Friday, August 29, 2014
Tuesday, August 26, 2014
Celebrating the 5th Anniversary of CRI-SMF Confucius Classroom and CRI-DU Cooperation
কনফুসিয়াস ইনস্টিটিউট হেডকোয়াটার’স-এর এক দশক ও সিআরআই-এসএমএফ
কনফুসিয়াস ক্লাসরুমের ৫ বছর পূর্তি উপলক্ষে ২৬ আগস্ট ২০১৪ মঙ্গলবার ঢাকা
বিশ্ববিদ্যালয়ের নাট-মন্ডল মিলনায়তনে এক আনন্দঘন উদযাপনী আনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের
থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিস বিভাগ।
(বিস্তারিত সংবাদ দেখতে ক্লিক করুন হাইলাইট করা শিরোনামটির উপর: “সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের ৫ বছর পূর্তি উদযাপিত”)
(বিস্তারিত সংবাদ দেখতে ক্লিক করুন হাইলাইট করা শিরোনামটির উপর: “সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের ৫ বছর পূর্তি উদযাপিত”)
মঞ্চে বাম থেকে বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী
আখতার উদ্দিন আহমেদ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ এন্ড টেকনোলজির
উপাচার্য ড. শামসুল হক, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুইন, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাবি থিয়েটার এন্ড
পারফরমেন্স স্টাডিস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলাম, চীনে নিযুক্ত
বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ এবং সিআরআই বাংলা বিভাগের প্রধান ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চেয়ারম্যান
মাদাম ইউ কোয়াং ইউয়ে (আনন্দি)।
মঞ্চে বাম থেকে সিআরআই দক্ষিণ এশিয়া বিভাগের
উপ-পরিচালক ও নেপাল বিভাগের প্রধান মাদাম জাং ইয়ুয়ে (বর্ষা), বাংলাদেশ বেতারের
মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ
এন্ড টেকনোলজির উপাচার্য ড. শামসুল হক, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি
জুইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং ঢাবি
থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
বক্তব্য রাখছেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুইন।
বক্তব্য রাখছেন, ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক।
বক্তব্য রাখছেন, সিআরআই বাংলা বিভাগের প্রধান ইউ
কোয়াং ইউয়ে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুইন-এর
হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
আ আ ম স আরেফিন সিদ্দিক।চীনের রাষ্ট্রদূত লি জুইন-এর হাত থেকে সম্মাননা গ্রহণ করছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য ড.শামসুল হক।
চীনের রাষ্ট্রদূত লি জুইন-এর হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ-কে বাংলায় চীনা ভাষা শেখার বই উপহার দিচ্ছেন, সিআরআই দক্ষিণ এশিয়া বিভাগের উপ-পরিচালক ও নেপাল বিভাগের প্রধান মাদাম জাং ইয়ুয়ে (বর্ষা)।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ এন্ড টেকনোলজির উপাচার্য ড. শামসুল হক-কে বাংলায় চীনা ভাষা শেখার বই উপহার দিচ্ছেন, সিআরআই দক্ষিণ এশিয়া বিভাগের উপ-পরিচালক মাদাম জাং ইয়ুয়ে (বর্ষা)।
ঢাবি থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলাম-কে বাংলায় চীনা ভাষা শেখার বই উপহার দিচ্ছেন, সিআরআই দক্ষিণ এশিয়া বিভাগের উপ-পরিচালক জাং ইয়ুয়ে (বর্ষা)।
চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ-কে বাংলায় চীনা ভাষা শেখার বই উপহার দিচ্ছেন, সিআরআই দক্ষিণ এশিয়া বিভাগের উপ-পরিচালক ও নেপাল বিভাগের প্রধান মাদাম জাং ইয়ুয়ে (বর্ষা)।
চীনা কুংফু পরিবেশন করছেন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষক মাদাম চৌ ইউ ওয়েন এবং তার শিক্ষার্থীরা।
মূকাভিনয় পরিবেশন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের চীনা ভাষা বিভাগের শিক্ষার্থীরা।
চীনের গণমাধ্যম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় বাংলাদেশি লোকনৃত্য।
চীনের বিশেষ ললিতকলা ময়ূর নাচ পরিবেশন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের চীনা ভাষা বিভাগের শিক্ষার্থীরা।
চীনা লোকগান পরিবেশন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিস বিভাগের শিক্ষার্থীরা।
গ্রুপ ছবিতে অতিথিদের সাথে চীনা ভাষা শিক্ষার শিক্ষার্থীরা।
সিআরআই বাংলা বিভাগের পরিচালক ইউ কোয়াং ইউয়ে
(আনন্দি)-কে সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দিয়ে
শুভেচ্ছা জানাচ্ছেন ক্লাবের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল।সিআরআই দক্ষিণ এশিয়া বিভাগের উপ-পরিচালক ও নেপাল বিভাগের প্রধান মাদাম জাং ইয়ুয়ে (বর্ষা)-কে সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ক্লাবের ভাইস চেয়ারম্যান মো: ওসমান গণী।
সিআরআই আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের কর্মকর্তা মাদাম কাও ফেই-কে সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ক্লাবের যুগ্ম মহাসচিব ও সিআরআই বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল।
গ্রুপ ছবিতে বাম থেকে সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মো: ওসমান গণী, সিআরআই দক্ষিণ এশিয়া বিভাগের উপ-পরিচালক ও নেপাল বিভাগের প্রধান মাদাম জাং ইয়ুয়ে (বর্ষা), সিআরআই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং ইউয়ে (আনন্দি), সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক লিয়াং লিলিং (লতা), সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল, ক্লাবের যুগ্ম মহাসচিব ও সিআরআই বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল এবং সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের বাংলাদেশ পরিচালক ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ এন্ড টেকনোলজির প্রোক্টর ড. গোলাম মোস্তফা।
গ্রুপ ছবিতে বাম থেকে মাহমুদ হাশিম, মাদাম কাও ফেই, মো: ওসমান গণী, মাদাম জাং ইয়ুয়ে (বর্ষা), মাদাম ইউ কোয়াং ইউয়ে (আনন্দি), লিয়াং লিলিং (লতা), সৈয়দ রেজাউল করিম বেলাল, দিদারুল ইকবাল, ড. গোলাম মোস্তফা, লুৎফর রহমান এবং মহিউদ্দিন তাহের।
সিআরআই প্রতিনিধিদের সাথে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষক ও পরিচালকবৃন্দ।
Update by,
Didarul Iqbal
Bangladesh Monitor
China Radio International (CRI)
Subscribe to:
Posts (Atom)