সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাবের
উদ্যোগে স্বতস্ফূর্তভাবে
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১১ উয্যাপিত.......জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১১ কার্যক্রমের
ছবি এ্যালবাম দেখতে হলে এখানে ক্লিক করুন.......
উদ্বোধনকালে প্রধান অতিথি সৈয়দ রেজাউল করিম বেলাল বলেন, সুস্বাস্থ্য ও পুষ্টিগুন নষ্ট করে এই কৃমি। একে নিয়ন্ত্রণের জন্য ৬-১২ বছর শিশুদের কৃমি প্রজনন নষ্ট করতে পারলে এবং এর প্রতিরোধ ক্ষমতা তৈরি করলে শিশুরা সুস্বাস্থ্যের অধিকারী হবে। এই কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ প্রাথমিক স্কুল পর্যায়ে ভালোভাবে পালন করা হলেও সুবিধাবঞ্চিত পথশিশুদের ক্ষেত্রে তেমন চোখে পরেনা। বেসরকারী পর্যায়ে ২/১ টি সংগঠন এ নিয়ে কাজ করলেও তা পর্যাপ্ত নয়। সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব ক্ষুদ্র পরিসরে দুই’শ সুবিধাবঞ্চিত পথশিশুদের বিনামূল্যে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবী রাখে। কমিউনিটিতে আরো যেসকল সামাজিক সংগঠন রয়েছে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জেলায় চীন আন্তর্জাতিক বেতারের যে সকল শ্রোতাসংঘ রয়েছে তাদেরও এক্ষেত্রে এগিয়ে আসা উচিৎ। আমি আশা করবো এসকল নাগরিক সেবা থেকে বঞ্চিত পথশিশুদের নুন্যতম সেবা দেওয়ার ক্ষেত্রে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব ভবিষ্যতে আরো অগ্রণী ভূমিকা পালন করে যাবে।
প্রধান অতিথি সৈয়দ রেজাউল করিম বেলাল শিশুদের শিক্ষার প্রতি উৎসাহিত করে তুলতে ঘোষণা দিয়ে বলেন, সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব কর্তৃক সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে পরিচালিত উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম “আমাদের পাঠশালা”য় যেসব শিশুরা শিক্ষা গ্রহণ করছে তাদের মধ্য থেকে যে শিশু একমাসে সবচেয়ে বেশি ক্লাসে উপস্থিত থাকবে তাকে মাসে একশত টাকা দেওয়া হবে (ব্যক্তিগত ভাবে)। এভাবে প্রত্যেক মাসে একজন করে মোট ১২জন শিশুকে এক বছর পর্যন্ত এ সুযোগ দেওয়া হবে। তার ঘোষণায় উৎফুল্ল হয়ে মুহুর মুহুর করতালিতে মুখরিত করে তুলে সুবিধাবঞ্চিত পথশিশুরা।
অনুষ্ঠানের সভাপতি সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব এর প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল বলেন, বিগত দিনের ন্যায় আমরা এবারও সফলভাবে সকলের সহযোগিতায় জাতীয় এ কর্মসূচী পালন করে যাবো। সকলের আন্তরিক ও ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ সফল করতে পারব। তিনি আরো বলেন, সুবিধাবঞ্চিত পথশিশুদের সকল ধরনের নুন্যতম নাগরিক সুবিধা সুনিশ্চিত করার জন্য আমরা সংগঠন থেকে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং আগামীতেও চালিয়ে নিয়ে যাবো। সুবিধাবঞ্চিত পথশিশুদের সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের ক্লাব সদস্যদের বিশেষ সাংগঠনিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল মনোভাব রয়েছে। যার ফলে অতীতে এ ধরনের বিভিন্ন্ কর্মসূচিকে সফল করা সম্ভব হয়েছে। তিনি আগামীতেও সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে বিভিন্ন কর্মসূচিকে সফল করার জন্য ক্লাব কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সদস্যদের যথাযথ দায়িত্ব পালন এবং সহযোগিতা প্রদানের আহবান জানান।
উল্লেখ্য ফাইলেরিয়াসিস কার্যক্রমের আওতায় শিশুদের অপুষ্টিহীনতা দূরীকরণে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হয়। ৬ থেকে ১২ বছরের সকল স্কুলগামী ছাত্র ছাত্রীদের-কে এ কর্মসূচীর আওতায় কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। জেলা ও উপজেলার সকল সরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানে এ রোগের চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়াও সরকারের পার্টনারশীপ এনজিও ব্রাক এ কর্মসূচী বাস্তবায়ন করে থাকে। বেসরকারী পর্যায়ে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব পথশিশুদের নিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করে থাকে।
তাছলিমা আক্তার লিমা
সভপাতি
সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব
ঢাকা শাখা
No comments:
Post a Comment