বিশ্বের বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ব্যবস্থাপনায় ১৪তম বেতার বিষয়ক ডিএক্স প্রদর্শনী গত ১২ এপ্রিল ২০২৫ শনিবার চট্টগ্রাম রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
''নিজে রেডিও শুনুন, অন্যকে রেডিও শুনতে উৎসাহিত করুন'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিএক্স প্রদর্শনী কার্যক্রম পরিচালনায় ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এবং
মহাসচিব নুর মোহাম্মদ।
অনুষ্ঠানে অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সৈয়দ মোহাম্মদ মুসা খান।
১৪তম বিশ্ব বেতার দিবস উপলক্ষে ঢাকায়
বাংলাদেশ বেতার কর্তৃক আয়োজিত শ্রোতা সম্মেলনে চট্টগ্রাম থেকে অংশগ্রহণ করায় এবং কেন্দ্রীয়
ক্লাব কর্তৃক আয়োজিত র্যালী ও অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সাউথ এশিয়া রেডিও
ক্লাব (সার্ক) বাংলাদেশের পক্ষ থেকে ক্লাবের যুগ্ম মহাসচিব ও দৈনিক একুশের বাণী চট্টগ্রামের ব্যুরো প্রধান এম এ মাহমুদ হায়দার জীবন, সাংবাদিক মিলন বৈদ্য শুভ ও সৈয়দ মোহাম্মদ আরফাত ইসলাম এর নামে ইস্যুকৃত
সার্টিফিকেট
এই অনুষ্ঠানে প্রদান করা হয়।
অনুষ্ঠানের সার্বিক কার্যক্রমে অতিথি ও অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, দৈনিক একুশের বাণী'র বিশেষ প্রতিনিধি মোহাম্মদ নাছির উদ্দিন সজীব, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- রাউজান উপজেলা ইউনিট, চট্টগ্রামের সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ আবদুল কাদের, মোহাম্মদ নেজাম উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ মুজিবুল হক, এস এম খোরশেদুল ইসলাম, মোহাম্মদ জহির আহমদ, মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ মফিজ উদ্দিন, মোহাম্মদ মোবারক, মোহাম্মদ রফিকুল ইসলাম, এমদাদ ইসলাম, মোহাম্মদ সামির, মোহাম্মদ এহসান, শিহাব উদ্দিন, মোহাম্মদ আরাফাত, নুরুল আলম ইয়াছিন প্রমুখ।
প্রদর্শনীতে দেশ ও বিদেশের বিভিন্ন বেতারের ডকুমেন্টেশন প্রদর্শন করা হয় এবং দর্শকদের বাংলাদেশ বেতারের পাশাপাশি চীন আন্তর্জাতিক বেতার, ভয়েস অব ইন্দোনেশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, রেডিও থাইল্যান্ড, কেবিএস ওয়ার্ল্ড রেডিও, ভয়েস অব মঙ্গোলিয়া, রেডিও নেপাল, রেডিও পাকিস্তান, রেডিও রোমানিয়া, রেডিও ফ্রান্স, রেডিও জাপান, রেডিও ভেরিতাস এশিয়া, বিবিসি, ভয়েস অব আমেরিকা, তুর্কি ওয়ার্ল্ড রেডিও, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, ডয়চে ভেলে, রেডিও অস্ট্রেলিয়া, রেডিও বুলগেরিয়া, রেডিও নেদারল্যান্ডস, রেডিও নিউজিল্যান্ড, রেডিও প্রাগ, রেডিও স্লোভাকিয়া, রেডিও সুইডেন, রেডিও তাইওয়ান, রেডিও তেহরান সহ অন্যান্য বিদেশী বেতার অনুষ্ঠান শুনতে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানটি সফল ভাবে সমাপ্ত করায় ক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, অর্থ সম্পাদক মো. নুরুল ইসলাম (মেরাজ), প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী, শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল।