2012-12-14 20:56:35 cri

এখন শুনুন তাঁদের পাঠানো হাইনান ভ্রমণ সম্পর্কিত অনুষ্ঠানের দ্বিতীয়
পর্ব। অনুষ্ঠানটি রেকর্ডিং করেছে পথে পথে। ফলে রেকর্ডিংয়ের পটভূমিতে
সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, হাইনানের লি জাতির লোকসংগীত, এমন কি তাঁরা পাহাড়ে
উঠার সময় কষ্ট করে নিঃশ্বাসের শব্দও রয়েছে।
হয়তো আমরা বেতারের মাধ্যমে হাইনানের সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের
চোখের সামনে পৌঁছে দিতে পারে না। তবে এ রেকর্ডিংয়ের মাধ্যমে আপনারা অবশ্যই
হাইনানে ভ্রমণের বিশেষ মজা অনুভব করতে পারবেন।
তাহলে বন্ধুরা, হাইনান ভ্রমণ সম্পর্কিত দিদারুল ও মুক্তার পাঠানো বিশেষ অনুষ্ঠানের দ্বিতীয় অংশ শুনুন।
No comments:
Post a Comment