গত ৩০ মে’২০০৯ রেডিও ডয়চে ভেলে জার্মান থেকে মেলবক্স অনুষ্ঠানে জানুয়ারী এবং ফেব্রুয়ারী’২০০৯ মাসের ধাঁধাঁ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। উক্ত ফলাফল ঘোষণায় জানুয়ারী মাসের প্রথম পুরস্কার Grundic রেডিও বিজয়ী হয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব ঢাকা শাখার সদস্য হাজেরা বেগম। সাউথ এশিয়া রেডিও ক্লাব ঢাকা শাখার সদস্য হাজেরা বেগম জানুয়ারী মাসের ধাঁধাঁ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার Grundic রেডিও বিজয়ী হওয়ায় ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে বিজয়ী হাজেরা বেগম এবং ডয়চে ভেলে বাংলা বিভাগের সকল কর্মকর্তা কর্মীবৃন্দদের লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উল্লেখ্য আমরা ইন্টারনেটের মাধ্যমে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনে থাকলেও ঐদিন আমাদের এখানে আবহাওয়া খারাপ থাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিলো ফলে আমরা সে দিন আর অনুষ্ঠান শুনতে পারিনি কিন্তু তার পরদিন দুপুরে রাজশাহী থেকে এস.এম.জে.হাবিব ফোন করে আমাদের ক্লাব থেকে প্রথম পুরস্কার বিজয়ী হওয়ায় অভিনন্দন জানালে আমরা আনন্দে আত্নহারা হয়ে যায়! প্রথমে আমরা বিশ্বাসি করতে পারছিলামনা যে আমাদের ক্লাব থেকে কেউ পুরস্কার পেয়েছে। পরে আমরা ডয়চে ভেলের ওয়েব সাইটে “আপনাদের মতামত” বিভাগে সংরক্ষিত অডিও ক্লিপ থেকে মেলবক্স অনুষ্ঠানটি শুনি। শুধু কি তাই! মেলবক্স অনুষ্ঠানটি আমরা একাধিক বার শুনেছি এবং ডাউনলোড করে রেখেছি। আনন্দ এবং খুশির সংবাদটি দেওয়ার জন্য ডয়চে ভেলের মাধ্যমে এস.এম.জে.হাবিব ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি।
তারিখ: ০২/০৬/২০০৯
তাছিলমা আক্তার লিমা (সভাপতি)
সাউথ এশিয়া রেডিও ক্লাব (ঢাকা শাখা)
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,
মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Thanks For Sharing......
Post a Comment