রেডিও তেহরানের অনলাইন পাঠকদের জন্য ৭ম পর্বের কুইজ দেয়া হলো। এ পর্বের উত্তর পাঠানোর শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। উত্তর অবশ্যই ই-মেইলে পাঠাতে হবে। উত্তরপত্রে প্রতিযোগীর নাম- পূর্ণাঙ্গ ঠিকানা, টেলিফোন নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। উত্তর পাঠানোর ঠিকানা -banglaradio@irib.ir
সঠিক উত্তরদাতাদের সবার নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।
প্রশ্নমালা :
১. ইটের তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার কোনটি?
২. তেহরানে ২৯তম কুরআন প্রতিযোগিতার হেফজ বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারি প্রতিযোগীদের নাম কি?
৩. ইরানের কত জন সংসদ সদস্য রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার নিন্দা জানিয়েছেন?
৪. সিরিয়া ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রস্তাবে কোন কোন দেশ ভেটো দিয়েছে?
৫. ইরানের মাশহাদ শহরে নবীবংশের কোন্ ইমামের মাজার অবস্থিত?
৬. 'উম্মে আবিহা' অর্থ কি? কাকে উম্মে আবিহা বলা হয়?
(বি.দ্র. সবগুলো প্রশ্নের উত্তর রেডিও তেহরানের ওয়েবসাইটে সার্চ করলেই পাওয়া যাবে)
No comments:
Post a Comment