Sunday, January 23, 2022
Saturday, January 22, 2022
Tuesday, January 18, 2022
প্রতিবাদ হবে যুক্তির মাধ্যমে, বিবেচনা রেডিও তেহরান বাংলা বিভাগের --মো. চাঁন মিয়া
গত ১৮ জুন ২০২১ রেডিও তেহরানে দেয়া ঘোষণার 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব পুরস্কার ২০২১' এর ফল প্রকাশ করেছে ২০২২ সালের ১১ জানুয়ারি। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি) বাংলা বিভাগ রেডিও তেহরান আয়োজিত বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব পুরস্কার-২০২১ ঘোষণা করা হয়েছে ঠিকই কিন্তু যথেষ্ট স্বচ্ছতা ও নৈতিকতার অভাব এখানে প্রতিফলিত হয়েছে।
প্রথমত: তিনটি পুরস্কারের কথা থাকলেও পুরস্কার ঘোষণা করা হয়েছে দুটি।
দ্বিতীয়ত: বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব নির্বাচিত করার কথা থাকলেও যৌথ মূল্যায়ন করার কথা ছিল না।
তৃতীয়ত: সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর শাখা গুলোকে আলাদা আলাদা মূল্যায়ন করার কথা থাকলেও তা মূল্যায়ন করা হয়নি।
চতুর্থত: সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ সহ এর ২টি শাখা যে ভাবে মাঠে-ঘাঁটে, হাটে-বাজারে, ব্যানার ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে নিয়ে এমনকি ১৭টি দৈনিক পত্রিকার মাধ্যমেও (অনলাইন/ওয়েবসাইট ব্যতীত) রেডিও তেহরানের প্রচারণা চালিয়েছে, যা বিজয়ী আইআরআইবি ফ্যান ক্লাব দুটির মধ্যে ওইভাবে প্রচারণা চালানোর কোনো প্রমাণ নেই। আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে প্রচারণার বিভিন্ন তথ্য গুলো ইতিমধ্যে পরিসংখ্যান আকারে প্রকাশ করেছে। অথচ রেডিও তেহরান কোন ক্লাবের কোন কোন ক্ষেত্রে কত নম্বর পেয়েছে এবং শ্রেষ্ঠ ক্লাব কত নম্বর প্রাপ্ত হয়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে এমন কোন তথ্য প্রকাশ করেনি। অন্য ক্লাব গুলো কত নম্বর পেয়ে বিজয়ী ক্লাব থেকে পিছিয়ে ছিলো সেই পরিসংখ্যানও দেয়নি রেডিও তেহরান। নির্ঘাত এখানে স্বজনপ্রীতি করা হয়েছে, এতে করে শ্রোতাদের রেডিও তেহরানের প্রতি আগ্রহ কমে যাবে বলে আমার বিশ্বাস। ক্লাবগুলো কাজ করবে কিন্তু ন্যায্য মূল্যায়ন পাবে না, তা কেমন করে হয়? মাত্র ৪/৫টি ক্লাবের মধ্যে মূল্যায়ন করতে গিয়ে এবং নিজেদের আইআরআইবি ফ্যান ক্লাবকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে গিয়ে এমন নির্লজ্জতার আশ্রয় নিতে হলো রেডিও তেহরানকে?
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সিলেট জেলা শাখার পক্ষ থেকে আমি রেডিও তেহরানের প্রতি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এই ধরনের একতরফা, একচোখা সিদ্ধান্ত নেয়ার জন্য। রেডিও তেহরানের প্রচারণায় আমরা যতগুলো ব্যানার ব্যবহার করেছি তা চিঠি দিয়ে মূল্যায়ন করা যাবে না। চিঠি এবং সাক্ষাৎকার দেয়ার কারণে একটি ক্লাবকে যে দুই জায়গাতে বিজয়ী করা হয়েছে এটা এখানে কি স্বচ্ছতার অভাব প্রতিফলিত হচ্ছে না? প্রতিটি ক্লাবের প্রতিটি কাজের বিস্তারিত তথ্য পরিসংখ্যান আপনাদের কাছে দাবি করছি, আশাকরি তা প্রকাশ করবেন। গুটি কয়েক শ্রোতাক্লাব তাদের শ্রম, অর্থ এবং মূল্যবান সময় ব্যয় করে বেতারের প্রচার-প্রচারণায় কাজ করে যাচ্ছে। অথচ স্বচ্ছতার সাথে তাদের উপযুক্ত মূল্যায়ন করা হচ্ছেনা। এখানে মুখ চিনে বিবেচনা করা হয়। সর্বোপরি আপনাদের এই ঘোষণা শ্রোতা ক্লাব গুলোর সামনে বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন দাড় করিয়ে দিয়েছে যা রেডিও তেহরানের ইসলামি ভাবাদর্শের নীতিকেও প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। অনুষ্ঠানের সূচনায় ইসলামের নীতি ও আদর্শ দিয়ে শুরু করলেও শেষটা যদি হয় আদর্শহীন, পক্ষপাতপূর্ণ তখন উল্টো নিজেই লজ্জা পাই।
পঞ্চমত: আপনারা আপনাদের আইআরআইবি ফ্যান ক্লাবকে এই প্রতিযোগিতায় অগ্রাধিকার ভিত্তিতে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করবেনই যদি তবে আপনাদের মূল ঘোষণায় এটি উল্লেখ থাকা দরকার ছিলো। ঘোষণায় একটি পয়েন্ট যুক্ত করে দিলেই হতো- এই শ্রেষ্ঠ শ্রোতাক্লাব প্রতিযোগিতায় যেসব শ্রোতাক্লাব অংশ নিবে তাদের মধ্যে আইআরআইবি ফ্যান ক্লাব শুরুতেই অগ্রাধিকার পাবে এবং তাদের সাংগঠনিক নিজস্ব ও সামাজিক কর্মকাণ্ড থাকুক কিংবা না থাকুক তারা শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে! এতে অন্তত অন্য ক্লাব গুলো বিভ্রান্ত হতো না এবং আজকের এই প্রশ্নটি উঠতো না। আপনাদের বর্তমান ২০২২ সালের ঘোষণাটিও সংশোধন করতে বলবো এতে অন্তত কোন কর্মমূখর ক্লাব প্রতারণার শিকার হবেনা।
আপনাদের পূর্বের এবং বর্তমান ঘোষণাটিতে সুক্ষ্ম কারচুপি রয়েছে, অনুগ্রহ করে স্পষ্ট করে ঘোষণা দিন।
অনু্গ্রহ করে উল্লেখ করুন- (১) কোন সংগঠন কতটি অনুষ্ঠানের আয়োজন করেছে (তারিখসহ);
(২) কত জন শ্রোতা বৃদ্ধি করেছে (এটার পরিসংখ্যান বা স্পষ্ট তথ্য দেয়া সম্ভব?);
(৩) ক্লাব সদস্য প্রেরিত চিঠির সংখ্যা কত (ব্যক্তিগত চিঠি কি ক্লাব প্রতিযোগিতার অংশ?)?;
(৪) সাক্ষাৎকার প্রদানের সংখ্যা কত (সাক্ষাৎকার প্রদান করা কি ক্লাব প্রতিযোগিতার অংশ?)?
এখানে একটি কথা স্পষ্ট ভাবে না বললেই নয়, তা হলো- বেতারের প্রচার-প্রচারণায় যদি কোন ক্লাব কর্মসূচি না থাকে অথবা ক্লাব কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন না করা হয় তাহলে “শ্রেষ্ঠ শ্রোতাক্লাব প্রতিযোগিতা”টি বন্ধ করে দেয়া উচিৎ! কারণ এখানে “ক্লাব” শব্দটির যে ব্যাপক গুরুত্ব বা অর্থ রয়েছে তার “মান/মূল্য”-কে অপমান করা হয়। “সংবাদ শিরোনাম” এবং “বিস্তারিত সংবাদ/সংবাদ বিশ্লেষণ” শব্দটির মধ্যে যেমন যোজন যোজন ফারাক রয়েছে তেমনি ঘরে বসে ক্লাবের নাম দিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ক্লাব কর্মকাণ্ড হিসেবে চালিয়ে দেয়া আর সুনির্দিষ্ট কিছু বিষয়ের উপর আর্থিক ব্যয়, সময় ও শ্রম ব্যয় সহ কিছু মানুষকে নিয়ে সংশ্লিষ্ট বেতার নিয়ে প্রচারণা করা এক বিষয় নয়! প্রতিটি প্রতিযোগিতায় জয়-পরাজয় রয়েছে কিন্তু তার মানে এই নয় যে রেফারীর ভূমিকায় থেকে নিজের দলকে জোর করে জিতিয়ে আনতে হবে!!!
ষষ্ঠত: রেডিও তেহরানের শ্রোতাদের মুখে মুখে ভেসে বেড়ায় যে, রেডিও তেহরান তার 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব পুরস্কার ২০২১' ঘোষণার পর থেকেই নাকি সিদ্ধান্ত নিয়ে রেখেছে 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব পুরস্কার ২০২১' তাদের আইআরআইবি ফ্যান ক্লাবকেই দিবে। তাই অন্য ক্লাব যেভাবেই অংশগ্রহণ করুক না কেন তাদের কোন লাভ নেই! আর তাছাড়া বাতাসে এটাও ভেসে বেড়ায়, টাঙ্গাইলের শ্রোতা আবু তাহের ভাই রেডিও তেহরানের কোন একজন প্রতিনিধির আত্নীয় সেই সুবাধে তিনি রেডিও তেহরানের মনিটরও একিভাবে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশেরও সাধারণ সম্পাদক এবং জাকারিয়া চৌধুরী যুবরাজ ভাই হলেন সভাপতি। তাই তাদেরকে যদি ঐভাবে পুরস্কার দেয়া না যায় তবে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের মানসম্মান কোন না কোন ভাবে ক্ষুন্ন হবে!
যাইহোক, ধয্যসহকারে আমার লেখাটি যদি পড়ে থাকেন তবে তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞা জানাচ্ছি।
ধন্যবাদ সবাইকে।
মোঃ চাঁন মিয়া
সভাপতি
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
সিলেট জেলা শাখা।
মোবাইল: ০১৮১৫-৮০৯৯৫৪