2012-04-13 09:13:18 cri
সুপ্রিয় শ্রোতা, আগামীকাল পহেলা বৈশাখ - পৃথিবীর সব বাঙালির জন্য একটি বিশেষ দিন। পহেলা বৈশাখ উপলক্ষ্যে চীন আন্তর্জাতিক বেতারের আজকের বিশেষ অনুষ্ঠান উপস্থাপন করছি আমি ইয়াং ওয়েই মিং-স্বর্ণা। অনুষ্ঠানের শুরুতে গ্রহণ করুন বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।
পহেলা বৈশাখ তো সারা পৃথিবীর বাঙালিদের জন্য এক অভিন্ন উত্সব। ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে এটা উদযাপন করা হয়। যেমন বাংলাদেশের বাঙালিরা উদযাপন করে তেমনই ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা আর উড়িষ্যা রাজ্য এবং পৃথিবীর যেখানে বাঙালি জনগোষ্ঠি আছে সেখানেই উদযাপন করা হয়। শুনুন পহেলা বৈশাখ উপলক্ষ্যে এ বিশেষ অনুষ্ঠান। (ইয়াং ওয়েই মিং-স্বর্ণা)
(এই অনুষ্ঠানে শ্রোতাদের শুভেচ্ছা বাণী রয়েছে। সিআরআই মনিটর দিদারুল ইকবাল, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের সদস্যবৃন্দসহ আরো বেশ কয়েকজন শ্রোতাবন্ধু তারা তাদের মত করে শুভেচ্ছা জানিয়েছেন। সিআরআই'র অডিও লিংকটি হচ্ছে- http://bengali.cri.cn/461/2012/04/13/41s122906.htm)
বৈশাখ মানেই নববর্ষ। বাংলা নববর্ষের প্রথম মাস। এর মধ্যে দিয়েই শুরু হয়ে যাবে আরেকটি নতুন বছর। এই মাস দিয়ে সূচিত হবে আগামী একটি বছরের যাত্রা। অতীত হয়ে যাবে পিছনের সব কিছু। চৈত্রের শেষ সূর্য ডোবার সাথে সাথে শেষ হয়ে যাবে আরেকটি বছর। নতুন একটি বছরের দিকে চেয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা আর চাওয়া পাওয়ার প্রত্যাশা নিয়ে দিন চলা শুরু হবে নতুন করে। আরেকটি সূর্যের উদয়ের মধ্যে দিয়ে নতুন একটি বছরের আগমন ঘটবে। আমরা সেই বছরটির শুভ প্রত্যাশা কামনা করি। এই বছরের মধ্যে প্রকৃতির সব রূপ বৈচিত্র্যই থাকবে। থাকবে ভাঙ্গা গড়ার খেলা। থাকবে আনন্দ হাসি আর সুখ-দুখের স্বপ্ন। প্রত্যেকেই নিজের মতো করে বরণ করে নেবে এই মাসকে। এই জন্যই বৈশাখের এতো কদর। তার প্রতি সবার এতো আগ্রহ। আশা-প্রত্যাশার মধ্যে দিয়ে তাকে বরণ করা হয়।
নববর্ষ আসে ঘরে ঘরে। নববর্ষ আসে হৃদয়ে হৃদয়ে। আর হৃদয় আনে ভালোবাসার বারতা। পুরানো সব কিছুকে বাদ দিয়ে নতুনের জয়ে ধ্বনির মধ্যে দিয়ে আসে বৈশাখ। কর্দমাক্ত সব ধুয়ে মুছে নতুন করে শুরু হয় পরিচ্ছন্নতার। মানুষ নতুন উদ্যোমে যেন শুরু করতে চায় তার জীবনযাপন।
ঐ দিন সেজেগুজে, বৈশাখি পোশাকে স্বাগত জানানো হয় নববর্ষকে। প্রচন্ড গরম উপেক্ষা করেই মানুষের ঢল নামে উৎসবের জন্য। সবাই সুন্দর একটি ভবিষ্যৎ প্রত্যাশা করে। বৈশাখ আমাদের অনেক প্রত্যাশার। অনেক আশার বাণী শোনা যাবে তার কাছে। আমরা বৈশাখকে স্বাগত জানাই; স্বাগত জানাই নববর্ষকে। শুভ নববর্ষ ১৪১৯।
সকল আন্তর্জাতিক বেতারের কর্মকর্তা, কলা-কুশলী ও শ্রোতাবন্ধুদের জানাই ১৪১৯ বাংলা নববর্ষের শুভেচ্ছা।
দিদারুল ইকবাল
পরিচালক
সাউথ এশিয়া রেডিও ক্লাব
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭,
রোড- ২, মিরপুর, ঢাকা- ১২১৬,
বাংলাদেশ।