রেডিও তেহরানের অনলাইন পাঠকদের জন্য ষষ্ঠ পর্বের কুইজ দেয়া হলো। এ পর্বের উত্তর পাঠানোর শেষ তারিখ ১৫ জুন। উত্তর অবশ্যই ই-মেইলে পাঠাতে হবে। উত্তরপত্রে প্রতিযোগীর নাম- পূর্ণাঙ্গ ঠিকানা, টেলিফোন নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। উত্তর পাঠানোর ঠিকানা- radio.tehran1983@gmail.com
সঠিক উত্তরদাতাদের সবার নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।
প্রশ্নমালা:
প্রশ্ন-১: সর্বপ্রথম কোন ব্রিটিশ কূটনীতিক ‘পারস্য উপসাগর'-এর নাম বিকৃত করে ‘আরব উপসাগর' ব্যবহার শুরু করেন?
প্রশ্ন-২: মার্কিন সরকার সম্প্রতি কোন ভাইরাস দিয়ে ইরানের পরমাণু স্থাপনায় সাইবার হামলার চেষ্টা করেছিল ?
প্রশ্ন-৩: ‘জ্ঞানের সর্বোচ্চ স্তর হচ্ছে বিনয়'-এটি কার বাণী?
প্রশ্ন-৪: কবে ইসরাইলি বিমান ও নৌবাহিনী মার্কিন গোয়েন্দা জাহাজ ‘ইউএসএস লিবার্টি'র ওপর হামলা চালায় ?
প্রশ্ন-৫: এশিয় গ্রিকো-রোমান যুবকুস্তি প্রতিযোগিতায় সম্প্রতি কোন দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে?
No comments:
Post a Comment