বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত “বনফুলের গান” অনুষ্ঠানের
কুইজ পর্বে অংশ নিয়ে বিজয়ী হয়েছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর চট্টগ্রামের সন্দ্বীপ
উপজেলা শাখার নির্বাহী সদস্য শারমিন আক্তার। কোন বেতার থেকে পাওয়া এটা তাঁর সর্ব
প্রথম পুরস্কার।
গত ২৪ জুলাই ২০১৪ বুধবার সে ডাক বিভাগের মাধ্যমে পুরস্কার হাতে পেয়েছে।
পুরস্কার হিসেবে ছিল বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদের
স্বাক্ষরিত একটি অভিনন্দনপত্র (সূত্র নং: ১৫.৫৩.০০০০.০১৭.৭৮.০৪৯.১২-১২১, তারিখ:২০.০৭.২০১৪) এবং একশত টাকা মূল্যের ৩টি জাতীয় প্রাইজ বণ্ড (বিভাগ: খড-০২১৯২৫৯, খড-০২১৯২৬০
এবং খড-০২১৯২৬১)।
বিজয়ী বন্ধুকে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) পরিবারের পক্ষ থেকে
অভিনন্দন।
উল্লেখ্য
“বনফুলের গান” অনুষ্ঠানটি ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ বেতার, ঢাকা থেকে প্রতি
শনিবার সকাল ৮:১০ মিনিটে প্রচারিত হচ্ছে।
জাতীয় প্রাইজ বণ্ড |
খাম |
যোগাযোগ ঠিকানা:
নির্বাহী সদস্য
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
সন্দ্বীপ উপজেলা শাখা
মানিক মিয়ার বাড়ী
উত্তর-পূর্ব হরিশপুর
সন্দ্বীপ,
চট্টগ্রাম- ৪৩০০।
No comments:
Post a Comment