চীন আন্তর্জাতিক বেতার শ্রোতা সম্মেলন-২০১০
বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রাচীন- চিয়েন খাইফু
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের আয়োজনে গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো সিআরআই শ্রোতা সম্মেলন-২০১০।
ঢাকার শ্রোতা মো: জুবায়ের হোসেন-এর সর্বপ্রথম রেজিষ্ট্রেশনের মধ্য দিয়ে এবং তার হাতে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের একটি সুদৃশ্য ফোল্ডার ফাইল, সিআরআই এর একটি কোটপিন এবং লটারীর একটি কুপন হস্তান্তরের মধ্য দিয়ে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের পরিচালক ও সিআরআই এর কর্মকর্তা ইয়াং ওয়েই মিং স্বর্ণা সিআরআই শ্রোতা সম্মেলন-২০১০ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশস্থ চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের কাউন্সিলর ছিয়েন খাইফু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, চীনা দূতাবাসের কালচারাল এটাশেই ও সিআরআই বাংলা বিভাগের কর্মকর্তা ওয়াং তান হোং সূবর্ণা, সান্তা-মারিয়াম ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট সংগীত শিল্পী লিলি ইসলাম, বাংলাদেশ-চায়না রেডিও লিসনার্স ক্লাবের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল এবং মহাসচিব জিল্লুর রহমান জিলু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিআরআই বাংলা বিভাগের কর্মকর্তা ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা। অনুষ্ঠানের সঞ্চালন করেন, সিআরআই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের কনসালটেন্ট এবং শিক্ষক মহিউদ্দিন তাহের।
মহিউদ্দিন তাহেরের উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সাথে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করেন।
আসন গ্রহণের পর অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশস্থ চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের কাউন্সিলর ছিয়েন খাইফু-কে ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানান শ্রোতাবন্ধু নিশাত তামান্না লুৎফা। এরপর অনুষ্ঠানের সভাপতি সিআরআই বাংলা বিভাগের কর্মকর্তা ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা-কে ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানান, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের কুষ্টিয়া প্রতিনিধি বিপ্লব কুমার অধিকারী, বিশেষ অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, চীনা দূতাবাসের কালচারাল এটাশেই ও সিআরআই বাংলা বিভাগের কর্মকর্তা ওয়াং তান হোং সূবর্ণা, সান্তা-মারিয়াম ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট সংগীত শিল্পী লিলি ইসলাম, বাংলাদেশ-চায়না রেডিও লিসনার্স ক্লাবের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল এবং মহাসচিব জিল্লুর রহমান জিলু-কে পর্যায়ক্রমে ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানান, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের সদস্য তানিয়া আক্তার, ক্ষুদে শ্রোতা সাদ, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের সদস্য ফাতেমা-তুজ-জোহরা, মো:জাকির হোসেন এবং মো:আবু কাউসার।
অতিথিদের ফুল দিয়ে বরণের পর শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের কাউন্সিলর ছিয়েন খাইফু বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রাচীন। চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ এই সম্পর্ককে আরো সুদৃঢ় করেছে। অনুষ্ঠানের সভাপতি সিআরআই বাংলা বিভাগের কর্মকর্তা ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা বলেন, বাংলাদেশে এখন চীনা ভাষা শিক্ষার অনেক সুযোগ সৃষ্টি হয়েছে, যে কেউ চাইলে এখন এই ভাষা শিখতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের পাশাপাশি আরো বক্তব্য রাখেন, সিআরআই বাংলা বিভাগের বাংলাদেশ সংবাদদাতা মাহমুদ হাশিম এবং শ্রোতা সম্মেলন আয়োজক কমিটির উপ-সমন্বয়কারী সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব-এর পরিচালক দিদারুল ইকবাল। শ্রোতাদের পক্ষ থেকে দিদারুল ইকবাল সিআরআই এর জন্য বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন। তিনি বাংলাদেশে সিআরআই এর একটি ব্যুারো অফিস চালু করার প্রস্তাব রাখার সাথে সাথে হলভর্তি শ্রোতাবন্ধুরা করতালির মাধ্যমে তাদের সমর্থন ব্যক্ত করেন। এছাড়া তিনি সিআরআই শ্রোতা সম্মেলন প্রতি বছর ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিয়মিত ভাবে আয়োজন করা, বিভাগীয় পর্যায়েও শ্রোতা সম্মেলনের আয়োজন করা, একুশে বই মেলায় প্রত্যেক বছর স্টল করার ব্যবস্থা রাখা, ওয়েবসাইটে আরো সৃজনশীল পরিবর্তন আনাসহ বিভিন্ন ধরনের প্রস্তাব রাখলে প্রতিটি প্রস্তাবের সমর্থন জানান শ্রোতাবন্ধুরা তাদের মুহুর মুহুর করতালির মাধ্যমে।
একুশে বইমেলায় এই প্রথম সিআরআই স্টল দেওয়া, চীনের বসন্ত বা বাঘ উৎসবের উপর একটি স্মৃতিচারণ মূলক আলোচনা সভা, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও চীনাদের বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, শ্রোতা সম্মেলনের আয়োজন এবং একুশে বইমেলায় বাংলা একাডেমীর মঞ্চে বাংলা সাহিত্যের অনুবাদ: চীনা ভাষা শির্ষক সেমিনার স্বল্প সময়ের মধ্যে এতগুলো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহনের জন্য সিআরআই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ, সিআরআই বাংলা বিভাগের কর্মকর্তা ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং সিআরআই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের কনসালটেন্ট এবং শিক্ষক মহিউদ্দিন তাহের-কে বাংলাদেশের সকল শ্রোতাবন্ধুদের পক্ষ থেকে অভিনন্দন এছাড়া ঐ সকল অনুষ্ঠানের সংবাদসহ ছবি সিআরআই-এ পাঠানোর জন্য বাংলাদেশ সংবাদদাতা মাহমুদ হাশিমকেও ধন্যবাদ জানান দিদারুল ইকবাল।
আলোচনা সভায় বিভাগীয় পর্যায়ে শ্রোতাবন্ধুদেরও বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। ঢাকা বিভাগ থেকে জামালপুরের শ্রোতা সাইফুল আল এমরান মুক্তা, চট্টগ্রাম বিভাগ থেকে কুমিল্লার শ্রোতা টিপু সুলতান, রাজশাহী বিভাগ থেকে কুড়িগ্রামের শ্রোতা আব্দুল কুদ্দুস মাষ্টার, খুলনা বিভাগ থেকে চুয়াডাঙ্গার শ্রোতা মাষ্টার হায়দারুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। তারা সিআরআই এর ভূয়সী প্রশংসা করেন এবং সাফল্য কামনা করেন।
আলোচনা সভাশেষে সিআরআই এর পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের পক্ষে অনুষ্ঠানের সভাপতি সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের প্রতিষ্ঠাতা পরিচালক ও চীনা বেতারের কর্মকর্তা ইয়াং ওয়েই মিং স্বর্ণা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এরপর সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের প্রতিষ্ঠাতা পরিচালক ও চীনা বেতারের কর্মকর্তা ইয়াং ওয়েই মিং স্বর্ণা-কে চীনা ভাষা ও সংস্কৃতি প্রসারের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে মৈত্রীর বন্ধন জোরদার করতে বিশেষ অবদানের জন্য সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল এবং ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা।
সম্মাননা স্মারক প্রদান শেষে শুরু হয় অনুষ্ঠানের আরেকটি চমক লটারী ড্র। অনুষ্ঠানের পূর্বে শ্রোতাদের নাম নিবন্ধনের সময় প্রত্যেককে একটি করে কুপন দেওয়া হয় যার একটি অংশ শ্রোতারা নিজের কাছে রেখেছেন এবং আরেকটি অংশ লটারী ড্র-এর বক্সে ফেলেছেন। সেখান থেকে লটারীর মাধ্যমে সাত জন ভাগ্যবান শ্রোতাকে সাতটি ডিজিটাল রেডিও পুরস্কার দেওয়া হয়। লটারী ড্র-তে প্রথম পুরস্কার ডিজিটাল রেডিও বিজয়ীদের কুপন তুলেছেন যথাক্রমে অনুষ্ঠানের প্রধান অতিথি চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের কাউন্সিলর ছিয়েন খাইফু, বিশেষ অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, চীনা দূতাবাসের কালচারাল এটাশেই ও সিআরআই বাংলা বিভাগের কর্মকর্তা ওয়াং তান হোং সূবর্ণা, সান্তা-মারিয়াম ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট সংগীত শিল্পী লিলি ইসলাম, বাংলাদেশ-চায়না রেডিও লিসনার্স ক্লাবের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল (তার পক্ষে মহাসচিব জিল্লুর রহমান জিলু), মহাসচিব জিল্লুর রহমান জিলু এবং অনুষ্ঠানের সভাপতি সিআরআই বাংলা বিভাগের কর্মকর্তা ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা। লটারীর মাধ্যমে ০১২, ০২৪, ০২৯, ০৬৩, ০৯০, ১৬০ এবং ১৮৩ নং কুপন এর ভাগ্যবান শ্রোতাবন্ধুরা সাতটি ডিজিটাল রেডিও উপহার পেয়েছেন। সাতজন বিজয়ীর মধ্যে ছিলেন মাত্র একজন নারী শ্রোতা। অনুষ্ঠানের প্রধান অতিথি চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের কাউন্সিলর ছিয়েন খাইফু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের চতুর্থ পর্বে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ কিছু গান পরিবেশিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত শ্রোতাবন্ধুরা অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেছেন সাংস্কৃতিক পরিবেশনাটি।
শ্রোতা সম্মেলনের সর্বশেষ পর্ব ছিলো সম্মেলনে সকল অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ। লটারীর কুপন নম্বর অনুযায়ী শ্রোতাদের মধ্যে বিভিন্ন ধরনের উপহার প্রদান করা হয়। শ্রোতাবন্ধুদের হাতে উপহার তুলে দেন, সিআরআই বাংলা বিভাগের কর্মকর্তা ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা, সিআরআই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের কনসালটেন্ট এবং শিক্ষক মহিউদ্দিন তাহের, বাংলাদেশ-চায়না রেডিও লিসনার্স ক্লাবের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল, মহাসচিব জিল্লুর রহমান জিলু এবং সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব এর পরিচালক দিদারুল ইকবাল। উপহারের তালিকার মধ্যে ছিলো বিভিন্ন ধরনের ব্যাগ, টি-শার্ট, টর্চ লাইট, টাই, বিভিন্ন ডিজাইনের ছবির ফ্রেম, স্কার্ফ, বুকমার্ক, চাইনিজ কালার পেপার কার্টিং ইত্যাদি।
শ্রোতাবন্ধুরা এসব পুরস্কারের পাশাপাশি আরো উপহার পেয়েছেন, সিআরআই এর কোটপিন, ফোল্ডার ফাইল, ম্যাগাজিন পুবের জানালা, অনুষ্ঠান সূচী, চীনা ভাষা শিক্ষার লিপলেট, বুশিয়র এবং সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব এর বিশেষ প্রকাশনা এবং একুশে বই মেলায় সিআরআই স্টলের বিভিন্ন ছবি ও সংবাদ দিয়ে সাজানো “সিআরআই সমাচার” নিউজ লেটার ইত্যাদি। শ্রোতাবন্ধুরা এতগুলো উপহার সামগ্রী পেয়ে খুবি আনন্দিত হয়েছেন এবং খুশি মন নিয়ে বাড়ী ফিরেছেন।
শ্রোতা সম্মেলনে বাংলাদেশের ছয়টি বিভাগ- ঢাকা বিভাগ থেকে ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, জামালপুর, ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগ থেকে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর এবং কুমিল্লা, রাজশাহী বিভাগ থেকে রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং চাঁপাইনবাবগঞ্জ, খুলনা বিভাগ থেকে খুলনা, যশোর, কুষ্টিয়া, চুয়াডঙ্গা, মাগুড়া, নড়াইল, ঝিনাইদহ, সাতক্ষিরা এবং বাগেরহাট, বরিশাল বিভাগ তেকে বরিশাল এবং ভোলা, সিলেট বিভাগ থেকে সিলেট এবং সুনামগঞ্জ সহ সর্বমোট ৩৭টি জেলা থেকে ২৫০জন শ্রোতা, বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকা থেকে ৩০জন সাংবাদিক এবং ৩০জন সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মৃদুল কান্তি চক্রবর্তী এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সহকারী আঞ্চলিক পরিচালক শামসুল হক দিশারী বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে শ্রোতা সম্মেলনে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চীন ও বাংলাদেশের বিভিন্ন বিষয়ে বন্ধুত্বপূর্ণ নানা তথ্য ও আলোকচিত্র প্রদর্শিত হয়।
শ্রোতা সম্মেলনটি সফল করে তুলতে সার্বিক ভাবে কাজ করেছেন, ইয়াং ওয়েই মিং স্বর্ণা, মহিউদ্দিন তাহের, মাহমুদ হাশিম, দিদারুল ইকবাল, মোস্তফা কামাল, শহীদুল কায়সার লিমন, তাছলিমা আক্তার লিমা, লুৎফার রহমান, রফিকুল ইসলাম, মো:সাকিব, কবির খান, হারুন অর রশিদ, সুমি খান, সোহেল রানা, তানিয়া আক্তার, রওশন আরা, ফাতেমা-তুজ-জোহরা প্রমূখ।
উল্লেখ্য শ্রোতা সম্মেলন আয়োজনের পূর্বে এই প্রথম শ্রোতা সম্মেলন আয়োজক কমিটি গঠণ করা হয়েছিলো। কমিটির বিভিন্ন পদে ছিলেন, মাদাম ইউ কোয়াং য়ূএ (পরিচালক- চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ)- উপদেষ্টা, ইয়াং ওয়েই মিং স্বর্ণা (পরিচালক- সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম)- সম্মেলন আয়োজক প্রধান, মহিউদ্দিন তাহের (কনসালটেন্ট ও শিক্ষক- সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম এবং সিআরআই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ), মাহমুদ হাশিম (বাংলাদেশ সংবাদদাতা- সিআরআই বাংলা বিভাগ)- সম্মেলন আয়োজক উপ-প্রধান, জিল্লুর রহমান জিলু (মহাসচিব- বাংলাদেশ-চায়না রেডিও লিসনার্স ক্লাব)- সম্মেলন আয়োজক কমিটি সমন্বয়কারী, দিদারুল ইকবাল (পরিচালক- সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব)- সম্মেলন আয়োজক কমিটি উপ-সমন্বয়কারী, এছাড়া মোস্তফা কামাল (ঢাকা), শহীদুল কায়সার লিমন (গাজীপুর), তাছলিমা আক্তার লিমা (ঢাকা), লুৎফার রহমান (ময়মনসিংহ) এবং সোহেল রানা (কুষ্টিয়া)- শ্রোতা সমন্বয়কারী।
শ্রোতা সমন্বয়কারীদের নিয়ে আবার শ্রোতা সম্মেলন ব্যবস্থাপনা উপ-কমিটি গঠণ করা হয়। তাদের সাথে সহযোগী হিসেবে ছিলেন রফিকুল ইসলাম (ঢাকা), মো:সাকিব (ঢাকা), কবির খান (গাজীপুর), হারুন অর রশিদ (রাজশাহী), সুমি খান (রাজবাড়ী), তানিয়া আক্তার (ঢাকা), রওশন আরা (কুষ্টিয়া), ফাতেমা-তুজ-জোহরা (ঢাকা) প্রমূখ।
মায়মুন জাহান
সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,
মিরপুর, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
No comments:
Post a Comment