From left to right: Dr. A.T.M Asaduzzaman and Dr. Mehedi Hasan, Assistant Professor of Comilla Victoria Govt. College, Md.Asad Ullah, Regional Director of Bangladesh Betar Comilla and Didarul Iqbal, Founder Director of South Asia Radio Club also Bangladesh Monitor of China Radio International (CRI).
বিশ্ব বেতার দিবস ২০১৪
উপলক্ষ্যে বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্র “বিশ্ব বেতার দিবস ও বাংলাদেশ বেতার”
শীর্ষক বিশেষ এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো: আসাদ উল্লাহের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক ড. এটিএম আসাদুজ্জামান ও ড. মেহেদী হাসান এবং সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ও চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল।
আলোচনা অনুষ্ঠানে বিশ্ব বেতার দিবসের তাৎপর্য, আধুনিক তথ্য প্রযুক্তির যুগে বেতারের প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ, সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, সমাজে বেতারের ভূমিকা ও প্রভাব এবং আলোচকদের ব্যক্তিগত জীবনে বেতারের প্রভাব সংক্রান্ত স্মৃতিচারণমূলক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো: আসাদ উল্লাহের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক ড. এটিএম আসাদুজ্জামান ও ড. মেহেদী হাসান এবং সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ও চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল।
আলোচনা অনুষ্ঠানে বিশ্ব বেতার দিবসের তাৎপর্য, আধুনিক তথ্য প্রযুক্তির যুগে বেতারের প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ, সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, সমাজে বেতারের ভূমিকা ও প্রভাব এবং আলোচকদের ব্যক্তিগত জীবনে বেতারের প্রভাব সংক্রান্ত স্মৃতিচারণমূলক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি ১২ ফেব্রুয়ারি বিকেলে রেকর্ডিং করা হয় এবং ১৩ ফেব্রুয়ারি বিশ্ব
বেতার দিবসে বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্র থেকে সম্প্রচার করা হবে।
No comments:
Post a Comment