আজ ১১ ডিসেম্বর ২০১১ সকাল ৭টা ২৯ মিনিটে (+৮১৩৫৪৫৪৯০৬১ নাম্বার থেকে ফোনের মাধ্যমে) রেডিও জাপান বাংলা বিভাগ থেকে "সহজে জাপানী শিখার বিশেষ আসর" নিয়ে একটি বিশেষ অনুশীলন আসরের আয়োজন করা হয়। আজকের এই বিশেষ আসরের অনুশীলনে অংশ গ্রহণ করেছেন, বাংলাদেশের শ্রোতা মিরপুর, ঢাকা থেকে সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল, সদস্য তাছলিমা আক্তার লিমা এবং নাঈম হোসেন। শ্রোতাদের জাপানী ভাষা শিখতে পরামর্শ দিতে ছিলেন, পাঠ্যবই সম্পাদন উপদেষ্টা ড.আৎসুশি মোরি এবং অনুমাসান। রেডিও জাপান বাংলা বিভাগ থেকে সহজে জাপানী শিখার বিশেষ অনুশীলন আসরটি পরিচালনা করেন, বাংলা বিশেষজ্ঞ রেফাত আলী। (সকাল ০৭:২৯:০০-০৮:১১:২৯টা পর্যন্ত অনুশীলনটি ধারণ করা হয় যেখান থেকে পরবর্তিতে প্রচার উপযোগী নির্বাচিত অংশটুকু পূর্ণাঙ্গ আসরে প্রচার করা হবে)
অনুশীলনের পাঠ’টি ছিলো (কাজের ক্ষেত্রে অভিব্যক্তি প্রকাশ), পাঠ-১০: ইৎসুমো ও-সেওয়া-নি নাত্তে ওরিমাস্
খদ্দের (দিদারুল ইকবাল): ইৎসুমো ও-সেওয়া-নি নাত্তে ওরিমাস্ [আপনার সর্বদা পৃষ্ঠপোষকতার জন্য ধন্যবাদ।]
কুওন (তাছলিমা আক্তার লিমা): কোচিরা কোসো ও-সেওয়া-নি নাত্তে ওরিমাস্ মেয়েরু-নো কেন্ দেস্-গা, কা-ইয়োওবি-দে ইয়োরোশী দেশোও-কা? [না না, আপনার সেবা-পৃষ্ঠপোষকতার জন্য আমাকেই ধন্যবাদ জানাতে হবে। ই-মেইলে যা উল্লেখ করেছিলাম, মঙ্গলবার চলবে তার জন্য?]
খদ্দের (দিদারুল ইকবাল): হাই, ও-মাচি শিতে ওরিমাস্ [হ্যাঁ, আমরা আপনার জন্য অপেক্ষা করব।]
কুওন (তাছলিমা আক্তার লিমা): দেওয়া, কা-ইয়োওবি-নি উকাগাইমাস্ শিৎসুরেয়ে শিমাস্ [তাহলে মঙ্গলবার আমি আপনার ওখানে যাব। শুভ বিদায়।]
দিন:
গেৎসু-ইয়োওবি (সোমবার)
কা-ইয়োওবি (মঙ্গলবার)
সুই-ইয়োওবি (বুধবার)
মোকু-ইয়োওবি (বৃহস্পতিবার)
কিন-ইয়োওবি (শুক্রবার)
দো-ইয়োওবি (শনিবার)
নিচি-ইয়োওবি (রবিবার)
মাস:
ইচি-গাৎসু (জানুয়ারি)
নি-গাৎসু (ফেব্রুয়ারি)
সান-গাৎসু (মার্চ)
শি-গাৎসু (এপ্রিল)
গো-গাৎসু (মে)
রোকু-গাৎসু (জুন)
শিচি-গাৎসু (জুলাই)
হাচি-গাৎসু (আগস্ট)
কু-গাৎসু (সেপ্টেম্বর)
জূ-গাৎসু (অক্টোবর)
জূ-ইচি-গাৎসু (নভেম্বর)
জূ-নি-গাৎসু (ডিসেম্বর)
No comments:
Post a Comment