৭০ বছরেরও বেশি সময় ধরে মধ্য লন্ডনের যে বুশ হাউস থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস-এর সংবাদ প্রচারিত হতো , আজ (বৃহস্পতিবার) সেই ভবন থেকে শেষবারের মতো সংবাদ প্রচার হয়েছে।
সারা বিশের লক্ষ লক্ষ মানুষের কাছে বুশ হাউস এবং বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সমার্থক হয়ে উঠেছিল - যার অবসান হলো আজ।
ব্রিটেনের সময় দুপুর বারোটার সংবাদ প্রচারের মধ্যে দিয়ে শেষ হয়ে গেল ঐতিহাসিক বুশ হাউস থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সম্প্রচারের পালা।
৭০ বছর ধরে এই বুশ হাউস থেকে অনুষ্ঠান প্রচারের পর বিবিসি বাংলাও ২০১২০-র মার্চ মাসে উঠে এসেছে লন্ডনেরই কেন্দ্রে অত্যাধুনিক নতুন সম্প্রচার ভবনে, যেখান থেকে এখন বিবিসি ওয়ার্ল্ড সাভিসের সকল অনুষ্ঠানই সম্প্রচার হচ্ছে।
নতুন দপ্তরে বিবিসির অভ্যন্তরীণ রেডিও ও টিভি সংবাদবিভাগ এবং বিবিসি অনলাইন সংবাদ সব বিভাগই একসঙ্গে কাজ করবে।
ওয়ার্ল্ড সার্ভিসের দীর্ঘ যাত্রার সঙ্গে যে বুশ হাউস এতদিন জড়িয়েছিল, সেই ভবন থেকে শেষ সম্প্রচারের ঐতিহাসিক মূহুর্তটা ছিল বুশ হাউসের সংবাদকর্মীদের জন্য আবেগময় একটা মূহুর্ত।
স্মৃতিবিজড়িত এই বুশ হাউসের ইতিহাস সংকলন করেছেন বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষ।
(সূত্র: বিবিসি বাংলা- http://www.bbc.co.uk/bengali/multimedia/2012/07/120712_mb_bushhse_history.shtml)
No comments:
Post a Comment