এপ্রিল মাসের কুইজ প্রতিযোগিতার বিজ্ঞপ্তি:
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের অকৃত্তিম শুভেচ্ছা আপনাদের জন্য। আপনারা জেনে আনন্দিত হবেন যে, আপনাদের অনুরোধে আমরা চলতি এপ্রিল মাস থেকেই নতুন একটি কুইজ প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। আমরা প্রতিযোগিতার ফলাফল পরবর্তী মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করবো। প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতা তিনজনকে পুরস্কার প্রদান করা হবে। সঠিক উত্তর দাতার সংখ্যা বেশি হলে লটারীর মাধ্যমে শ্রেষ্ঠ তিনজনকে বাছাই করা হবে।
আমাদের কুইজ প্রতিযোগিতার বিষয় তিব্বত। তিব্বতের ওপর দু'টো প্রশ্ন রয়েছে। সঠিক উত্তর অবশ্যই প্রতি মাসের ৩০ তারিখের মধ্যে আমাদের কাছে চিঠিতে অথবা ই মেইলে পৌছাতে হবে। আমাদের বিশ্বাস , আপনাদের আন্তরিক অংশগ্রহণে প্রতিযোগিতাই প্রাণবন্ত হয়ে উঠবে।
ক) কোন সালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে গণতান্ত্রিক সংস্কার চালু হয়?
১) ১৯৫০ সাল ২) ১৯৫৩ সাল ৩) ১৯৫৮ সাল
খ) তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানীর নাম কী?
১) লাসা ২) নানচিন ৩) উরমুজ
বাংলাদেশে: চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ, জিপিও বক্স নং- ৬১০৫, গুলশান, ঢাকা- ১২১২
সরাসরি: Bengali Section (CRI-11), China Radio International,
P.O. Box- 4216, Beijing- 100040, China.
No comments:
Post a Comment