Saturday, November 16, 2024
Thursday, November 14, 2024
ঢাকায় ন্যাশনাল অ্যামেচার রেডিও ড্রিল ২০২৪ সম্পন্ন
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এআরএবি) এর আয়োজনে ন্যাশনাল অ্যামেচার রেডিও ড্রিল ২০২৪ সম্পন্ন হয়েছে।
১৪
নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ঢাকার পূর্বাচল (তিনশো ফিট) রিজার্ভ ফরেস্ট এরিয়ায় এই জাতীয় অপেশাদার রেডিও ড্রিলের আয়োজন করা হয়। NARD ক্যাপ্টেন অনুপ কুমার ভৌমিক (S21TV) এর নেতৃত্বে লাইসেন্সপ্রাপ্ত অ্যামেচার রেডিও অপারেটর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়
ও কলেজ, প্রতিষ্ঠান এবং অ্যামেচার রেডিও‘র প্রতি আগ্রহী ২৬৯ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। সকল অংশগ্রহণকারীদের চারটি টিমে ভাগ করা হয়েছে- টিম আলফা, টিম ব্রাভো, টিম চার্লি এবং টিম ডেল্টা। এছাড়া অংশগ্রহণকারীদের নিয়ন্ত্রণের জন্য গঠন করা হয় টিম কন্ট্রোলার।
সকাল
নয়টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী ইভেন্টের সূচনা হয়। চারটি দল আলাদা আলাদা ভাবে বিভক্ত হয়ে তাদের টিম ওয়ার্ক শুরু করেন। ৪ জন টিম লিডার তারা তাদের দলের নতুন সদস্যদের অ্যামেচার রেডিও কী, এটি কিভাবে কাজ করে, ফ্রিকোয়েন্সি, এ্যান্টেনা, পরীক্ষা, লাইসেন্স, ব্যবহার বিধি ইত্যাদি বিষয়ে বিভিন্ন পর্বে বিভক্ত করে হাতে কলমে শিক্ষা দেন। তারা দলের সদস্যদের মাঝে চমৎকারভাবে অ্যামেচার রেডিও ব্যবহারের দক্ষতা, কৌশল, দুর্যোগ প্রতিক্রিয়া এবং জরুরী যোগাযোগে এই অপেশাদার রেডিওর গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন। যা নতুনদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করেছে।
অংশগ্রহণকারী চারটি টিমের কার্যক্রম পরিদর্শন সহ একটি শ্রেষ্ঠ টিম নির্বাচনের জন্য বিচারকের দায়িত্ব পালন করেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), নর্থ
সাউথ বিশ্ববিদ্যালয়ের
মো. সাইদুর রহমান এবং S21NSU। কন্ট্রোল টিমে ডেপুটি ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন, S21OES,
S21SWE, S21ARC, S21TZ, S21ABH, S21DBU, S21NMS, S21IGP, S21FNM প্রমুখ। এছাড়া অংশগ্রহণকারীদের চারটি টিমের মধ্যে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন, সন্দীপ রায় (S21AAI)-
টিম আলফা, ইফতাখার মাহমুদ (S21MEV)-
টিম ব্রাভো, মুসা আবদুল্লাহ (S21GEM)-
টিম চার্লি এবং নূর এ হাসান স্বাধীন (S21SWA)- টিম
ডেল্টা।
বিকেল
চারটায় চারটি দল বিচারকদের নির্ধারিত (১) অ্যামেচার রেডিও এবং ফ্রিকোয়েন্সি (২) এ্যান্টেনার প্রকার ও এর ব্যবহার বিধি (৩) লাইসেন্স প্রাপ্তীর নিয়মকানুন ও শৃঙ্খলা এবং (৪) দুর্যোগ বা জরুরী পরিস্থিতিতে অ্যামেচার রেডিওর গুরুত্ব এই চারটি বিষয়ের উপর দলীয় প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিন জন বিচারক প্রতিটি দলের সদস্যদের নিয়ম-কানুন ও শৃঙ্খলা, অ্যামেচার রেডিও বিষয়ে জানার প্রতি নতুনদের আগ্রহ, শিখার প্রতি কতটুকু মনোযোগী, টিম লিডারের দক্ষতা, ইনোভেশন ইত্যাদি বিষয়ে মূল্যায়ন করে সেরা দল হিসেবে “টিম ডেল্টা”-কে নির্বাচন করেন।
প্রতিযোগিতায় বিজয়ী টিম ডেল্টার লিডার নূর এ হাসান স্বাধীনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ক্যাপ্টেন অনুপ কুমার ভৌমিক (S21TV),
দিদারুল ইকবাল (S21DAL),
মো. সাইদুর রহমান এবং S21NSU। এছাড়া সকল অংশগ্রহণকারীকে
টি-শার্ট, সার্টিফিকেট, প্যাড ও কলম প্রদান করা হয়।
সাউথ
এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম ইভেন্টে অংশগ্রহণ করেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি মনিটর করেছে ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাব।
ন্যাশনাল অ্যামেচার রেডিও ড্রিল ২০২৪ এর ক্যাপ্টেন অনুপ কুমার ভৌমিক (S21TV) বলেন,
একটি আধুনিক, বিজ্ঞানমনষ্ক ও উন্নত বাংলাদেশ গড়তে হলে দেশে অ্যামেচার রেডিও চর্চার পরিধি বাড়াতে হবে। তাই এআরএবি নিয়মিত এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
Tuesday, November 12, 2024
Monday, November 11, 2024
Sunday, November 10, 2024
দৈনিক জালালাবাদ (১০-১১-২০২৪) : অংকুর-সিলেটের পুরস্কার বিতরণ
অংকুর-সিলেটের
পুরস্কার বিতরণ
দৈনিক
জালালাবাদ। সিলেট । পৃষ্ঠা: ৪ (শেষ পাতা), কলাম: ৬
তারিখ:
রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
ই-পেপার
লিংক:
দৈনিক উত্তরপূর্ব (১০-১১-২০২৪) : চা বাগানের শিশুদের নিয়ে সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চা
বাগানের শিশুদের নিয়ে সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দৈনিক
উত্তরপূর্ব । সিলেট । পৃষ্ঠা: ৩, কলাম: ৬-৮
তারিখ:
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
ই-পেপার
লিংক:
দৈনিক উত্তরপূর্ব (১০-১১-২০২৪) : মহানবীর (সা.) জীবনী পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মহানবীর
(সা.) জীবনী পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
দৈনিক
উত্তরপূর্ব । সিলেট । পৃষ্ঠা: ৩, কলাম: ৩-৪
তারিখ:
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
ই-পেপার
লিংক:
https://euttorpurbo.com/paper/page/2024-11-10/3
Friday, November 08, 2024
অংকুর-সিলেট এর উদ্যোগে মহানবী সা: এর জীবনী পাঠ প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করেছে লাবীব ইকবাল
জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুর-সিলেট এর উদ্যোগে মাসব্যাপী মহানবী সা: এর জীবনী পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় নগরীর উপশহরের সিলেট মডেল মাদরাসা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট অংকুর-এর উপদেষ্টা বিশিষ্ট শিশু সংগঠক কে এম আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, দিশেহারা মানুষ আজ মুক্তির নেশায় বিভোর। কিন্তু কিসে সে মুক্তি! রাসুলুল্লাহ সাঃ এর জীবনের মাঝেই নিহীত রয়েছে মানুষের ইহ-পরকালীন মুক্তি। সেই মুক্তির পথেই সবাইকে ফিরে আসতে হবে। তিনি ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি ও মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে রাসুলুল্লাহ সাঃ এর আদর্শ অনুস্মরণের আহবান জানান।
অংকুর-সিলেটের পরিচালক খসরুল আলমের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক শফি উদ্দিন শাফীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্য লুমিনাস স্কুলের অধ্যক্ষ মো: সাইফুর রহমান, দারুন্নাজাত মডেল মাদরাসা সিলেটের পরিচালক মাওলানা খায়রুল ইসলাম, সিলেট মডেল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান এবং মারকাযুল মদিনা হিফজ মাদরাসার পরিচালক হাফিজ মাওলানা আবদুল হামিদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দারুন্নাজাত মডেল মাদরাসার সহকারী শিক্ষা সচিব তাহের আব্দুল্লাহ ও শাহজালাল একাডেমির ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ তাজ উদ্দিন।
দুটি বিভাগে আয়োজিত প্রতিযোগিতায় ৫ জন করে মোট ১০ জন বিজয়ী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে ‘ক’ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে সিলেট শাহপরান দ্য লুমিনাস স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ও বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবাল। তার হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্য অতিথিবৃন্দ। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে “সার্টিফিকেট ফর পার্টিসিপেশন” প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), ফজলে মঞ্জুর ভূঁইয়া সহ অন্য অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।