ডয়চে ভেলে এফএম শ্রোতাদের একটি নতুন সংগঠন গঠন করা হবে
আগামী ৭ মে-২০১০ শুক্রবার
প্রিয় ডয়চে ভেলের এফএম শ্রোতাবন্ধুরা আপনারা ইতিমধ্যে ডয়চে ভেলের ওয়েবসাইটে আপনাদের মতামত বিভাগে ০৩/০৫/২০১০ তারিখের পোস্টিং এর মাধ্যমে জানতে পেরেছেন যে, আমরা শীঘ্রই এফএম শ্রোতাদের নিয়ে একটি ইতিহাস তৈরী করতে যাচ্ছি! আমাদের সেই সপ্নের ইতিহাসটির বাস্তবায়ন হতে যাচ্ছে আগামী ৭ মে’১০ শুক্রবার। হ্যাঁ বন্ধুরা আমরা যারা এফএম-এ ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছি তাদের নিয়ে ০৭/০৫/২০১০ তারিখ বিকেল ৪টায় ঢাকা কলাবাগান, ধানমন্ডি, রোড-৯ (নতুন), ধানমন্ডি ক্লাব মাঠ-এ মিলিত হচ্ছি। সেখানে উপস্থিত ডয়চে ভেলে এফএম শ্রোতাদের আলাপ আলোচনার মাধ্যমে একটি নতুন সংগঠন গঠন করা হবে। ঐ সভার মাধ্যমে সংগঠনের নাম, মনোগ্রাম (লগো), পরিচালনা পরিষদ, সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য, গঠণতন্ত্র অনুমোধন করা হবে। আমরা ইতিমধ্যে ডয়চে ভেলে এফএম শ্রোতাদের অনেকের কাছে ই-মেইল, মোবাইলে ম্যাসেজ এবং ফোনের মাধ্যমে জানিয়ে দিয়েছি। আর যাদের কাছে ফোন করা বা ম্যাসেজ পাঠানো সম্ভব হয়নি কিন্তু তারা ডয়চে ভেলে ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরেছেন অনুগ্রহ করে তারাও উক্ত সভায় অংশ গ্রহণ করবেন এটা আমাদের বিশ্বাস। আমরা চায় সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে ডয়চে ভেলে এফএম শ্রোতাদের সংগঠন যাত্রা শুরু করুক। উল্লেখ্য এই সংগঠনে শুধুমাত্র ডয়চে ভেলের এফএম তরঙ্গের আওতাধীন শ্রোতাবন্ধুরা প্রতিনিধিত্ব করতে পারবেন। এই সংগঠনের মূল কাজ হবে ডয়চে ভেলের এফএম সম্প্রচার সম্পর্কে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রচারনা করা এবং তার মাধ্যমে এফএম-এর শ্রোতা সংখ্যা বৃদ্ধি করা। বিস্তারিত জানতে ফোন করতে পারেন- দিদারুল ইকবাল, মোবাইল-০১৭১১০৫৪৯৮৫, ০১৮১৪২৭৮৬৪৬ এবং শহীদুল কায়সার লিমন, মোবাইল- ০১৯১১৭৫৮৫৩৩ এই নাম্বারে।
তাছলিমা আক্তার লিমা, রফিকুল ইসলাম
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক),
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,
মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।
No comments:
Post a Comment