বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) ঢাকা শাখার আয়োজন
শিশুদের চিত্রাংকন এবং ক্রীড়া প্রতিযোগিতা-২০০৯
বাংলাদেশের “মহান স্বাধীনতা দিবস” উপলক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) ঢাকা শাখা’র উদ্যোগে আগামী ২৬শে মার্চ রোজ বৃহস্পতিবার শিশুদের জন্য আয়োজন করা হয়েছে “চিত্রাংকন এবং ক্রীড়া প্রতিযোগিতা-২০০৯”। আমরা সম্পূর্ণ অনুষ্ঠানটি উৎসর্গ করছি সুবিধা বঞ্চিত শিশুদের জন্য। প্রতিযোগিতায় দুটি বিভাগে মোট ৪টি ইভেন্ট থাকবে। ইভেন্ট গুলি হচ্ছে ১) চিত্রাংকন প্রতিযোগিতা, ২) বালিশ খেলা, দাদুর খেলা এবং কপালে টিপ পড়ানো। প্রতিটি ইভেন্টের জন্য ৩টি করে সর্বমোট ১২টি পুরস্কার থাকবে বিজয়ীদের জন্য। প্রতিযোগিতায় শুধুমাত্র সুবিধাবঞ্চিত শিশুরা অংশগ্রহণ করতে পারবে।
ঢাকা মিরপুর বিশিল জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল প্রতিযোগিতার উদ্ধোধন করবেন।
প্রতিযোগিতার স্থান:
বিশিল জনকল্যাণ সমিতি, উত্তর বিশিল, মিরপুর-১, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
সংবাদদাতা,
২১/০৩/২০০৯
তাছলিমা আক্তার লিমা (সভাপতি)
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- ঢাকা শাখা
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,
মিরপুর, ঢাকা-১২১৬, বাংলাদেশ ।
ই-মেইল :
No comments:
Post a Comment