কিশোর কিশোরীদের জন্য
ধারাবাহিক নাটক- “স্বপ্ন ডানায় আমরা”, এছাড়া নাটক নিয়ে কৈশরের অগ্রদূত শ্রোতা
ক্লাবের আলোচনা এবং কুইজ।
পর্ব: ২৩ (তেইশ)
প্রচার তারিখ ও সময়:
১০/০৭/২০১৫, শুক্রবার, বিকেল-
৪:৩৫
প্রচার স্থান ও
ফ্রিকোয়েন্সি:
বাংলাদেশ বেতার, চট্টগ্রাম: মধ্যম তরঙ্গ ৩৪৩.৬৪ মিটার ৮৭৩ কিলোহার্জ এবং এফএম ১০৩ মেগাহার্জ।
২৩তম কুইজ পর্বের প্রশ্ন:
গর্ববতী মা ও গর্বের
শিশুর সুস্থ্যতার জন্য গর্ববতীকে কি খেতে হবে?
(ক) পুষ্টিকর খাবার
(খ) মরিচ পোড়া ডাল ভাত
(সঠিক উত্তরদাতাদের
মধ্য থেকে লটারীর মাধ্যমে ৪ জনকে বিজয়ী করা হবে।)
উত্তর পাঠানোর শেষ তারিখ:
১৬/০৭/২০১৫,
বৃহস্পতিবার
উত্তর পাঠনেোর ঠিকানা:
স্বপ্ন ডানায় আমরা
২৩তম পর্ব
প্রযত্নে: আঞ্চলিক
পরিচালক
বাংলাদেশ বেতার,
চট্টগ্রাম।
২২তম কুইজ পর্বের সঠিক
উত্তর:
নাটকে গর্ববতী মাকে বলা
হয়েছে দুপুরের পরে- (খ) ১ থেকে ২ ঘন্টা বিশ্রাম নিতে।
২২তম পর্বের সঠিক
উত্তরদাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে যে ৪ জন শ্রোতা বিজয়ী হয়েছেন, তারা হলেন:
(১) রহমত উল্ল্যাহ, ইদ্রিস
কেরানীর বাড়ী, বাকলিয়া, চট্টগ্রাম।
(২) মো: কাউসার হোসেন, বিএসসি
মেরীন ওয়ার্কশপ, সল্টগোলা, বন্দর, চট্টগ্রাম।
(৩) এম.এ.ফারুক, ভাই ভাই
মঞ্জিল, বসুন্ধরা আবাসিক এলাকা, হালিশহর, চট্টগ্রাম। এবং
(৪)
আল ইকরাম কদর, সাউথ এশিয়া রেডিও ক্লাব, সন্দ্বীপ উপজেলা শাখা, সন্দ্বীপ,
চট্টগ্রাম।
No comments:
Post a Comment