জাতীয় ও আন্তর্জাতিক
পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ২৫তম
প্রতিষ্ঠাবার্ষিকী তথা রজতজয়ন্তী/সিলভার জুবেলী উপলক্ষে বিশেষ লোগো উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২)
বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে এই লোগো উন্মোচন করা হয়। সাউথ এশিয়া
রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক
ড. মির শাহ আলম, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ
তারিক, উপ-পরিচালক মো: আব্দুল হক ও পবিত্র কুমার দাস, সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র
দাস, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, ভাইস-চেয়ারম্যান
তাছলিমা আক্তার লিমা, সদস্য লাবীব ইকবাল, সিলেট জেলা শাখার সভাপতি মো. চাঁন মিয়া, সিলেট
লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায় ও সহ-সভাপতি শিপন দাস, রেডিও এ্যানাউন্সার
ক্লাব (র্যাংক) সিলেটের সভাপতি নন্দিতা দত্ত, সিনিয়র এ্যানাউন্সার শাহনাজ বেগম আনুষ্ঠানিকভাবে সিলভার জুবেলী লোগোটি উন্মোচন করেন।
বিশেষ লোগোতে ক্লাব প্রতিষ্ঠা ও সাফল্যের ২৫ বছর ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমে গাণিতিক
সংখ্যা ২-কে লক্ষ্য রেখে পৃথিবীর গোলক অবয়ব তৈরী করা হয়েছে এবং একে ছয়টি অংশে ভাগ করা
হয়েছে। বাম থেকে চারটি অংশে প্রতীকী হিসেবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রীয় ও বেসরকারী বেতারের লোগো, পঞ্চম অংশে ক্লাবের মূল লোগো ব্যবহার করা হয়েছে, ষষ্ঠ অংশে সংখ্যা ২ এর প্রথম মাত্রার জন্য লাল রং-এর এক ফালি
চাঁদ তৈরী করা হয়েছে এবং এই চাঁদ আকৃতির ভেতরে ক্লাবের নাম লেখা হয়েছে এছাড়া ২ এর নিচের
মাত্রায় ক্লাব প্রতিষ্ঠার তারিখ ও মাসের নাম লেখা হয়েছে। এরপর গাণিতিক সংখ্যা ৫-কে
লক্ষ্য রেখে সবুজ রং-এর এক ফালি চাঁদ তৈরী করা হয়েছে এবং এই চাঁদ আকৃতির ভেতরে উপর
থেকে নিচে ইন্দোনেশিয়া,
চীন,
ফিলিপাইন এবং ভারতের পতাকার চিহ্ন ব্যবহার করা হয়েছে। কারণ, ক্লাব তার গৌরবোজ্জ্বল ২৫ বছরের ইতিহাসে ঐ ৪টি দেশ থেকে রাষ্ট্রীয়
ও বেসরকারী ভাবে যে বিরল স্বীকৃতি পেয়েছে তা বেতার ইতিহাসে অদ্বিতীয়। ৫ এর উপরের মাত্রায়
বাংলাদেশের পতাকা ব্যবহার করা হয়েছে। সবশেষে বক্রাকারে সর্ব বামে সিলভার জুবেলী ও এর
সাল লেখা হয়েছে (১৯৯৭-২০২২)। লোগোতে ব্যবহৃত
তিনটি প্রধান রং হচ্ছে- লাল, সবুজ এবং নীল। লাল-সবুজ বাংলাদেশের এবং নীল রং
ক্লাবের আভিজাত্যের প্রতিনিধিত্ব করে। লোগোটির মূল থিম ক্লাবের ৩০তম
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পর্যন্ত কার্যকর থাকবে।
১৯৯৭ সালের ১লা অক্টোবর চট্টগ্রামে প্রতিষ্ঠিত তৎকালীন “ওয়ার্ল্ড রেডিও ডিএক্স লিসনার্স ক্লাব অব বাংলাদেশ” বিভিন্ন দেশের বেতার অনুষ্ঠান শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানের মান উন্নয়নে সহযোগিতাসহ বেতারের প্রচার-প্রসার ও শ্রোতা বৃদ্ধি, সংশ্লিষ্ট দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং সামাজিক কর্মকান্ডে ভূমিকা রাখার অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করে। ২০০৮ সালে ক্লাবের নাম পরিবর্তন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ রাখা হয়। ক্লাব থেকে ইতিমধ্যে বিভিন্ন বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, শ্রোতা সম্মেলন আয়োজন, বিশ্ব বেতার দিবস পালন, বেতার বিষয়ক বিভিন্ন ডিএক্স প্রদর্শনী-সেমিনার আয়োজন, শিক্ষা সফর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান প্রতিযোগিতার আয়োজন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ, ত্রাণ বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, ফ্রি রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, জনসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন, ফ্রি মাস্ক-হ্যান্ড স্যানেটাইজার-সাবান বিতরণ, ফ্রি রেডিও সেট বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস পালন করা হয়েছে। এই পঁচিশ বছরে “সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এবং এর সদস্যবৃন্দ” বিভিন্ন রাষ্ট্রীয় ও বেসরকারী আন্তর্জাতিক বেতার ও সংস্থা থেকে একাধিক আন্তর্জাতিক পুরস্কার/পদক পেয়েছে। ক্লাবের প্রতিনিধিবৃন্দ রাষ্ট্রীয় মর্যাদায় ইন্দোনেশিয়া ও চীন এবং বেসরকারী ভাবে ফিলিপাইন ও ভারত ভ্রমণের একাধিক সুযোগ পেয়েছেন যা বেতার ইতিহাসে বিরল।
|
এই লোগোতে ক্লাব প্রতিষ্ঠা ও সাফল্যের ২৫ বছরের গল্প তুলে ধরা হয়েছে। (ক) প্রথমে গাণিতিক
সংখ্যা ২-কে লক্ষ্য রেখে পৃথিবীর গোলক অবয়ব তৈরী করা হয়েছে এবং একে ছয়টি অংশে ভাগ করা
হয়েছে। বাম থেকে চারটি অংশে প্রতীকী হিসেবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রীয় ও বেসরকারী বেতারের লোগো, পঞ্চম অংশে ক্লাবের মূল লোগো ব্যবহার করা হয়েছে, ষষ্ঠ অংশে সংখ্যা ২ এর প্রথম মাত্রার জন্য লাল রং-এর এক ফালি
চাঁদ তৈরী করা হয়েছে এবং এই চাঁদ আকৃতির ভেতরে ক্লাবের নাম লেখা হয়েছে এছাড়া ২ এর নিচের
মাত্রায় ক্লাব প্রতিষ্ঠার তারিখ ও মাসের নাম লেখা হয়েছে। (খ) এরপর গাণিতিক সংখ্যা ৫-কে
লক্ষ্য রেখে সবুজ রং-এর এক ফালি চাঁদ তৈরী করা হয়েছে এবং এই চাঁদ আকৃতির ভেতরে উপর
থেকে নিচে ইন্দোনেশিয়া,
চীন,
ফিলিপাইন এবং ভারতের পতাকার চিহ্ন ব্যবহার করা হয়েছে। কারণ, ক্লাব তার গৌরবোজ্জ্বল ২৫ বছরের ইতিহাসে ঐ ৪টি দেশ থেকে রাষ্ট্রীয়
ও বেসরকারী ভাবে যে বিরল স্বীকৃতি পেয়েছে তা বেতার ইতিহাসে অদ্বিতীয়। ৫ এর উপরের মাত্রায়
বাংলাদেশের পতাকা ব্যবহার করা হয়েছে। (গ) সবশেষে বক্রাকারে সর্ব বামে সিলভার জুবেলী ও এর
সাল লেখা হয়েছে (১৯৯৭-২০২২)। (ঘ) লোগোতে ব্যবহৃত
তিনটি প্রধান রং হচ্ছে- লাল, সবুজ এবং নীল। লাল-সবুজ বাংলাদেশের এবং নীল রং
ক্লাবের আভিজাত্যের প্রতিনিধিত্ব করে। |