চট্টগ্রামের
রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামের প্রখ্যাত সুফী সাধক, পীরে
ত্বরিকত হযরত মাওলানা মোহাম্মদ ছাবের (রহ:) এর ৩৬তম ইছালে ছওয়াব উপলক্ষ্যে গত ৯
এবং ১০ মার্চ শনিবার ও রবিবার অনুষ্ঠিত বাৎসরিক ওরশ শরীফের মেলায় বাংলাদেশের
অন্যতম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব ও রাউজান রাইটার্স ক্লাব
যৌথভাবে এক প্রদর্শনীর আয়োজন করে।
দু’দিন ব্যাপী প্রদর্শনীতে সাউথ এশিয়া রেডিও ক্লাব এর পক্ষ থেকে বাংলাদেশ
বেতার, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই), ভয়েস অব
আমেরিকা (ভিওএ), রেডিও রোমানিয়া ইন্টারন্যাশনাল (আরআরআই), রেডিও তেহেরান (আইআরআইবি),
ডয়চে ভেলে (ডিডাব্লিউ), এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপান, বিবিসি, রেডিও ভেরিতাস
এশিয়া (আরভিএ), রেডিও সৌদিআরব, এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও (এডাব্লিউআর), রেডিও
রাশিয়া, এবিসি রেডিও অস্ট্রেলিয়া, রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনাল (আরটিআই), কেবিএস
ওয়ার্ল্ড রেডিও, রেডিও প্রাগ, রেডিও ফ্রি এশিয়া, বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এবং কমিউনিটি রেডিও
সহ বিভিন্ন আন্তর্জাতিক বেতার ও স্থানীয় বেতারের ম্যাগাজিন, পত্র-পত্রিকা,
ব্যাজ/কোটপিন, কলম, চাবির রিং, ব্যাগ, টি-শার্ট, ক্যাপ, প্যাড, ক্যালেন্ডার,
অনুষ্ঠান সূচী, স্টিকার, ক্যাটালগ, ভ্রমণ গাইড, ভ্রমণ ম্যাপ, পোস্টকার্ড, ভিউকার্ড
ইত্যাদি প্রদর্শন করে এবং স্টল পরিদর্শনে আসা দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ
করে তাদেরকে বেতার শুনার প্রতি আগ্রহী করে তোলা হয়। এছাড়া রাউজান রাইটার্স ক্লাব
তাদের নিজস্ব প্রকাশিত বিভিন্ন বই প্রদর্শন ও বিক্রয় করে।
স্টলে
বিভিন্ন কর্মকান্ড পরিচালনা ও সহযোগিতায় ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
চট্টগ্রামের সমন্বয়কারী, লেখক ও ফ্রিলান্স নূর মোহাম্মদ এবং রাউজান রাইটার্স
ক্লাবের সাধারণ সম্পাদক লেখক ডা:সুপন বিশ্বাস
সহ রাফাতুল আলম রেজভী, মো:নাঈমুদ্দিন, মো:মামুন, মো:আজাদ ও মো:সাব্বির
হোসেন ইমন।
উক্ত
প্রদর্শনী আয়োজন করার জন্য সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও
ক্লাব (সার্ক) এর প্রতিষ্ঠাতা পরিচালক, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)’র বাংলাদেশ মনিটর এবং ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই)’র বাংলাদেশ শুভেচ্ছাদূত দিদারুল ইকবাল।
প্রদর্শনী
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান প্রিয় কাগজ পত্রিকার সহকারী সম্পাদক ও লেখক
মোহাম্মদ মহিউদ্দিন ইমন, শিক্ষানুরাগী আবুল বশর বাবুল, রাউজান প্রেস ক্লাবের সাবেক
সভাপতি সাংবাদিক এম.বেলাল উদ্দিন, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক
এস.এম.ইউসুফ, লেলেংগারা তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস.এম.মুজিব, লেখক
কাজী মো: ইব্রাহীম, মো: গিয়াস উদ্দিন, কে.এম.বাহাউদ্দিন রাহাত, ছড়াকার সাইফুদ্দিন
সাকিব প্রমূখ।
বার্তা
প্রেরক,
(ডা:সুপন
বিশ্বাস)
সাধারণ
সম্পাদক
রাউজান রাইটার্স ক্লাব।
No comments:
Post a Comment