2012-04-13 09:13:18 cri

পহেলা বৈশাখ তো সারা পৃথিবীর বাঙালিদের জন্য এক অভিন্ন উত্সব। ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে এটা উদযাপন করা হয়। যেমন বাংলাদেশের বাঙালিরা উদযাপন করে তেমনই ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা আর উড়িষ্যা রাজ্য এবং পৃথিবীর যেখানে বাঙালি জনগোষ্ঠি আছে সেখানেই উদযাপন করা হয়। শুনুন পহেলা বৈশাখ উপলক্ষ্যে এ বিশেষ অনুষ্ঠান। (ইয়াং ওয়েই মিং-স্বর্ণা)
(এই অনুষ্ঠানে শ্রোতাদের শুভেচ্ছা বাণী রয়েছে। সিআরআই মনিটর দিদারুল ইকবাল, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের সদস্যবৃন্দসহ আরো বেশ কয়েকজন শ্রোতাবন্ধু তারা তাদের মত করে শুভেচ্ছা জানিয়েছেন। সিআরআই'র অডিও লিংকটি হচ্ছে- http://bengali.cri.cn/461/2012/04/13/41s122906.htm)
No comments:
Post a Comment