কিশোর কিশোরীদের জন্য
ধারাবাহিক নাটক- “স্বপ্ন ডানায় আমরা”, এছাড়া নাটক নিয়ে কৈশরের অগ্রদূত শ্রোতা
ক্লাবের আলোচনা এবং কুইজ।
পর্ব: ২৪ (চব্বিশ)
প্রচার তারিখ ও সময়:
১৭/০৭/২০১৫, শুক্রবার, বিকেল-
৪:৩৫
প্রচার স্থান ও
ফ্রিকোয়েন্সি:
বাংলাদেশ বেতার, চট্টগ্রাম: মধ্যম তরঙ্গ ৩৪৩.৬৪ মিটার ৮৭৩ কিলোহার্জ এবং এফএম ৮৮.৮ মেগাহার্জ (বিশেষ প্রয়োজনে এফএম ১০৩ মেগাহার্জ)।
২৪তম কুইজ পর্বের প্রশ্ন:
টিটি টিকা কয়টি ডোজ নিতে
হয়?
(ক) ৩টি
(খ) ৫টি
(সঠিক উত্তরদাতাদের
মধ্য থেকে লটারীর মাধ্যমে ৪ জনকে বিজয়ী করা হবে।)
উত্তর পাঠানোর শেষ তারিখ:
২৩/০৭/২০১৫,
বৃহস্পতিবার
উত্তর পাঠনেোর ঠিকানা:
স্বপ্ন ডানায় আমরা
২৪তম পর্ব
প্রযত্নে: আঞ্চলিক
পরিচালক
বাংলাদেশ বেতার,
চট্টগ্রাম।
২৩তম কুইজ পর্বের সঠিক
উত্তর:
গর্ববতী মা ও গর্বের
শিশুর সুস্থ্যতার জন্য গর্ববতীকে খেতে হবে- (ক) পুষ্টিকর খাবার।
২৩তম পর্বের সঠিক
উত্তরদাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে যে ৪ জন শ্রোতা বিজয়ী হয়েছেন, তারা হলেন:
(১) উম্মে সালমা, সাউথ এশিয়া
রেডিও ক্লাব, সন্দ্বীপ উপজেলা শাখা, সন্দ্বীপ, চট্টগ্রাম।
(২) মহব্বত উল্ল্যাহ, ইদ্রিস
কেরানীর বাড়ী, বাকলিয়া, চট্টগ্রাম।
(৩) রুনা রহমান, সরফভাটা, রাঙ্গুনিয়া,
চট্টগ্রাম। এবং
(৪)
দিদারুল ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, চট্টগ্রাম প্রধান কার্যালয়,
হালিশহর, চট্টগ্রাম।