতিক
শ্রোতা সম্মেলন ২০১৯। ১৬ জুন কলকাতার ৩৬ পার্ক স্ট্রীট সেভেন্থ ডে এ্যাডভেন্টিস্ট চার্চে
দিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেনারেল কনফারেন্স অব সেভেন্থ ডে এ্যাডভেন্টিস্ট চার্চের ওয়ার্ল্ড প্রেসিডেন্ট ড. এল্ডার
টেড উইলসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও (এডব্লিউআর)-এর
ওয়ার্ল্ড ভাইস প্রেসিডেন্ট কাইল অ্যালেন। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সেভেন্থ
ডে এ্যাডভেন্টিস্ট (এসডিএ) দক্ষিণ এশিয়া বিভাগের প্রেসিডেন্ট ইজরাস লাকরা, স্বাস্থ্য
বিভাগের পরিচালক ও এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও (এডব্লিউআর) দক্ষিণ এশিয়া বিভাগের
সাবেক প্রেসিডেন্ট ড. এডিসন সামরাজ, কে-১৯ এর কো-অর্ডিনেটর শেকার ফিলিপস প্রমূখ।
শ্রোতা প্রতিনিধিদের মধ্যে
উপস্থিত ছিলেন, ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর থেকে সিদ্ধার্থ্য ভট্টাচার্য্য, রতন
কুমার গিরি, অতিষ ভট্টাচার্য্য, কলকাতা থেকে সুদীপ্ত ঘোষ, বাবুল গুপ্তা, প্রিয়ঞ্জীত
ঘোষাল, সন্দ্বীপন বসু মল্লিক, কল্লোল নাথ, মৃন্ময় মন্ডল, বাঁকুড়া থেকে গৌতম মন্ডল,
উত্তর ২৪ পরগনা থেকে মাধব সাগর, নদীয়া থেকে প্রণব কুমার রায়, খোশ মোহাম্মদ, মুর্শিদাবাদ
থেকে শহীদুল হক, তরুণ মৈত্র, হুগলী থেকে সমরেশ বিশ্বাস, বিহার থেকে শঙ্কর প্রসাদ সম্ভু
ও রজনিশ কুমার সহ আরো অনেকে। বাংলাদেশ থেকে “টিম বাংলাদেশ”-এর হয়ে অংশ নিয়েছেন, ঢাকা
থেকে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, গাজীপুর
থেকে রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি মো: শহীদুল কায়সার (লিমন) ও সাধারণ
সম্পাদক মো: কবীর হোসেন, সিলেট থেকে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সিলেট জেলা শাখার
সভাপতি মো: চাঁন মিয়া, কুমিল্লা থেকে ক্লাবের কুমিল্লা জেলা শাখার ইসি মেম্বার সায়মা
মজুমদার, চট্টগ্রাম থেকে ক্লাবের সন্দ্বীপ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাদল রায়
স্বাধীন, ক্লাবের সদস্য অতুল প্রসাদ রায় ও মো: আজিম উল্লাহ ভূঁইয়া এবং রংপুর থেকে ক্লাবের
সদস্য এটিএম আতাউর রহমান। এছাড়া আরো অংশ নিয়েছেন, চুয়াডাঙ্গা থেকে মোহাম্মদ আব্দুল্লাহ,
চট্টগ্রাম থেকে মসরুর জুনায়েদ, বগুড়া থেকে এম. শামসুল ইসলাম, রংপুর থেকে মোস্তাফিজুর
রহমান এবং নাটোর থেকে মঞ্জুরুল আলম রিপন।
শ্রোতা সম্মেলন উপলক্ষ্যে
বাংলাদেশের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) তৃতীয় বারের মতো আন্তর্জাতিক পর্যায়ে “বাংলাদেশ
ডিএক্স এক্সিবিশন” শিরোনামে বিশেষ ডিএক্সিং প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে এ্যাডভেন্টিস্ট
ওয়ার্ল্ড রেডিও (এডব্লিউআর) থেকে বিভিন্ন সময়ে প্রাপ্ত পুরস্কার ও উপহার সামগ্রী যেমন,
বিভিন্ন ব্রান্ডের একাধিক রেডিও, ঘড়ি, টি-শার্ট, সার্টিফিকেট, আইডি কার্ড, মেম্বারশিপ
কার্ড, রিসেপশন রিপোর্ট ফরম, রিসেপশন রিপোর্ট লগ বই, কিউএসএল কার্ড, ভিউ কার্ড, শুভেচ্ছা
কার্ড, বিভিন্ন মডেলের স্টিকার, ক্যালেন্ডার (পকেট+টেবিল+ওয়াল+চিরস্থায়ী), বিভিন্ন
সময়ের অনুষ্ঠান সূচি, ফ্রিকোয়েন্সি সিডিউল, ফ্রিকোয়েন্সি টাইমার স্কেল, বিভিন্ন ম্যাগাজিন,
ফেরত খাম, বুক মার্ক, কোট পিন, ব্যাজ, মনোগ্রাম, ভিডিও সিডি, ধর্মীয় বই, স্বাস্থ্য
শিক্ষার বই, পেনান্ট, কলম, প্যাড, হাতের লেখা চিঠি, শুভেচ্ছা স্মারক (সিরামিকের প্লেট),
বিভিন্ন জয়গায় অনুষ্ঠিত শ্রোতা সম্মেলনে তোলা ছবি ও ক্লাব কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচির
ছবি দিয়ে সাজানো ফটো এ্যালবাম, ক্লাবের বিভিন্ন প্রকাশনা, ইত্যাদি দিয়ে সাজানো হয়।
রেজিষ্ট্রেশন ও প্রার্থনা
শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জেনারেল কনফারেন্স অব সেভেন্থ ডে এ্যাডভেন্টিস্ট এর প্রেসিডেন্ট
ড. এল্ডার টেড উইলসন, বিশেষ অতিথি এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও (এডব্লিউআর)-এর ভাইস
প্রেসিডেন্ট কাইল অ্যালেন রঙ্গিন ফিতা কেটে ডিএক্স প্রদর্শনীর উদ্বোধন করেন এবং সকল
অতিথি ও শ্রোতাদের নিয়ে প্রদর্শনী কক্ষ ঘুরে দেখেন। এসময় আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান
দিদারুল ইকবাল প্রদর্শীত সামগ্রীর বর্ণনা এবং এর উদ্দেশ্য তুলে ধরেন। অতিথিবৃন্দ প্রদর্শনীর
ভূয়সী প্রসংশা করেন এবং পরিদর্শন ডায়েরিতে শুভেচ্ছা মন্তব্য লেখেন। এরপর শুরু হয় মূল
অনুষ্ঠান। অতিথিদের পরিচয় পর্ব শেষে শ্রোতাদের পরিচয় পর্বে অংশগ্রহণকারী শ্রোতাবৃন্দ
কে কোথায় থেকে এসেছেন এবং কখন থেকে এডব্লিউআর এর অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত তা তুলে
ধরেন।
বক্তব্য পর্বে প্রধান
অতিথি ও বিশেষ অতিথিদের পাশাপাশি শ্রোতা প্রতিনিধি হিসেবে ভারতের পক্ষ থেকে বক্তব্য
রাখেন, পশ্চিমবঙ্গের মেদিনীপুরের রেডিও এ্যাক্টিভিস্ট সিদ্ধার্থ ভট্টাচার্য্য এবং বাংলাদেশের
পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
ও রেডিও এ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল। দিদারুল ইকবাল তার বক্তব্যে আগামী বছর বাংলাদেশেও
দক্ষিণ এশিয়ার দেশগুলোর শ্রোতাদের নিয়ে বড় পরিসরে আন্তর্জাতিক শ্রোতা সম্মেলন আয়োজনের
আহবান জানান। শ্রোতা সম্মেলনে এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও (এডব্লিউআর)-এর অনুষ্ঠানের
বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং প্রতিবছর নিয়মিত ভাবে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন
দেশে শ্রোতা সম্মেলনের আয়োজন সহ শ্রোতাদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও প্রচারণামূলক
উপহার সামগ্রী ডাকযোগে পাঠানোর জন্য শ্রোতাদের পক্ষ থেকে বিশেষ প্রস্তাব রাখা হয়।
একজন নিবেদিত শ্রোতা হিসেবে
এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও (এডব্লিউআর)-এর সাথে দীর্ঘ ২৫ বছর সম্পৃক্ত থাকায় ও
সহযোগিতা করায় ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের রেডিও এ্যাক্টিভিস্ট সিদ্ধার্থ ভট্টাচার্য্য,
বাংলাদেশের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক একুশের
বাণীর বিশেষ প্রতিনিধি ও রেডিও এ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল এবং নবীন ও নারী শ্রোতা
হিসেবে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), কুমিল্লা জেলা শাখার ইসি মেম্বার সায়মা মজুমদারকে
“শ্রোতা পদক ২০১৯” প্রদান করা হয়। মঞ্চে তাদের হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান
অতিথি জেনারেল কনফারেন্স অব সেভেন্থ ডে এ্যাডভেন্টিস্ট এর প্রেসিডেন্ট ড. এল্ডার টেড
উইলসন।
অনুষ্ঠানে সাউথ এশিয়া
রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের পক্ষ থেকে অতিথিদের সকলের হাতের বাংলাদেশের জাতীয় পতাকার
রিবন পড়িয়ে দেন ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবাল। এছাড়া “টিম বাংলাদেশ” ও ক্লাবের
পক্ষ থেকে জেনারেল কনফারেন্স অব সেভেন্থ ডে এ্যাডভেন্টিস্ট এর প্রেসিডেন্ট ড. এল্ডার
টেড উইলসন, এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও (এডব্লিউআর)-এর ভাইস প্রেসিডেন্ট কাইল অ্যালেন
এবং সেভেন্থ ডে এ্যাডভেন্টিস্ট (এসডিএ) দক্ষিণ এশিয়া বিভাগের স্বাস্থ্য মন্ত্রণালয়ের
পরিচালক ও এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও (এডব্লিউআর) দক্ষিণ এশিয়া বিভাগের সাবেক প্রেসিডেন্ট
ড. এডিসন সামরাজ-কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। টিম বাংলাদেশ-এর নেতৃবৃন্দ
অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে
শ্রোতা সম্মেলনে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। অতিথি
ও শ্রোতাদের গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয় এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও (এডব্লিউআর)
আন্তর্জাতিক শ্রোতা সম্মেলন ২০১৯।
সংবাদদাতা,
তাছলিমা আক্তার লিমা
ভাইস চেয়ারম্যান
সাউথ
এশিয়া রেডিও ক্লাব (সার্ক)