তাছলিমা
আক্তার লিমা: চীনের সাথে বাংলাদেশের
বন্ধুত্ব অনেক পুরনো এবং গভীর। চীন বাংলাদেশের পরীক্ষিত ভালো বন্ধু। চীনের সাথে
বাংলাদেশের মজবুত অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আত্নার সম্পর্ক রয়েছে।
বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে চীনের সহযোগিতা অপরিসীম। আকাশ পথে তথ্য
বিনিময়ের মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কউন্নয়নে চীন আন্তর্জাতিক বেতার
(সিআরআই) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চীনারা নিজেরাই বাংলা ভাষা শিখে আমাদের সাথে
সিআরআই এর মাধ্যমে মৈত্রীর সেতুবন্ধন এগিয়ে নিয়ে যাচ্ছে। এর মধ্যে প্রমানিত হয়
তারা আমাদের মাতৃভাষা বাংলাকে কত সম্মান করে ও ভালোবাসে। এ জন্য আমরা সিআরআই এর
কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানায়। বাংলাদেশে চীন
আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বেতার সংগঠন ‘সিআরআই-
সাউথ এশিয়া রেডিও ক্লাব’ কর্তৃক আয়োজিত “সিআরআই- এর বাংলাদেশী শ্রোতাদের অনুভূতিতে
চীন” শীর্ষক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা
এসব কথা বলেন।
চীন আন্তর্জাতিক বেতার
বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত “আমার চীনা স্বাদ ভালো লাগে” শীর্ষক জ্ঞান যাচাই
প্রতিযোগিতার অংশ হিসেবে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব গত ২৭ জুলাই ২০১৩ খ্রি:
শনিবার হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমু চা বাগানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিশু, কিশোর-কিশোরী ও চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাদের নিয়ে দিনব্যাপী এই বিশাল
সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। যার মাধ্যমে মূলত হবিগঞ্জ জেলায় চীন
আন্তর্জাতিক বেতারের শ্রোতা সংখ্যা বৃদ্ধি এবং চীনা সংস্কৃতি ও বাংলাদেশ-চীন
মৈত্রী সম্পর্কে জানানোর লক্ষ্যে এ ধরনের প্রচারনামূলক কর্মসূচী গ্রহন করে।
ঘনশ্যামপুর সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পুনিল ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য
রাখেন, একই স্কুলের প্রধান শিক্ষক রানা প্রসাদ ঘোষ। তিনি তার বক্তব্যের শুরুতে চীন
আন্তর্জাতিক বেতারের ইতিহাস তুলে ধরেন এবং চীন দেশ ও চীন বেতারের ভূয়সী প্রশংসা
করেন। বক্তব্যের এক পর্যায়ে সিআরআই বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল-কে অনুরোধ জানিয়ে
তিনি বলেন, শীঘ্রই যেন আমু চা বাগানে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের একটি শাখা কার্যালয়
চালু করা হয়। যাতে চা বাগানের স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী কিশোর-কিশোরী,
তরুণ-তরুণীরা দলবদ্ধ হয়ে ক্লাবে একসাথে বসে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান
শুনতে পারে এবং সৃজনশীলতার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটাতে পারে। কারণ চা বাগানের
কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা এ ধরনের অংশগ্রহনমূলক দেশ-বিদেশের যে কোন তথ্য
মাধ্যমের সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত। এসময় উপস্থিত সকলে মুহুর মুহুর
করতালির মাধ্যমে তার প্রস্তাবে সমর্থন দেন।
চীন আন্তর্জাতিক
বেতারের বাংলাদেশ মনিটর এবং সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল
ইকবাল তার বক্তৃতায় চীনের অর্থনৈতিক অগ্রগতি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-কারখানা,
সাহিত্য ও সংস্কৃতি, কৃষ্টি-কালচার, ঐতিহ্য, পর্যটন এবং বাংলাদেশের সাথে গভীর
সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন, চীন আন্তর্জাতিক বেতারের কল্যাণে
বাংলাদেশের তৃণমূল পর্যায়ের মানুষ ছোট্ট একটি রেডিও অথবা এফএম মোবাইল ফোনের
মাধ্যমে অতি সহজে চীন ও বিশ্ব সম্পর্কে জানতে পারছে। তিনি চা বাগানে বসবাসরত সকলকে
চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনার আহবান জানান এবং চিঠি, ই-মেইল অথবা
ফোনের মাধ্যমে মতামত জানানোর অনুরোদ করেন। এছাড়া তিনি চা বাগানের মেধাবী স্কুল ও
কলেজ পড়ুয়া শিক্ষার্থী কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা যাতে এক জায়গায় বসে চীন বেতারের
অনুষ্ঠান শুনতে পারে এবং দেশ-বিদেশের বিভিন্ন তথ্য, সংস্কৃতি সম্পর্কে জেনে সাধারণ
জ্ঞান বাড়ানোর পাশাপাশি সৃজনশীল মেধার চর্চা করতে পারে তার জন্যে সেখানে সিআরআই-
সাউথ এশিয়া রেডিও ক্লাবের শাখা কার্যালয় চালু করার প্রস্তাবটি বাস্তবায়ন করা হবে
বলে জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের
মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মহিলা
মেম্বার ববিতা রাণী কর্মকার; আমু চা বাগান শ্রমিক ইউনিয়নের সম্পাদক প্রদীপ শীল;
শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের সিনিয়র রোভার স্কাউট লিডার মো:আকরামুল ইসলাম; স্থানীয়
ব্রাক স্কুলের শিক্ষক রতন তাঁতী; কনিকা গোয়ালা; বীনা দাশ বৃষ্টি; সুলেখা রাজবল্লভ
প্রমূখ। এছাড়া দিনব্যাপী এই বিশাল সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে
সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, পঞ্চায়েতের নেতা, চা বাগানের কর্মচারীসহ প্রায় ছয়
শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।
আমু চা বাগানের নাচঘর
প্রাঙ্গনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থানীয় বিভিন্ন স্কুলের
ছাত্র-ছাত্রীরা ৫টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এর মধ্যে ছেলেদের ১০০
মিটার দৌড় প্রতিযোগিতায় ২০ জন প্রতিযোগী, মেয়েদের ১০০ মিটার দৌড়ে ২০ জন প্রতিযোগী,
ছোট ছেলে-মেয়েদের বিস্কিট দৌড়ে ২২ জন প্রতিযোগী, ছেলে-মেয়েদের একক নাচে ৩৫ জন
প্রতিযোগী এবং একক গান বা ছড়া গান প্রতিযোগিতায় ২১ জন প্রতিযোগীসহ সর্বমোট ১১৮ অংশগ্রহন
করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বপালন করেন, আদিত্য রাজ বল্লভ; মুকেশ কর্মকার;
বিশ্ব রাজ এবং রতন তাঁতী।
প্রতিযোগিতার ৫টি
ইভেন্টে যারা বিজয়ী হয়েছে তারা হলো, ছেলেদের ১০০ মিটার দৌড়ে প্রথম- জয় বাউরী;
দ্বিতীয়- সমিরন মহালী; তৃতীয়- আকাশ ঝরা; মেয়েদের ১০০ মিটার দৌড়ে প্রথম- লিপি
কর্মকার; দ্বিতীয়- সুমিত্রা উরাং; তৃতীয়- নিলতী উরাং; ছোট ছেলে-মেয়েদের বিস্কিট
দৌড়ে প্রথম- জুঁই শুক্ল বৈদ্য; দ্বিতীয়- সোনালী মহালী; তৃতীয়- দিপ্ত ঝরা;
ছেলে-মেয়েদের একক নৃত্যে প্রথম- সনজিতা তন্তবায়; দ্বিতীয়- অপর্ণা গোয়ালা; তৃতীয়-
জনি মহালী; ছেলে-মেয়েদের একক গান/ছড়া গান প্রতিযোগিতায় প্রথম- সাবিত্রী তাঁতী;
দ্বিতীয়- নীরব মহালী; এবং তৃতীয়- দীপিকা রায়।
প্রতিযোগিতা শেষে
বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে মূল্যবান ট্রফি প্রদান করেন, চীন আন্তর্জাতিক
বেতারের বাংলাদেশ মনিটর এবং সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল
ইকবাল; ঘনশ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা প্রসাদ ঘোষ; ২নং
আহম্মদাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মহিলা মেম্বার ববিতা রাণী কর্মকার; আমু চা বাগান
শ্রমিক ইউনিয়নের সম্পাদক প্রদীপ শীল এবং শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের সিনিয়র রোভার
স্কাউট লিডার মো:আকরামুল ইসলাম।
তাছলিমা আক্তার লিমা
উপ-পরিচালক ও ঢাকা জেলা
সভাপতি
সিআরআই- সাউথ এশিয়া
রেডিও ক্লাব
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০১৩-০৭-২৮
No comments:
Post a Comment