আজ
মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬।
বেইজিং
থেকে চীন আন্তর্জাতিক বেতার, বাংলা বিভাগের দ্বিতীয় অধিবেশনে প্রচারিত হবে “আজকের
টপিক” অনুষ্ঠান (৫ মিনিটের খবরের পর)। অনুষ্ঠানের স্থিতি: ১০ মিনিট।
আজকের
বিষয়: পশ্চিমবঙ্গের শ্রোতাদের নিয়ে দিদারুল ইকবাল-এর একটি বিশেষ সাক্ষাৎকার
অনুষ্ঠান-এর দ্বিতীয় পর্ব।
বাংলাদেশ
সময় সন্ধ্যা ০৭:০০টায় ঢাকা ও চট্টগ্রামের আশে-পাশের শ্রোতারা তাদের মোবাইল ফোনের ‘FM
অ্যাপস’ অথবা ‘FM রেডিও’-তে অনুষ্ঠানটি শুনতে পাবেন যথাক্রমে ঢাকা: FM-102,
এবং চট্টগ্রাম: FM-90.0
MHz-এ।
এছাড়া
বাংলাদেশ সময় রাত ০৮:০০টা এবং ভারতীয় সময় সন্ধ্যা ০৭:৩০টায় সর্বস্তরের শ্রোতারা
তাদেঁর রেডিও সেটের মাধ্যমে অনুষ্ঠানটি শুনতে পাবেন যথাক্রমে MW-1269 KHz
এবং SW-9490,
11610 KHz-এ।
আজ
দ্বিতীয় পর্বে যাদের সাক্ষাৎকার প্রচার হবে:
(৪)
বিধান চন্দ্র টিকাদার, গোপালগঞ্জ, বাংলাদেশ।
(৫)
বিশ্বনাথ মণ্ডল, মুর্শিদাবাদ, ভারত এবং
(৬)
রানা চ্যাটার্জী, কুচবিহার, ভারত।
সবাইকে
অনুষ্ঠানটি শুনার আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠান শুনে আপনার সুচিন্তিত মতামত দিন,
সিআরআই-এর সাথেই থাকুন। ধন্যবাদ
[নোট:
বুধবার, ২৭ জুলাই ২০১৬, বাংলাদেশ সময় সকাল ১০:০০টায় শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রামের
আশে-পাশের শ্রোতারা তাদের মোবাইল ফোনের ‘FM অ্যাপস’ অথবা ‘FM রেডিও’-তে অনুষ্ঠানটির পুন:প্রচার শুনতে পাবেন একি FM
ফ্রিকোয়েন্সিতে।]
দিদারুল
ইকবাল
চীন
আন্তর্জাতিক বেতার
বাংলাদেশ।
সাক্ষাৎকারের প্রথম
পর্বের লিংক সমূহ:
গুগল ড্রাইভ
লিংক (শুধু মাত্র অডিও ফাইল):
No comments:
Post a Comment