Sunday, April 30, 2023
Saturday, April 29, 2023
আরভিএ নতুন কো-অর্ডিনেটর-কে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর অভিনন্দন
এক অভিনন্দন বার্তায় নতুন কো-অর্ডিনেটর ফাদার নিখিল গমেজকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, সদস্য লাবীব ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- চট্টগ্রাম শাখার মাহমুদ হায়দার জীবন, মোবারক হোসেন ভূঁইয়া, মো. আশরাফুল মাওলা ভূঁইয়া, ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী, মোহাম্মদ ইউছুফ, মো. আজিম উল্লাহ ভূঁইয়া, বাকলিয়া শাখার মো. রহমত উল্লাহ, সন্দ্বীপ শাখার রিনা বেগম, রাঙ্গামাটি শাখার মো. ফারুক ও মো. শাজাহান মোল্লা, সিলেট শাখার মো. চাঁন মিয়া ও মো. জসীম উদ্দীন, শাহপরান শাখার মখলিছুর রহমান ও জুনেদ আহমদ চৌধুরী, লাক্কাতুরা শাখার বিক্রম রায়, হাবিবনগর শাখার কিশোর শিং ঘাটোয়ার ও সুজলা বাউরী, খাঁন চা বাগান শাখার লোচন বাড়াইক, কুমিল্লা শাখার মো. আবদুল হালিম, লালমাই শাখার সাঈমা মজুমদার, রাজবাড়ী শাখার কবিরুল ইসলাম মিঠু, শরীয়তপুর শাখার ইসমাইল হোসেন সাগর ও রফিক হোসেন, সিরাজগঞ্জ শাখার মো. আরিফ হোসেন, রাজশাহী শাখার হারুন-অর-রশিদ, পাবনা শাখার মো. অসাদুজ্জামান, টাঙ্গাইল শাখার মো. সোলায়মান হোসেন, ঠাকুরগাঁও শাখার মো. সিরাজুল ইসলাম ও আবিদা সুলতানা ডালিয়া, সাতক্ষীরা শাখার মো. আক্তারুল ইসলাম, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার মহম্মদ আরিফ, সিদ্ধার্থ ভট্টাচায্য, সুদীপ্ত ঘোষ সহ নীলফামারী, পঞ্চগড়, নেত্রকোণা ও মদন, গফরগাঁও ময়মনসিংহ শাখার নেতৃবৃন্দ।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) বাংলা বিভাগের অনুষ্ঠান আমাদের সবার প্রিয়। আমরা দীর্ঘদিন ধরে রেডিও ভেরিতাসের সাথে আছি। আমরা প্রত্যাশা করি নতুন কো-অর্ডিনেটর শ্রোতাদের চাহিদা অনুসারে যুগোপযোগী অনুষ্ঠান নির্মাণ করে শ্রোতাদের আশা পূরণ করবেন এবং অনুষ্ঠান সংক্রান্ত শ্রোতাদের যে কোন ধরণের মতামতের গুরুত্ব দিবেন এছাড়া পূর্বের মত বাৎসরিক শ্রোতা সম্মেলন আয়োজনের ধারা অব্যাহত রাখবেন।
বুধবার (২৬ এপ্রিল ২০২৩) এক ভার্চুয়াল অনুষ্ঠানে আরভিএ বাংলা বিভাগের গর্ভানিং বডির চেয়ারম্যান কলকাতার (পশ্চিমবঙ্গ, ভারত) বিশপ শ্যামল বোস আরভিএ বাংলা বিভাগের নতুন কো-অর্ডিনেটরের নাম ঘোষণা করেন। অনলাইনে অনুষ্ঠিত এই সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সামাজিক যোগাযোগ কমিশনের চেয়ারম্যান বিশপ জেমস্ রমেন বৈরাগি এবং রেডিও ভেরিতাস বাংলা বিভাগের প্রোগ্রাম প্রযোজকবৃন্দ।