“তিন গ” বাংলাদেশে বেসরকারী টেলিভিশন চ্যানেল
এসএটিভি’র একটি সাপ্তাহিক টক-শো। যা টেলিকাস্ট হয় প্রতি বৃহস্পতিবার রাত ১১টায় এবং
পুন:প্রচার হয় শুক্রবার সকাল ৮টায়।
সায়ফুল হুদা’র উপস্থাপনায় ৪৫তম পর্বে “ভূমিকম্পে
আমাদের করণীয়” শীর্ষক বিষয়ের উপর আলোচনা করতে অনুষ্ঠানের প্রথম অংশে অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, ড. সৈয়দ হুমায়ুন আখতার, অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগ, ঢাকা
বিশ্ববিদ্যালয় এবং মেজর এ.কে.এম. শাকিল নেওয়াজ, পরিচালক, অপারেশন এন্ড মেনটেনেন্স,
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স।
দ্বিতীয় অংশে অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এস.এম. শামীম রেজা
এবং বেসরকারী টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি’র বার্ত পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা।
প্যানেল আলোচকদের সাথে দর্শকপর্বে অংশ নিয়েছেন চীন
আন্তর্জাতিক বেতারের বাংলাদেশ মনিটর এবং সাউথ এশিয়া রেডিও ক্লাবের মহাপরিচালক
দিদারুল ইকবাল এবং অন্যান্য শ্রেণী পেশার ১৫ জন দর্শক।
“তিন গ” এর ৪৫তম পর্বটি ২০ মে ২০১৫, বুধবার
সন্ধ্যা ৭:৩০টায় গুলশানস্থ এসএটিভি’র স্টুডিওতে রেকর্ডিং করা হয়েছে।
আলোচনা অনুষ্ঠানের ২টি অংশেই প্যানেল আলোচকদের
কাছে চীন আন্তর্জাতিক বেতারের বাংলাদেশ মনিটর এবং সাউথ এশিয়া রেডিও ক্লাবের
মহাপরিচালক দিদারুল ইকবাল এর প্রশ্ন রয়েছে।
অনুষ্ঠানটির গবেষণা ও সমন্বয় করেছেন, নাজমুল হক
এবং প্রযোজনা করেছেন, রেজাউল করীম রেজা।
২১/০৫/২০১৫, বৃহস্পতিবার রাত ১১টায় অনুষ্ঠানটি
দেখার জন্য সবাইকে আমন্ত্রন জানাচ্ছি।
তাছলিমা আক্তার লিমা
উপ-পরিচালক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
No comments:
Post a Comment