প্রিয় বেতার শ্রোতা, ডিএক্সার, মনিটর এবং
বেতারের সাথে সম্পৃক্ত সকল বন্ধুরা,
সকলকে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
বন্ধুরা, আপনারা ইতিমধ্যে বিভিন্ন ভাবে জেনেছেন
সাউথ এশিয়া রেডিও ক্লাবের অন্যতম সদস্য এবং জাতীয় ও আন্তর্জাতিক বেতারের নিয়মিত
শ্রোতা ও ডিএক্সার বিপ্লব কুমার অধিকারী (ঠিকানা: গ্রাম- কলিকাতলা, পো- কমলাপুর-
৭০০০, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া) গত ১৯ অক্টোবর ২০১৬, বুধবার (১৮ তারিখ
মঙ্গলবার দিবাগত রাতে) রাত ১২:৪৯ মিনিটে ঢাকার উত্তরায় আব্দুল্লাপুর আইচি হাসপাতালে
হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে (Heart attack) মৃত্যুবরণ
করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৩৯ বছর। ঐদিন সকালে তাঁর মৃতদেহ ঢাকা থেকে
কুষ্টিয়ায় গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হয় এবং বিকেল ৪:৩৭ মিনিটে অন্ত্যেষ্টিক্রিয়া
সম্পন্ন করা হয়।
বিপ্লব কুমার অধিকারীর পরিবারে বর্তমানে রয়েছে
প্রায় ৭১ বছর বয়সী পক্ষাঘাত রোগে আক্রান্ত বাবা শ্রী রাম গোপাল অধিকারী, তাঁর
স্ত্রী বাসন্তি লতা অধিকারী (৩২), দুই ছেলে রকি অধিকারী (৮) এবং রুদ্র অধিকারী
(৫)।
বিপ্লবের মা বেলী রানী অধিকারীও প্রায় ৬ মাস
আগে হার্টষ্ট্রোক করে মৃত্যুবরণ করেন।
আগামী রবিবার, ৩০ অক্টোবর ২০১৬ বিপ্লব কুমার
অধিকারীর “শ্রাদ্ধ অনুষ্ঠান (মৃতের আত্মার কল্যাণ-কামনায় অন্নাদি দান অনুষ্ঠান)”
করা হবে।
ইতিমধ্যে, বিপ্লব কুমার অধিকারীর মৃত্যুতে সাউথ
এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখা গত ২১ অক্টোবর, শুক্রবার সকালে একটি শোকসভার
আয়োজন করে। শোকাসভার আলোচনায় একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে আসে। সেটি হলো, “যেহেতু বিপ্লব কুমার অধিকারী বেতার পরিবারের একজন নিয়মিত
শ্রোতাসদস্য ছিলেন এবং বেতারের কল্যাণে তাঁর সাথে আমাদের তথা বিভিন্ন অঞ্চলের
শ্রোতাদের সাথে পরিচয় অর্থাৎ আমরা সকলে ‘বেতার বন্ধু’। তাই, এই বন্ধুটি হাঠাৎ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যাওয়ায় আমরা তাঁর কল্যাণে বা সম্মান
জানাতে কিছু করতে চাই। আমরা তাঁর ‘শ্রাদ্ধ অনুষ্ঠানে’ আর্থিক ভাবে সহযোগিতার
মাধ্যমে বন্ধুর প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান জানাতে চাই”।
আমরা সর্বসন্মত ভাবে সিদ্ধান্ত নিয়েছি, বিপ্লব
কুমার অধিকারীর শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য আমরা বেতার শ্রোতাবন্ধুরা তাঁর পরিবারকে
অর্থিক ভাবে সহযোগিতা করে আমাদের অংশগ্রহণ নিশ্চিত করবো, বন্ধুর আত্নার শান্তি ও কল্যাণ
কামনা করবো।
এরমধ্যে আমরা বিপ্লব কুমার অধিকারীর স্ত্রী বাসন্তি
লতা অধিকারী, ক্লাবের সদস্য সুলতান মাহমুদ দিপু ও রাসেল রানার সাথে একাধিকবার
যোগাযোগ করি এবং আমাদের ইচ্ছার কথা তাদের কাছে তুলে ধরি। এতে তারা সম্মতি জানালে
বিপ্লব কুমার অধিকারীর মোবাইল নম্বরে একটি বিকাশ একাউন্ট খুলতে বলি। সেই মোতাবেক
২৩/১০/২০১৬ তারিখে < 01719801911 > (০১৭১৯৮০১৯১১) এই নম্বটি বিকাশ একাউন্ট
খোলা হয়।
এখন বেতার জগতের সকল বন্ধুদের প্রতি আমাদের
অনুরোধ থাকবে, আপনারা যারা বেতারবন্ধু বিপ্লব কুমার অধিকারীর ‘শ্রাদ্ধ অনুষ্ঠানে’
আর্থিক ভাবে যে যার সামর্থ্য অনুযায়ী অংশ নিতে চান তারা 01719801911 এই নম্বরে বিকাশ করে আপনার সহযোগিতা ও
ভালোবাসার হাত বাড়াতে পারেন।
আমরা চাই, বিপ্লব কুমার অধিকারীর শ্রাদ্ধ
অনুষ্ঠানে তাঁর পরিবারের পাশাপাশি আমাদের বৃহৎ শ্রোতাগোষ্ঠীরও কিছুটা অংশগ্রহণ
থাকুক। এটা হবে একজন শ্রোতার জন্য সর্বোচ্চ সম্মানের, মর্যাদার।
যে বা যারা বিপ্লব কুমার অধিকারীর শ্রাদ্ধ
অনুষ্ঠানে আর্থিক ভাবে অংশ নিবেন আমরা পরবর্তিতে তাদের নাম বিশেষ কৃতজ্ঞতায় প্রকাশ
করবো। ফলে যারা বিকাশে টাকা পাঠাবেন তারা অনুগ্রহ করে যে নম্বরটি থেকে বিকাশ
করেছেন সেই নম্বরটি এই স্ট্যাটাসে কমেন্ট করে জানাবেন।
আমরা আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করছি।
শ্রাদ্ধ অনুষ্ঠান: ৩০/১০/২০১৬, রবিবার। এরমধ্যে
বিকাশ করলে ভালো হয়।
বিকাশ করুন এই নম্বরে: 01719-801911
ধন্যবাদ ও শুভকামনায়,
দিদারুল ইকবাল
চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
01711054985
01985601085
No comments:
Post a Comment