কনফুসিয়াস ইনস্টিটিউট হেডকোয়াটার’স-এর এক দশক ও সিআরআই-এসএমএফ
কনফুসিয়াস ক্লাসরুমের ৫ বছর পূর্তি উপলক্ষে ২৬ আগস্ট ২০১৪ মঙ্গলবার ঢাকা
বিশ্ববিদ্যালয়ের নাট-মন্ডল মিলনায়তনে এক আনন্দঘন উদযাপনী আনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের
থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিস বিভাগ।
এসময় চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের
কর্মকর্তা মাদাম কাও ফেই, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক লিয়াং
লিলিং (লতা), বাংলাদেশ পরিচালক ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ এন্ড
টেকনোলজির প্রোক্টর ড. গোলাম মোস্তফা, সিআরআই বাংলা বিভাগের সাবেক বিশেষজ্ঞ ও
সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের কনসালটেন্ট শিক্ষক মহিউদ্দীন তাহের, সাবেক
বিশেষজ্ঞ ও বর্তমান বাংলাদেশ প্রতিনিধি মাহমুদ হাশিম, সাবেক প্রথম বাংলাদেশ
প্রতিনিধি ও সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম
বেলাল, সাবেক বিশেষজ্ঞ সাইদুর রহমান লিপন, বাংলাদেশ মনিটর ও সিআরআই লিসনার্স ক্লাব
অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব দিদারুল ইকবাল, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের
ভাইস চেয়ারম্যান মো: ওসমান গণীসহ বাংলাদেশ ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুইন বলেন, চীনের সাহিত্য,
সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বের সর্বত্র খুবই জনপ্রিয়। চীনের ভাষা, সাহিত্য, সংস্কৃতি,
ঐতিহ্য, ইতিহাস, সমাজ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশি
শিক্ষার্থীরাও আকৃষ্ট হচ্ছে এবং তারা কৃতিত্বের সাথে শিক্ষা গ্রহণ করছে। তিনি আরো
বলেন, কনফুসিয়াস ক্লাসরুমের মাধ্যমে চীনা ভাষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখছে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম। চীন সরকারের এ কার্যক্রম আরো
জোরদার করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক
বলেন, চীন একটি মহান জাতি, চীনের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শিখবার আছে। দুই
দেশের ভাষা ও সংস্কৃতির আদান প্রদানের মাধ্যমে দুদেশই লাভবান হবে।
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর দক্ষিণ এশিয়া বিভাগের উপ-পরিচালক ও
নেপাল বিভাগের প্রধান মাদাম জাং ইয়ুয়ে (বর্ষা) অতিথিদের ক্রেস্ট এবং বাংলায় চীনা
ভাষা শিক্ষার বই উপহার দেন। বাংলা বিভাগের প্রধান ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস
ক্লাসরুমের চেয়ারম্যান মাদাম ইউ কোয়াং ইউয়ে (আনন্দি)কনফুসিয়াস ক্লাসরুমের সাফল্যে
সার্বিক সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
আলোচনা অনুষ্ঠান শেষে চীনের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে চীনা ও বাংলাদেশের
শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। চীনা কুংফু পরিবেশন করেন, সিআরআই-এসএমএফ
কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষক মাদাম চৌ ইউ ওয়েন এবং তার শিক্ষার্থীরা। সী মি ফ্লাই শিরোনামে
একটি মিষ্টি চীনা গান পরিবেশন এবং চীনা
চিত্রকলার আকর্ষণীয় উপাদান বাশেঁর চিত্রকলা তৈরী করে দেখান একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী
জান্নাত আরা হেরা ও নিয়াজ আহমেদ হাসিব। চীনের গণমাধ্যম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
পরিবেশন করেন একটি বাংলাদেশি লোকনৃত্য ও গান।
চীনের বিশেষ ললিতকলা ময়ূর নাচ এবং মূকাভিনয় পরিবেশন করেছেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের চীনা ভাষা বিভাগের শিক্ষার্থীরা। এবং
সর্বশেষ চীনা লোকগান পরিবেশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স
স্টাডিস বিভাগের শিক্ষার্থীরা।
চীনা
ভাষায় অনুষ্ঠানটি উপস্থাপনা করে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের ছাত্র শায়ের
শাবাব উৎস (সিআরআই বাংলা বিভাগের সাবেক বিশেষজ্ঞ মহিউদ্দীন তাহের-এর পুত্র) এবং
বাংলায় উপস্থাপনা করে নওরীন।
No comments:
Post a Comment