বন্ধুদের পাঠানো মতামত:
‘টপ গেম কুইজে' বিজয়ী বন্ধু আবিদা সুলতানা ডালিয়া তাঁর মতামত জানিয়েছেন এভাবে,
‘‘আমার শুভেচ্ছা নেবেন৷ আমি নিয়মিত আপনাদের ওয়েবসাইট ভিজিট করি এবং অন্বেষণ
কুইজ ও বিশ্বকাপ উপলক্ষ্যে প্রতিদিনের টপ গেম কুইজে অংশ নিয়ে থাকি৷ আমি
ঠাকুরগাঁও সরকারি কলেজে বিএ (পাস) কোর্সে শেষ বর্ষে পড়ছি৷ গত ২১শে জুন ‘টপ
গেম' কুইজে আমি বিজয়ী হয়েছি দেখে খুব খুশি হয়েছি এবং আমার কলেজের বন্ধুরাও
অনেক খুশি হয়েছে৷ আমি তাদেরকেও আপনাদের ওয়েবসাইট ভিজিট করতে এবং
প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহ দিয়ে যাচ্ছি৷'' আবিদা সুলতানা ডালিয়া,
প্রযত্নে: মো.সিরাজুল ইসলাম, গ্রাম নিশ্চিন্তপুর, পোস্ট-থানা-জেলা
ঠাকুরগাঁও - ৫১০০, বাংলাদেশ৷
এবার বেশ কয়েকটি ই-মেল পাঠিয়েছেন শিবগঞ্জ থেকে এমএ, বারিক৷ তিনি লিখেছেন,
‘‘আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন৷ জার্মানি ঘানার সাথে ড্র করাতে আমি খুব
কষ্ট পেয়েছি৷ আমি আশাকরি জার্মানি পরের খেলায় জিতবে৷ এখন থেকে জার্মান দলকে
আরো সাবধান হতে হবে৷''
তিনি আরো লিখেছেন, ‘‘কিছু নিয়ম মেনে চলুন, ক্যানসারকে দূরে রাখুন''
শিরোনামের ছবিঘরটি আমার দারুণ লেগেছে৷ এ ধরণের প্রতিবেদনের জন্য
ডিডাব্লিউকে অনেক অনেক ধন্যবাদ৷ আর একটি প্রতিবেদন ছিল এরকম....বিশেষজ্ঞদের
আশঙ্কা, ২০১৬ সালে ওষুধের মূল্য এমন অবস্থায় যেতে পারে যে, সব মানুষের
পক্ষে হয়ত সব ওষুধ কেনা সম্ভব হবে না৷ এই প্রতিবেদনটি পড়ে আমার এমনটাই মনে
হলো যে, সামনের দিনগুলিতে গরিব মানুষের হয়ত অর্থাভাবে বিনা চিকিৎসায় মরতে
হবে৷ তাই উন্নত দেশগুলোকে এই শ্রেণির মানুষের সুবিধার জন্য এখন থেকেই ভাবতে
হবে৷ নয়ত বিনা চিকিৎসায় মৃত্যুই হবে এদের একমাত্র কারণ৷ ডয়চে ভেলেকে এ
বিষয়ে বেশি বেশি প্রচারণা চালাতে হবে, যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও উন্নত দেশগুলোর টনক নড়ে৷''
‘‘জীবনে একবারও মাথাব্যথা হয়নি এমন মানুষ হয়ত খুঁজে পাওয়া যাবে না....তাই ‘মাথাব্যথার কারণ ও লাঘবের উপায়' শিরোনামের ছবিঘরের তথ্যগুলো পড়ে আমার মনে হচ্ছে ডয়চে ভেলে পাঠকদের জন্য খুব চিন্তা করে৷ চিন্তা করে আমরা যাতে সুস্থ থাকি৷ তাই বলা যায় – ডয়চে ভেলে কখনো ডাক্তার, কখনো শিক্ষক, আবার কখনো বন্ধু হিসাবে আমাদেরকে পরামর্শ দিয়েই চলেছে৷ শুধু তাই নয়, বিনোদন জগতের খবরগুলোও আমাদের মতো পাঠকদের কাছে পৌঁছে দিতে ডয়চে ভেলে বদ্ধপরিকর৷ তাছাড়া, সর্বশেষ নিউজ আপডেট তো থাকছেই৷ দর্শক পাঠকদের উৎসাহ দিতে ডয়চে ভেলের রয়েছে বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতা৷ এতে পুরস্কারের মানও কম নয়৷ এত সব আয়োজন শুধু আমাদের জন্যই!'' এমএ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ৷
- মতামত ও কুইজে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ৷ পাঠক বন্ধুদের জানানো
মতামত, পরামর্শ বা গঠনমূলক সমালোচনা সব সময়ই আমাদের কাম্য৷ এভাবেই সাথে
থাকবেন – এটাই আমাদের অনুরোধ৷
সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ
No comments:
Post a Comment