১১ এপ্রিল
২০১৪ বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত হয় ভয়েস অব আমেরিকা
বাংলা বিভাগের ৫৬ বছর পূর্তি অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশে ভয়েস অব
আমেরিকা ফ্যান ক্লাব সমূহের সমন্বয়কারী ও ভিওএ বাংলাদেশ সংবাদাতা এসএম জহুরুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাবেক
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহাবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, আমেরিকান সেন্টারের প্রধান
বিরাজ লাভিয়া, বাংলাদেশ বেতারের চিফ নিউজ প্রেজেন্টার রেহানা পারভিন।
প্রধান
অতিথির বক্তব্যে মাহাবুবুল আলম বলেন, ভিওএ বাংলা বিভাগের অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন
স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের অনুপ্রাণিত করে।
ভয়েস অব
আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার বলেন, বাঙালি নয়, সারা বিশ্বের
বাংলাদেশিদের মনের কথা তুলে ধরাই ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের কাজ। তিনি
শ্রোতাদের যেকোন মতামত গুরুত্বের সাথে তুলে ধরার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের
মধ্যে উপস্থিত ছিলেন, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের বাংলাদেশ সংবাদাতা আমির খসরু
মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় ভিওএ ফ্যান ক্লাবের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী, সৃষ্টি
ভিওএ ফ্যান ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম পিটু, গাজীপুর জেলা ভিওএ ফ্যান ক্লাবের
সভাপতি শেখ নাজিম উদ্দিন, সিলেট বিভাগীয় ভিওএ ফ্যান ক্লাবের সভাপতি মো:নাহিদ
উদ্দিন জুয়েল, বরিশাল বিভাগীয় ভিওএ ফ্যান ক্লাবের সভাপতি মো:মোস্তফা কামাল, সাউথ
এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা মহাপরিচালক দিদারুল ইকবাল, অ্যাডভোকেট তানভির উল
ইসলাম সিদ্দিকী প্রমূখ।
অনুষ্ঠানে ভয়েস
অব আমেরিকা ফ্যান ক্লাবের পক্ষ থেকে চিকিৎসায় ডা. সাহেদুল ইসলাম কাওসার, সমাজসেবায়
নূর আহমেদ, আইন পেশায় অ্যাডভোকেট মো:সাইফুর রহমান, সফল ব্যবসায়ী নূর নবী ভূঁইয়া
লিটন, শিক্ষাক্ষেত্রে এমএ হায়দার টিপু, সফল চেয়ারম্যান হারুন মজুমদার, যুদ্ধাহত
মুক্তিযোদ্ধা মো:বদরুদ্দোজা চৌধুরী, বিদ্যুৎ উন্নয়নে ইঞ্জিনিয়ার এসএম নূর উদ্দিন,
সমাজ উন্নয়নে আবু সাঈদ, মানবাধিকারে হাবীব আহসান, বৈদেশিক কর্মসংস্থানে মো:জহিরুল
ইসলাম সরকার ও যুব সংগঠক হিসেবে লিয়াকত আলী আরমান বাঙালিকে সম্মাননা প্রদান করা
হয়।
অনুষ্ঠানটির
উপস্থাপনা করেন, দেশ টিভি-র সংবাদ পাঠক আব্দুল জাবেদ কারদার।
উল্লেখ্য বর্তমানে ভয়েস অব আমেরিকা থেকে ৪৫টি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করা হয়ে থাকে।
উল্লেখ্য বর্তমানে ভয়েস অব আমেরিকা থেকে ৪৫টি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করা হয়ে থাকে।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিশিষ্ট সাংবাদিক ও সাবেক
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহাবুবুল আলম (বাম থেকে ৩য়)।
বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ভয়েস অব
আমেরিকা (ভিওএ) বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার।
চিকিৎসা ক্ষেত্রে অবদানের
জন্য ডা. সাহেদুল ইসলাম কাওসার-কে ভিওএ ফ্যান ক্লাবের পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান
করছেন আমেরিকান সেন্টারের প্রধান বিরাজ লাভিয়া।
সমাজসেবায় অবদানের জন্য নূর
আহমেদ-কে ভিওএ ফ্যান ক্লাবের পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান করছেন সাংবাদিক ও
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহাবুবুল আলম।
আইন পেশায় অবদানের জন্য অ্যাডভোকেট
মো:সাইফুর রহমান-কে ভিওএ ফ্যান ক্লাবের পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান করছেন ভয়েস
অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার।
যুক্তরাষ্ট্র প্রবাসী ভিওএ
ফ্যান ক্লাবের সংগঠক ও সাংবাদিক আকবর হায়দার কিরণের পক্ষ থেকে ভয়েস অব আমেরিকা
বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার-কে সংবর্ধনা স্মারক প্রদান করছেন অ্যাডভোকেট
তানভির উল ইসলাম সিদ্দিকী।
গ্রুপ ছবিতে বাম থেকে জামিল
আহমেদ, দেশ টিভি-র সংবাদ পাঠক আব্দুল জাবেদ কারদার, সাউথ এশিয়া রেডিও ক্লাবের
প্রতিষ্ঠাতা মহাপরিচালক দিদারুল ইকবাল, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান
রোকেয়া হায়দার, সৃষ্টি ভিওএ ফ্যান ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম পিটু, বাংলাদেশে
ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব সমূহের সমন্বয়কারী ও ভিওএ বাংলাদেশ সংবাদাতা এসএম
জহুরুল আলম, ডা. সাহেদুল ইসলাম কাওসার এবং শ্রোতা প্রতিনিধিবৃন্দ।
বিশেষ মূহুর্তে বাংলাদেশে
ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব সমূহের সমন্বয়কারী ও ভিওএ বাংলাদেশ সংবাদাতা এসএম
জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার এবং সাউথ এশিয়া
রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা মহাপরিচালক দিদারুল ইকবাল (বাম থেকে ১ম, ২য় এবং ৪র্থ)।
বিশেষ মূহুর্তে বাম থেকে সাউথ
এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা মহাপরিচালক দিদারুল ইকবাল, গাজীপুর জেলা ভিওএ
ফ্যান ক্লাবের সভাপতি শেখ নাজিম উদ্দিন এবং সিলেট বিভাগীয় ভিওএ ফ্যান ক্লাবের
সভাপতি মো:নাহিদ উদ্দিন জুয়েল।
বিশেষ মূহুর্তে বাম থেকে গাজীপুর
জেলা ভিওএ ফ্যান ক্লাবের সভাপতি শেখ নাজিম উদ্দিন, সাউথ এশিয়া রেডিও ক্লাবের
প্রতিষ্ঠাতা মহাপরিচালক দিদারুল ইকবাল, সিলেট বিভাগীয় ভিওএ ফ্যান ক্লাবের সভাপতি
মো:নাহিদ উদ্দিন জুয়েল এবং নারায়নগঞ্জ জেলা ভিওএ ফ্যান ক্লাবের মো:মাহমুদুল হাসান।
No comments:
Post a Comment