গত ৩১ জানুয়ারি ২০১৫, শনিবার রাত ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৭ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন রেখে যান।
এক বিবৃতির মাধ্যমে সাউথ এশিয়া রেডিও ক্লাবের মহাপরিচালক ও চীন আন্তর্জাতিক বেতারের বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল জহিরুল ইসলাম-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
১ ফেব্রুয়ারি বাদ যোহর দুপুর ২টায় রহমতপুর তালতলী ৩৩নং কাজীরখিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কালাপানিয়া হেদায়েতুল ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো: নাজমুল করিম মরহুমের নামাজে জানাজা পড়ান। সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর মহাপরিচালক ও চীন আন্তর্জাতিক বেতারের বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল, মরহুমের পরিবারের সদস্য, আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ এ জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকেঁ রহমতপুর তালতলী জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়।
সংবাদদাতা,
রিনা বেগম
উপজেলা শাখা সভাপতি
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
সন্দ্বীপ উপজেলা শাখা, চট্টগ্রাম।
No comments:
Post a Comment