প্রতিযোগিতা শেষে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) ঢাকা শাখার সভাপতি তাছলিমা আক্তার লিমার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি মিরপুর বিশিল জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব আবদুল আউয়াল এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর পরিচালক জনাব দিদারুল ইকবাল শিশুদের সাথে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নিয়ে আলোচনা করেন ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ পরিদর্শীকা সাকিয়া বেগম, মো: আমিনুল ইসলাম, মো: আজিজুল হক, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) ঢাকা শাখার সাধারণ সম্পাদক সুবর্ণা আক্তার রিয়া প্রমূখ । প্রতিযোগিতায় দুটি বিভাগের ৪টি ইভেন্টে যারা বিজয়ী হয়েছে তারা হলো- ১) চিত্রাংকন প্রতিযোগিতা প্রথম : বন্যা আক্তার, দ্বিতীয় : মো: সোলেমান এবং তৃতীয় : মো: সুমন । ২) ক্রীড়া প্রতিযোগিতা (ক) বালিশ খেলা: প্রথম : মো: হূদয়, দ্বিতীয় : সুইটি আক্তার এবং তৃতীয় : মো: রুবেল । (খ) দাদুর খেলা: প্রথম : মো: রকিব, দ্বিতীয় : মো: নাজমুল এবং তৃতীয় : বাতাসী খাতুন । (গ) কপালে টিপ পড়ানো খেলা: প্রথম : শিরিন আক্তার, দ্বিতীয় : মো: জনি এবং তৃতীয় : মো: রাজিব । মিরপুর বিশিল জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব আবদুল আউয়াল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর পরিচালক জনাব দিদারুল ইকবাল, ঢাকা শাখার সভাপতি তাছলিমা আক্তার লিমা, সাধারণ সম্পাদক সুবর্ণা আক্তার রিয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ পরিদর্শীকা সাকিয়া বেগম, বিশিল জনকল্যাণ সমিতির মো: আমিনুল ইসলাম এবং মো: আজিজুল হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । পুরস্কার বিতরণ শেষে গ্রুপ ছবি তোলা হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুর মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তী করা হয় । সংবাদদাতা, তাছলিমা আক্তার লিমা (শাখা সভাপতি) সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- ঢাকা শাখা বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা-১২১৬, বাংলাদেশ । ই-মেইল :
sarc.dhaka@yahoo.com, sarc.dhaka@gmail.com ওয়েবসাইট : http://www.sarc97.blogspot.com/, http://www.southasiaradioclub.webs.com/